Ajker Patrika

রান উৎসবের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে  ইংল্যান্ডের ‘হ্যাটট্রিক’

রান উৎসবের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে  ইংল্যান্ডের ‘হ্যাটট্রিক’

পাকিস্তান সিরিজের জয়ের ধারাবাহিকতা এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও ধরে রেখেছে ইংল্যান্ড। আজ পার্থের অপটাস স্টেডিয়ামে আজ রানবন্যার  প্রথম টি-টোয়েন্টিতে  অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়েছে  ইংল্যান্ড। তাতে টি-টোয়েন্টিতে ‘হ্যাটট্রিক’ জয় পেল ইংলিশরা।  

ইংল্যান্ডের দেওয়া ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৫ রানেই অস্ট্রেলিয়া হারায় প্রথম উইকেট। এরপর তিন নম্বরে নামা মিচেল মার্শকে নিয়ে ইংলিশ বোলারদের ওপর ঝড় তুলতে থাকেন ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় উইকেটে ওয়ার্নার-মার্শ ৪৪ বলে ৭১ রানের জুটি গড়েন। ২৬ বলে ৩৬ রান করে   মার্শ বিদায় নিলেও একপ্রান্তে অবিচল থাকেন ওয়ার্নার।  এই বাঁহাতি ওপেনার তুলে নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৪তম ফিফটি।

একটা সময় অস্ট্রেলিয়ার সমীকরণ দাঁড়ায় ৬ ওভারে ৫৭ রান, হাতে ছিল ৭ উইকেট। তখনই ইংল্যান্ডকে ম্যাচে ফেরাতে থাকেন মার্ক উড। দ্রুত তিন উইকেট তুলে নেন ইংল্যান্ডের এই পেসার, তার মধ্যে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোরার ওয়ার্নারের  (৪৪ বলে ৭৩ রান) উইকেটও ছিল। আর শেষ ওভারে ম্যাথ্যু ওয়েডের উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেন স্যাম কারান। ২০ ওভারে ৯ উইকেটে ২০০ রানে থেমে যায় স্বাগতিকদের রানের চাকা।

ম্যাচসেরা হয়েছেন অ্যালেক্স হেলস। ৫১ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংসের পর ফিল্ডিংয়ে দুটো ক্যাচ ধরেছেন হেলস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ইংল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ কাজে লাগিয়ে ১৩২ রানের বিধ্বংসী ওপেনিং জুটি গড়েছেন হেলস-জস বাটলার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ইংলিশরা করে ২০৮ রান। হেলসের ৮৪ এর পর দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান করেছেন জস বাটলার। অস্ট্রেলিয়ার সেরা বোলার ছিলেন নাথান এলিস। ২০ রান খরচ করে নিয়েছেন তিন উইকেট।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত