Ajker Patrika

বিশ্বকাপে বাংলাদেশের আম্পায়ারিংয়ে সৈকতের ইতিহাস

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১১: ৫৫
বিশ্বকাপে বাংলাদেশের আম্পায়ারিংয়ে সৈকতের ইতিহাস

২০২৩ সালের ৭ অক্টোবরের দিনকে চাইলেও ভুলতে পারবেন না শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। এই দিনটা যে তাঁর মানসপটে সব সময় ভেসে উঠবেই। দুর্দান্ত এক কীর্তির সাক্ষী হয়েছেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়েছেন তিনি। 

ম্যাচটি সৈকতের মনে আরও ভালোভাবে স্মরণীয় হয়ে থাকবে কীর্তির কারণে। গতকাল বিশ্বকাপের যে ম্যাচ পরিচালনা করেছেন, তাতে যে রেকর্ডের বন্যা বয়ে গেছে। বিশ্বকাপের ইতিহাসে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা মিলে ম্যাচে রেকর্ড ৭৫৪ রান করেছে। এত রান এর আগে কখনো হয়নি বিশ্বকাপের কোনো ম্যাচে। আগের রেকর্ড ছিল ৭১৪ রানের। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ-অস্ট্রেলিয়া করেছিল। 

শুধু এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ডই হয়নি সৈকতের পরিচালনা করা ম্যাচে, এক ইনিংসে সর্বোচ্চ ৪২৮ রানের দলীয় স্কোরের রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দল হিসেবে আবার প্রোটিয়ারা বিশ্বকাপে এক ইনিংসে তিন সেঞ্চুরির রেকর্ডও গড়েছে। তিন সেঞ্চুরিয়ান হচ্ছেন কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন ও এইডেন মার্করাম। সতীর্থদের সঙ্গে কীর্তি ভাগাভাগি করার পর এককভাবেও রেকর্ড গড়েছেন মার্করাম। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই ব্যাটার। ৪৯ বলে কীর্তিটি গড়েছেন। 

নিজেরসহ এতসব রেকর্ডের ম্যাচকে তাই চাইলেও ভুলতে পারবেন না সৈকত। বাংলাদেশের হয়ে তিনি যে রেকর্ড গড়তে যাচ্ছেন, সেটি ২০২৩ বিশ্বকাপের আম্পায়ারের নাম ঘোষণার সময়ই জানা গিয়েছিল। তাঁর রেকর্ডের ম্যাচে এত সব কীর্তি হবে, তা হয়তো নিজেও কখনো স্বপ্নে ভাবতে পারেননি সৈকত। স্বপ্নে যা ভাবার সাহস করেননি, গতকাল সেটিই বাস্তবে দেখলেন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। 

সুযোগ পাওয়ার পর সৈকত আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, এটা নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। কিন্তু গতকালের ম্যাচে যত সব রেকর্ড হয়েছে, তাতে নিশ্চয়ই মনে মনে খুশি না হয়ে থাকতে পারেননি তিনি। তাঁর আগে অবশ্য রেকর্ডটা নিজের করে নিতে পারতেন আরেক বাংলাদেশি আম্পায়ার এনামুল হক মনি। ২০১১ বিশ্বকাপে ঘরের মাঠে আম্পায়ারিংয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। সেবার চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকায় কীর্তি গড়া হয়নি তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত