ক্রীড়া ডেস্ক
ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। লিটন দাসকে অধিনায়ক বানিয়ে টি-টোয়েন্টিতে নতুন সূচনা করতে চাইলেও সেটা বুমেরাং হয়ে ফিরে আসছে বারবার। প্রথমে আরব আমিরাতের কাছে সিরিজ হারলেন লিটনরা। সেটার রেশ দেখা গেল পাকিস্তান সিরিজেও।
বাংলাদেশ সবশেষ ৬ টি-টোয়েন্টির মধ্যে হেরেছে পাঁচটিতে। এই সময়ে একমাত্র জয়টি এসেছে আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। আমিরাত সিরিজে ২-১ ব্যবধানে হারের পর পাকিস্তানের কাছে লিটনরা পেয়েছেন ধবলধোলাইয়ের লজ্জা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিনটা ডিপার্টমেন্টে বাংলাদেশ একসঙ্গে জ্বলে উঠতে পারছেন না। যেকারণে প্রত্যেক ম্যাচ শেষে অল্প কিছু রানের আক্ষেপ করতে হয় দলটিকে।
আমিরাত-পাকিস্তান সিরিজে ‘লজ্জাজনক’ পারফরম্যান্সের পর বাংলাদেশ এবার যাবে শ্রীলঙ্কায়। লঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। কদিন পর শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজে কোথায় উন্নতি করতে হবে, লাহোরে গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পর বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সকে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছে এমন প্রশ্ন। উত্তরে সিমন্স বলেন, ‘অবশ্যই দ্রুত উন্নতি চান আপনি। সাদা বলের সিরিজের আগে দুইটা টেস্ট আছে। এসব নিয়ে কাজ করতে হবে। উন্নতি প্রয়োজন। আজ (গত রাতে) ব্যাটিংটা ঠিকমতো হয়েছে, যেমনটা আমরা চেয়েছি।’
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টিই হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। প্রথম দুই টি-টোয়েন্টিতেই পাকিস্তান করেছে ২০১ রান। ব্যাটিং ব্যর্থতায় সেই দু্ই ম্যাচে ৩৭ ও ৫৭ রানে হেরেছে বাংলাদেশ। লাহোরে গত রাতে টস হেরে প্রথমে ব্যাটিং পেলে বাংলাদেশের দুই বাঁহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ৬৪ বলে ১১০ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রাখেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশ করেছে ১৯৬ রান।
১৯৭ রানের লক্ষ্য পাকিস্তানের কাছে মামুলি হয়ে গিয়েছে মোহাম্মদ হারিসের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিতে। ৪৬ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি। ১৬ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে পাকিস্তান সিরিজটি জিতেছে ৩-০ ব্যবধানে। ম্যাচ হারের ব্যাখ্যায় বাংলাদেশ কোচ সিমন্স বলেন, ‘আমরা যতটা ভালো বোলিং করা দরকার, ততটা পারিনি। এভাবে আসলে বলতে চাচ্ছি না। আমাদের বাজে বোলিংয়ের পাশাপাশি মোহাম্মদ হারিস দারুণ ব্যাটিং করেছে। সাইম আইয়ুবও ফর্মে ফিরেছে। সেও ভালো ব্যাটিং করেছে। আমাদের বাজে বোলিংয়ের সুযোগ তারা নিয়েছে। ক্রিকেট এমনই।’
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারিসের হাতেই উঠেছে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার। সিরিজে সর্বোচ্চ ১৭৯ রান করেছেন তিনি। গড় ৮৯.৫০। ২০১.১২ স্ট্রাইকরেটই বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশের ওপর কী পরিমাণ তাণ্ডব তিনি চালিয়েছেন।
১৭ জুন গলে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট দিয়েই মূলত শুরু দ্বিপক্ষীয় সিরিজ। সেকারণে আগেভাগেই টেস্ট প্রস্তুতি শুরু করতে চাইছে বাংলাদেশ। কয়েক সপ্তাহ ধরে স্কিল অনুশীলনের পর গতকাল মিরপুরে সেন্টার উইকেটে সাদা পোশাকে প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে সম্ভাব্য টেস্ট স্কোয়াড ও বাংলাদেশ টাইগার্স। আজও সাদমান , মুশফিক , মুমিনুল হক , জাকির , এবাদত , নাহিদ রানা , সোহানদের নিয়ে চলবে প্রস্তুতি।
হতাশাজনক পাকিস্তান সিরিজ শেষে আজ বিকেল ও রাতে দুই ফ্লাইটে দেশে ফিরছেন লিটনরা। ঈদের আগে চলবে আরও দুই দিনের প্রস্তুতি । মূল প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ঈদের পর ৯ জুন থেকে । প্রধান কোচ ফিল সিমন্স দলের সঙ্গে দেশে ফিরলেও ছুটিতে নিজ দেশে যেতে পারেন । তবে ক্যাম্প শুরুর আগেই ফিরবেন । ঈদের পর দলের সঙ্গে বসতে পারেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ।
ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। লিটন দাসকে অধিনায়ক বানিয়ে টি-টোয়েন্টিতে নতুন সূচনা করতে চাইলেও সেটা বুমেরাং হয়ে ফিরে আসছে বারবার। প্রথমে আরব আমিরাতের কাছে সিরিজ হারলেন লিটনরা। সেটার রেশ দেখা গেল পাকিস্তান সিরিজেও।
বাংলাদেশ সবশেষ ৬ টি-টোয়েন্টির মধ্যে হেরেছে পাঁচটিতে। এই সময়ে একমাত্র জয়টি এসেছে আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। আমিরাত সিরিজে ২-১ ব্যবধানে হারের পর পাকিস্তানের কাছে লিটনরা পেয়েছেন ধবলধোলাইয়ের লজ্জা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিনটা ডিপার্টমেন্টে বাংলাদেশ একসঙ্গে জ্বলে উঠতে পারছেন না। যেকারণে প্রত্যেক ম্যাচ শেষে অল্প কিছু রানের আক্ষেপ করতে হয় দলটিকে।
আমিরাত-পাকিস্তান সিরিজে ‘লজ্জাজনক’ পারফরম্যান্সের পর বাংলাদেশ এবার যাবে শ্রীলঙ্কায়। লঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। কদিন পর শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজে কোথায় উন্নতি করতে হবে, লাহোরে গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পর বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সকে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছে এমন প্রশ্ন। উত্তরে সিমন্স বলেন, ‘অবশ্যই দ্রুত উন্নতি চান আপনি। সাদা বলের সিরিজের আগে দুইটা টেস্ট আছে। এসব নিয়ে কাজ করতে হবে। উন্নতি প্রয়োজন। আজ (গত রাতে) ব্যাটিংটা ঠিকমতো হয়েছে, যেমনটা আমরা চেয়েছি।’
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টিই হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। প্রথম দুই টি-টোয়েন্টিতেই পাকিস্তান করেছে ২০১ রান। ব্যাটিং ব্যর্থতায় সেই দু্ই ম্যাচে ৩৭ ও ৫৭ রানে হেরেছে বাংলাদেশ। লাহোরে গত রাতে টস হেরে প্রথমে ব্যাটিং পেলে বাংলাদেশের দুই বাঁহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ৬৪ বলে ১১০ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রাখেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশ করেছে ১৯৬ রান।
১৯৭ রানের লক্ষ্য পাকিস্তানের কাছে মামুলি হয়ে গিয়েছে মোহাম্মদ হারিসের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিতে। ৪৬ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি। ১৬ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে পাকিস্তান সিরিজটি জিতেছে ৩-০ ব্যবধানে। ম্যাচ হারের ব্যাখ্যায় বাংলাদেশ কোচ সিমন্স বলেন, ‘আমরা যতটা ভালো বোলিং করা দরকার, ততটা পারিনি। এভাবে আসলে বলতে চাচ্ছি না। আমাদের বাজে বোলিংয়ের পাশাপাশি মোহাম্মদ হারিস দারুণ ব্যাটিং করেছে। সাইম আইয়ুবও ফর্মে ফিরেছে। সেও ভালো ব্যাটিং করেছে। আমাদের বাজে বোলিংয়ের সুযোগ তারা নিয়েছে। ক্রিকেট এমনই।’
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারিসের হাতেই উঠেছে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার। সিরিজে সর্বোচ্চ ১৭৯ রান করেছেন তিনি। গড় ৮৯.৫০। ২০১.১২ স্ট্রাইকরেটই বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশের ওপর কী পরিমাণ তাণ্ডব তিনি চালিয়েছেন।
১৭ জুন গলে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট দিয়েই মূলত শুরু দ্বিপক্ষীয় সিরিজ। সেকারণে আগেভাগেই টেস্ট প্রস্তুতি শুরু করতে চাইছে বাংলাদেশ। কয়েক সপ্তাহ ধরে স্কিল অনুশীলনের পর গতকাল মিরপুরে সেন্টার উইকেটে সাদা পোশাকে প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে সম্ভাব্য টেস্ট স্কোয়াড ও বাংলাদেশ টাইগার্স। আজও সাদমান , মুশফিক , মুমিনুল হক , জাকির , এবাদত , নাহিদ রানা , সোহানদের নিয়ে চলবে প্রস্তুতি।
হতাশাজনক পাকিস্তান সিরিজ শেষে আজ বিকেল ও রাতে দুই ফ্লাইটে দেশে ফিরছেন লিটনরা। ঈদের আগে চলবে আরও দুই দিনের প্রস্তুতি । মূল প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ঈদের পর ৯ জুন থেকে । প্রধান কোচ ফিল সিমন্স দলের সঙ্গে দেশে ফিরলেও ছুটিতে নিজ দেশে যেতে পারেন । তবে ক্যাম্প শুরুর আগেই ফিরবেন । ঈদের পর দলের সঙ্গে বসতে পারেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
২৮ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে