ক্রীড়া ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ অংশের জন্য মেহেদী হাসান মিরাজকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। যে পিএসএলে আগে কখনোই খেলার সুযোগ হয়নি, সেই টুর্নামেন্টে খেলতে মুখিয়ে আছেন তিনি।
পাকিস্তানে পৌঁছেই লাহোর কালান্দার্স দলে যোগ দিয়েছেন মিরাজ। পিএসএলের জন্য নিজেকে প্রস্তুত করছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মিরাজকে নিয়ে কালান্দার্স গত রাতে একটি ভিডিও পোস্ট করেছে। পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজির পোস্ট করা ভিডিওতে তিনি বলেছেন, ‘কালান্দার্স নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। দলের একটা অংশ আমি। তারা আমাকে সুযোগ সুবিধা দিয়েছে।’
মিরাজ শুধুই পিএসএলের প্লে-অফ খেলার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এলিমিনেটরে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-করাচি কিংস। এই ম্যাচের আগে অনুশীলনে চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না মিরাজ। লাহোর কালান্দার্সের গত রাতের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, মিরাজ বোলিং-ব্যাটিং দুইটাই অনুশীলন করছেন নিজের পুরোটা নিংড়ে দিয়ে।
টি-টোয়েন্টিতে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের যে বিকল্প নেই, সেটা মাথায় রেখেই অনুশীলনে বিশাল ছক্কা মেরেছেন তিনি। মিরাজ বলেন, ‘সব সময় ভালো জায়গায় বোলিংয়ের চেষ্টা করি। কারণ, ভালো জায়গায় বোলিং করলে ব্যাটারকে বেকায়দায় ফেলা যাবে। টি-টোয়েন্টি খেলাটা সব সময়ই বাউন্ডারির। যত তাড়াতাড়ি সম্ভব, বাউন্ডারি মারার চেষ্টা করি। এখানে সময়টা উপভোগ করছি। প্রস্তুত হচ্ছি আগামীকালের ম্যাচের জন্য।’
লাহোর কালান্দার্সের পোস্ট করা ভিডিওতে দেখানো হয়েছে, কীভাবে মিরাজকে বরণ করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিসহ প্রায় সবার সঙ্গেই মিরাজ করমর্দন করেছেন। করতালি দিয়ে মিরাজকে স্বাগত জানানোর সময় লাহোর কালান্দার্সের সত্ত্বাধিকারী সামিন রানা বলেন, ‘অল্প সময়ের নোটিশে এসেছ দেখে অনেক ধন্যবাদ।’
লাহোর কালান্দার্সে আছেন আরেক বাংলাদেশি সাকিব আল হাসান। সাকিব-মিরাজ বাংলাদেশের দুই তারকাকে হয়তো আজ গাদ্দাফি স্টেডিয়ামে একসঙ্গে দেখা যেতে পারে। মিরাজরা এলিমিনেটরে হারলে তো বাদ। এমনকি জিতলেও ফাইনালে যাচ্ছে না। ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোরকে খেলতে হবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। কারণ, গত রাতে প্রথম কোয়ালিফায়ারে ইসলামাবাদকে ৩০ রানে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ অংশের জন্য মেহেদী হাসান মিরাজকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। যে পিএসএলে আগে কখনোই খেলার সুযোগ হয়নি, সেই টুর্নামেন্টে খেলতে মুখিয়ে আছেন তিনি।
পাকিস্তানে পৌঁছেই লাহোর কালান্দার্স দলে যোগ দিয়েছেন মিরাজ। পিএসএলের জন্য নিজেকে প্রস্তুত করছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মিরাজকে নিয়ে কালান্দার্স গত রাতে একটি ভিডিও পোস্ট করেছে। পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজির পোস্ট করা ভিডিওতে তিনি বলেছেন, ‘কালান্দার্স নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। দলের একটা অংশ আমি। তারা আমাকে সুযোগ সুবিধা দিয়েছে।’
মিরাজ শুধুই পিএসএলের প্লে-অফ খেলার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এলিমিনেটরে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-করাচি কিংস। এই ম্যাচের আগে অনুশীলনে চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না মিরাজ। লাহোর কালান্দার্সের গত রাতের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, মিরাজ বোলিং-ব্যাটিং দুইটাই অনুশীলন করছেন নিজের পুরোটা নিংড়ে দিয়ে।
টি-টোয়েন্টিতে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের যে বিকল্প নেই, সেটা মাথায় রেখেই অনুশীলনে বিশাল ছক্কা মেরেছেন তিনি। মিরাজ বলেন, ‘সব সময় ভালো জায়গায় বোলিংয়ের চেষ্টা করি। কারণ, ভালো জায়গায় বোলিং করলে ব্যাটারকে বেকায়দায় ফেলা যাবে। টি-টোয়েন্টি খেলাটা সব সময়ই বাউন্ডারির। যত তাড়াতাড়ি সম্ভব, বাউন্ডারি মারার চেষ্টা করি। এখানে সময়টা উপভোগ করছি। প্রস্তুত হচ্ছি আগামীকালের ম্যাচের জন্য।’
লাহোর কালান্দার্সের পোস্ট করা ভিডিওতে দেখানো হয়েছে, কীভাবে মিরাজকে বরণ করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিসহ প্রায় সবার সঙ্গেই মিরাজ করমর্দন করেছেন। করতালি দিয়ে মিরাজকে স্বাগত জানানোর সময় লাহোর কালান্দার্সের সত্ত্বাধিকারী সামিন রানা বলেন, ‘অল্প সময়ের নোটিশে এসেছ দেখে অনেক ধন্যবাদ।’
লাহোর কালান্দার্সে আছেন আরেক বাংলাদেশি সাকিব আল হাসান। সাকিব-মিরাজ বাংলাদেশের দুই তারকাকে হয়তো আজ গাদ্দাফি স্টেডিয়ামে একসঙ্গে দেখা যেতে পারে। মিরাজরা এলিমিনেটরে হারলে তো বাদ। এমনকি জিতলেও ফাইনালে যাচ্ছে না। ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোরকে খেলতে হবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। কারণ, গত রাতে প্রথম কোয়ালিফায়ারে ইসলামাবাদকে ৩০ রানে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৯ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৪১ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে