Ajker Patrika

ভারত আইসিসির সুবিধা পায়নি, বলছেন বিসিসিআই সভাপতি

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১২: ১১
ভারত আইসিসির সুবিধা পায়নি, বলছেন বিসিসিআই সভাপতি

বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনা ছাপিয়ে আলোচিত ইস্যু হয়ে দাঁড়ায় আম্পায়ারিং। ভারতের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে সাবেক ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) তুমুল সমালোচনা করেছেন। এবার এ ব্যাপারে কথা বললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি। বিনির দাবি, আইসিসির থেকে ভারত কোনো সুবিধা পায়নি।

গত ২ নভেম্বর অ্যাডিলেডে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। এই ম্যাচে আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত ছিল বিতর্কিত। বিরাট কোহলির বিরুদ্ধে ফেক ফিল্ডিংয়ের অভিযোগ তোলার পরও আম্পায়াররা তা আমলে নেননি। এমনকি বৃষ্টি থামার পর ভেজা আউটফিল্ডে খেলোয়াড়দের তড়িঘড়ি করে খেলতে নামানোর অভিযোগও উঠেছে। ম্যাচ শেষে নেটিজেনরা বিসিসিআই ও আইসিসিকে কড়া বিদ্রূপ করেছেন।

তুমুল বিতর্কিত আম্পায়ারিং ইস্যু নিয়ে কথা বললেন বিনি। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘এটা সত্য না। আমার মনে হয় না আইসিসির থেকে আমরা সুবিধা পেয়েছি। সবার সঙ্গে একই আচরণ করা হয়। এটা বলার কোনো সুযোগ নেই। আমরা অন্য দলগুলোর থেকে কী পাই? ভারত ক্রিকেটের বড় পরাশক্তি, কিন্তু আমরা সবাইকে সমান চোখে দেখি।’

৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-এর পয়েন্ট তালিকার শীর্ষে এখন ভারত। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই সমান ৪ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় তিনে পাকিস্তান এবং চারে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে জিম্বাবুয়ে এবং ২ পয়েন্ট নিয়ে তলানিতে নেদারল্যান্ডস। গ্রুপ-২-এর বাকি থাকা ম্যাচ তিনটি হবে আগামীকাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত