Ajker Patrika

আবারও বাংলাদেশকে ভোগাচ্ছেন দুই শ্রীলঙ্কান

নিজস্ব প্রতিবেদক
আবারও বাংলাদেশকে ভোগাচ্ছেন দুই শ্রীলঙ্কান

ঢাকা: প্রথম টেস্টের হাইলাইটস যেন চলছে দ্বিতীয় টেস্টেও! উইকেট বদল গেলেও চরিত্র একই। রান উঠছে। নিস্প্রাণ উইকেটে বাংলাদেশের বোলারদের ভোগাচ্ছেন দুই শ্রীলঙ্কান—দিমুথ করুনারত্নে আর লাহিরু থিরিমান্নে। টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা প্রথম টেস্টের মতো এই টেস্টেও বড় সংগ্রহের দিকে ছুঁটছে। চা বিরতির আগে কোনো উইকেট না হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ১৮৮ রান।

লঙ্কানদের এই রানের ধারা আটকানোর একটা সুযোগ অবশ্য এসেছিল বাংলাদেশের সামনে। প্রথম টেস্টের মতো এই টেস্টেও দারুণ বোলিং করে যাওয়া তাসকিন আহমেদের নামের পাশে লঙ্কান অধিনায়ক করুনারত্নের উইকেটটি প্রথম সেশনেই থাকত, যদি নাজমুল হোসেন ক্যাচটা ধরতেন!

২০তম ওভারের শেষ বলটা বাউন্স দিয়ে করুনারত্নের বুক বরাবর তুলেছিলেন তাসকিন। সেটি ব্যাটের কানায় লেগে স্লিপে নাজমুলের হাতে গেলেও তিনি ধরে রাখতে পারেননি। উইকেট থেকে তেমন কিছু পাওয়ার না থাকলেও তাসকিন অন্য ওপেনার থিরিমান্নাকেও কয়েকবার অস্বস্তিতে ফেলেছেন।

অন্য বোলারদের সুযোগ তৈরি করতে না পারা, ক্যাচ মিসের সুযোগে করুনারত্নে তুলে নিয়েছেন সিরিজের টানা দ্বিতীয় সেঞ্চুরি। আরেক ওপেনার থিরিমান্নে অপরাজিত ৮০ রানে।

টস হেরে ফিল্ডিংয়ে নেমে অধিনায়ক মুমিনুল হকের ৯ ওভারেই ব্যবহার করে ফেলেছেন ৪ বোলার। এই টেস্টে ৯৭ তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে যুব বিশ্বকাপজয়ী বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। শুরুতে দারুণ বোলিং করলেও এই বাঁহাতি পেসার বাজে বোলিংও করেছেন যথেষ্ট। অন্য পেসার আবু জায়েদ এখনো নিজেকে ফিরে পাওয়ার অপেক্ষায়। সুযোগ সৃষ্টি করতে পারেননি দুই স্পিনার তাইজুল–মিরাজও। এর ফলে দুটি সেশনই নিজেদের করে নিচ্ছেন করুনারত্নরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত