নিজস্ব প্রতিবেদক
ঢাকা: চ্যাম্পিয়নস লিগের শিরোপা অধরাই থেকে গেল ম্যানচেস্টার সিটির। কাল রাতে চেলসির কাছে ১–০ গোলে হেরে স্বপ্নপূরণ হলো না পেপ গার্দিওয়ালার দলের। এই হারের পেছনে কাতালান কোচের কৌশল নিয়েও কম আলোচনা হচ্ছে না। দলের ব্যর্থতার দায় অনেকেই তুলে দিচ্ছেন গার্দিওলার কাঁধে। তবে মাশরাফি বিন মতুর্জার চোখে গার্দিওয়ালা এখনো সেরাদের সেরা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফাইনাল নিয়ে নিজের ফেসবুকে জানিয়েছেন এই কথা।
ফাইনাল শেষে নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘পেপ স্টিল দ্য বেস্ট অব দ্য বেস্ট’। তবে চেলসিকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দেওয়া কোচ টমাস টুখেলকে কৃতিত্ব দিতেও কার্পণ্য করেননি মাশরাফি, ‘টমাস আজ পেপের চেয়ে একটু বেশি সেরাটা দেখিয়েছেন। হয়তো ভাগ্যবানও ছিলেন।’
একাদশ নির্বাচন নিয়ে সমালোচকেরা বিদ্ধ করছেন গার্দিওয়ালাকে। অবশ্য সমালোচনা করার সুযোগটা গার্দিওলা নিজেই করে দিয়েছেন। শুরুর একাদশে ছিলেন না রদ্রি, ফার্নানদিনিও, জোয়াও কানসেলোর কেউ। অতিরিক্ত আক্রমণনির্ভর একাদশ সাজাতে গিয়ে মার খেয়েছেন গার্দিওলা। ফাইনাল নিয়ে এ মৌসুমে টানা তিনবার টুখেলের কাছে হার মেনেছেন গার্দিওলা।
পুরো খেলায় একবারই বল জালে জড়িয়েছে, সেটিই নির্ধারণ করে দিয়েছে ফাইনালের ভাগ্য। মাশরাফি তাই লিখেছেন, ‘শেষ ৫ ম্যাচে ১২ গোল করেছে ম্যানসিটি। আবার খেয়েছে ৯ গোল। গোল খাওয়া ও দেওয়ার মাঝে সবচেয়ে ব্যয়বহুল গোলটা আজই খেল ম্যনসিটি।’
ম্যানসিটি আসলে কোন জায়গায় পিছিয়ে পড়েছিল চেলসির কাছে, সেই বিশ্লেষণও করেছেন মাশরাফি। সাবেক বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘চেলসির রক্ষণভাগই ম্যানসিটির আক্রমণকে মাটিতে নামিয়ে এনেছে।’
ঢাকা: চ্যাম্পিয়নস লিগের শিরোপা অধরাই থেকে গেল ম্যানচেস্টার সিটির। কাল রাতে চেলসির কাছে ১–০ গোলে হেরে স্বপ্নপূরণ হলো না পেপ গার্দিওয়ালার দলের। এই হারের পেছনে কাতালান কোচের কৌশল নিয়েও কম আলোচনা হচ্ছে না। দলের ব্যর্থতার দায় অনেকেই তুলে দিচ্ছেন গার্দিওলার কাঁধে। তবে মাশরাফি বিন মতুর্জার চোখে গার্দিওয়ালা এখনো সেরাদের সেরা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফাইনাল নিয়ে নিজের ফেসবুকে জানিয়েছেন এই কথা।
ফাইনাল শেষে নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘পেপ স্টিল দ্য বেস্ট অব দ্য বেস্ট’। তবে চেলসিকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দেওয়া কোচ টমাস টুখেলকে কৃতিত্ব দিতেও কার্পণ্য করেননি মাশরাফি, ‘টমাস আজ পেপের চেয়ে একটু বেশি সেরাটা দেখিয়েছেন। হয়তো ভাগ্যবানও ছিলেন।’
একাদশ নির্বাচন নিয়ে সমালোচকেরা বিদ্ধ করছেন গার্দিওয়ালাকে। অবশ্য সমালোচনা করার সুযোগটা গার্দিওলা নিজেই করে দিয়েছেন। শুরুর একাদশে ছিলেন না রদ্রি, ফার্নানদিনিও, জোয়াও কানসেলোর কেউ। অতিরিক্ত আক্রমণনির্ভর একাদশ সাজাতে গিয়ে মার খেয়েছেন গার্দিওলা। ফাইনাল নিয়ে এ মৌসুমে টানা তিনবার টুখেলের কাছে হার মেনেছেন গার্দিওলা।
পুরো খেলায় একবারই বল জালে জড়িয়েছে, সেটিই নির্ধারণ করে দিয়েছে ফাইনালের ভাগ্য। মাশরাফি তাই লিখেছেন, ‘শেষ ৫ ম্যাচে ১২ গোল করেছে ম্যানসিটি। আবার খেয়েছে ৯ গোল। গোল খাওয়া ও দেওয়ার মাঝে সবচেয়ে ব্যয়বহুল গোলটা আজই খেল ম্যনসিটি।’
ম্যানসিটি আসলে কোন জায়গায় পিছিয়ে পড়েছিল চেলসির কাছে, সেই বিশ্লেষণও করেছেন মাশরাফি। সাবেক বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘চেলসির রক্ষণভাগই ম্যানসিটির আক্রমণকে মাটিতে নামিয়ে এনেছে।’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৪ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে