নিজস্ব প্রতিবেদক
ঢাকা: প্রথম টেস্টের হাইলাইটস যেন চলছে দ্বিতীয় টেস্টেও! উইকেট বদল গেলেও চরিত্র একই। রান উঠছে। নিস্প্রাণ উইকেটে বাংলাদেশের বোলারদের ভোগাচ্ছেন দুই শ্রীলঙ্কান—দিমুথ করুনারত্নে আর লাহিরু থিরিমান্নে। টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা প্রথম টেস্টের মতো এই টেস্টেও বড় সংগ্রহের দিকে ছুঁটছে। চা বিরতির আগে কোনো উইকেট না হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ১৮৮ রান।
লঙ্কানদের এই রানের ধারা আটকানোর একটা সুযোগ অবশ্য এসেছিল বাংলাদেশের সামনে। প্রথম টেস্টের মতো এই টেস্টেও দারুণ বোলিং করে যাওয়া তাসকিন আহমেদের নামের পাশে লঙ্কান অধিনায়ক করুনারত্নের উইকেটটি প্রথম সেশনেই থাকত, যদি নাজমুল হোসেন ক্যাচটা ধরতেন!
২০তম ওভারের শেষ বলটা বাউন্স দিয়ে করুনারত্নের বুক বরাবর তুলেছিলেন তাসকিন। সেটি ব্যাটের কানায় লেগে স্লিপে নাজমুলের হাতে গেলেও তিনি ধরে রাখতে পারেননি। উইকেট থেকে তেমন কিছু পাওয়ার না থাকলেও তাসকিন অন্য ওপেনার থিরিমান্নাকেও কয়েকবার অস্বস্তিতে ফেলেছেন।
অন্য বোলারদের সুযোগ তৈরি করতে না পারা, ক্যাচ মিসের সুযোগে করুনারত্নে তুলে নিয়েছেন সিরিজের টানা দ্বিতীয় সেঞ্চুরি। আরেক ওপেনার থিরিমান্নে অপরাজিত ৮০ রানে।
টস হেরে ফিল্ডিংয়ে নেমে অধিনায়ক মুমিনুল হকের ৯ ওভারেই ব্যবহার করে ফেলেছেন ৪ বোলার। এই টেস্টে ৯৭ তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে যুব বিশ্বকাপজয়ী বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। শুরুতে দারুণ বোলিং করলেও এই বাঁহাতি পেসার বাজে বোলিংও করেছেন যথেষ্ট। অন্য পেসার আবু জায়েদ এখনো নিজেকে ফিরে পাওয়ার অপেক্ষায়। সুযোগ সৃষ্টি করতে পারেননি দুই স্পিনার তাইজুল–মিরাজও। এর ফলে দুটি সেশনই নিজেদের করে নিচ্ছেন করুনারত্নরা।
ঢাকা: প্রথম টেস্টের হাইলাইটস যেন চলছে দ্বিতীয় টেস্টেও! উইকেট বদল গেলেও চরিত্র একই। রান উঠছে। নিস্প্রাণ উইকেটে বাংলাদেশের বোলারদের ভোগাচ্ছেন দুই শ্রীলঙ্কান—দিমুথ করুনারত্নে আর লাহিরু থিরিমান্নে। টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা প্রথম টেস্টের মতো এই টেস্টেও বড় সংগ্রহের দিকে ছুঁটছে। চা বিরতির আগে কোনো উইকেট না হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ১৮৮ রান।
লঙ্কানদের এই রানের ধারা আটকানোর একটা সুযোগ অবশ্য এসেছিল বাংলাদেশের সামনে। প্রথম টেস্টের মতো এই টেস্টেও দারুণ বোলিং করে যাওয়া তাসকিন আহমেদের নামের পাশে লঙ্কান অধিনায়ক করুনারত্নের উইকেটটি প্রথম সেশনেই থাকত, যদি নাজমুল হোসেন ক্যাচটা ধরতেন!
২০তম ওভারের শেষ বলটা বাউন্স দিয়ে করুনারত্নের বুক বরাবর তুলেছিলেন তাসকিন। সেটি ব্যাটের কানায় লেগে স্লিপে নাজমুলের হাতে গেলেও তিনি ধরে রাখতে পারেননি। উইকেট থেকে তেমন কিছু পাওয়ার না থাকলেও তাসকিন অন্য ওপেনার থিরিমান্নাকেও কয়েকবার অস্বস্তিতে ফেলেছেন।
অন্য বোলারদের সুযোগ তৈরি করতে না পারা, ক্যাচ মিসের সুযোগে করুনারত্নে তুলে নিয়েছেন সিরিজের টানা দ্বিতীয় সেঞ্চুরি। আরেক ওপেনার থিরিমান্নে অপরাজিত ৮০ রানে।
টস হেরে ফিল্ডিংয়ে নেমে অধিনায়ক মুমিনুল হকের ৯ ওভারেই ব্যবহার করে ফেলেছেন ৪ বোলার। এই টেস্টে ৯৭ তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে যুব বিশ্বকাপজয়ী বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। শুরুতে দারুণ বোলিং করলেও এই বাঁহাতি পেসার বাজে বোলিংও করেছেন যথেষ্ট। অন্য পেসার আবু জায়েদ এখনো নিজেকে ফিরে পাওয়ার অপেক্ষায়। সুযোগ সৃষ্টি করতে পারেননি দুই স্পিনার তাইজুল–মিরাজও। এর ফলে দুটি সেশনই নিজেদের করে নিচ্ছেন করুনারত্নরা।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
২৯ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগে