ক্রিস্টিয়ানো রোনালদোর ২০২৩-এর শেষটা মনে রাখার মতো। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে সব কিছুই ছিল দুর্দান্ত। ২০২৩-এর শেষ ম্যাচে আল নাসরের জার্সিতে গোল করেছেন। এরপর মায়ের জন্মদিনে বিলাসবহুল এক গাড়ি উপহার দিয়ে বছরের শেষটা আরও স্মরণীয় করে রেখেছেন।
২০২৩-এর শেষ দিনে গতকাল ৬৯ বছর পূর্ণ করেন রোনালদোর মা মারিয়া দোলোরেস দোস সান্তোস ভিভেইরোস দা অ্যাভেইরো। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, মায়ের ৬৯তম জন্মদিনে রোনালদো পোর্স কেইন্নে গাড়ি উপহার দিয়েছেন। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মারিয়াকে রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র বিলাসবহুল গাড়ি দেখিয়েছে। গাড়ি দেখে রোনালদোর মা আবেগপ্রবণ হয়ে পড়েছেন। পরে মারিয়া গাড়ির চালকের আসনে বসেছেন।
গাড়ি উপহার দেওয়ার ছবি পরে রোনালদোর বোন কাতিয়া অ্যাভেইরো সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। ভাই রোনালদোর এমন কাজে মুগ্ধ হয়ে প্রশংসা ঝরেছে কাতিয়ার কণ্ঠে। সামাজিকমাধ্যমে কাতিয়া বলেন, ‘তিনি (রোনালদোর মা) খুশি হয়েছেন কারণ ছেলে তাঁকে স্মরণ করেছে। উপহারটা কত দামি তা দেখে তিনি (রোনালদোর মা) খুশি হননি। মা-বাবাকে সম্মান করুন। পৃথিবীতে আপনি দীর্ঘায়ু হবেন।’
ক্লাব ক্যারিয়ারে ১০০০ ম্যাচ খেলার কাছাকাছি আছেন রোনালদো। পাঁচ ক্লাব মিলে ৯৯৩ ম্যাচে করেছেন ৭৩৯ গোল। অ্যাসিস্ট করেন ২৩৬ গোলে। গত বছর থেকে আল নাসরে খেলছেন রোনালদো। আল নাসরের জার্সিতে ৪৪ ম্যাচে করেছেন ৩৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ১৩ গোলে। আল নাসরের জার্সিতে জেতেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ। যা সৌদি ক্লাবটির মেজর কোনো শিরোপা। আল নাসরের আগে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, স্পোর্টিং সিপির হয়ে খেলেন রোনালদো।
ক্রিস্টিয়ানো রোনালদোর ২০২৩-এর শেষটা মনে রাখার মতো। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে সব কিছুই ছিল দুর্দান্ত। ২০২৩-এর শেষ ম্যাচে আল নাসরের জার্সিতে গোল করেছেন। এরপর মায়ের জন্মদিনে বিলাসবহুল এক গাড়ি উপহার দিয়ে বছরের শেষটা আরও স্মরণীয় করে রেখেছেন।
২০২৩-এর শেষ দিনে গতকাল ৬৯ বছর পূর্ণ করেন রোনালদোর মা মারিয়া দোলোরেস দোস সান্তোস ভিভেইরোস দা অ্যাভেইরো। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, মায়ের ৬৯তম জন্মদিনে রোনালদো পোর্স কেইন্নে গাড়ি উপহার দিয়েছেন। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মারিয়াকে রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র বিলাসবহুল গাড়ি দেখিয়েছে। গাড়ি দেখে রোনালদোর মা আবেগপ্রবণ হয়ে পড়েছেন। পরে মারিয়া গাড়ির চালকের আসনে বসেছেন।
গাড়ি উপহার দেওয়ার ছবি পরে রোনালদোর বোন কাতিয়া অ্যাভেইরো সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। ভাই রোনালদোর এমন কাজে মুগ্ধ হয়ে প্রশংসা ঝরেছে কাতিয়ার কণ্ঠে। সামাজিকমাধ্যমে কাতিয়া বলেন, ‘তিনি (রোনালদোর মা) খুশি হয়েছেন কারণ ছেলে তাঁকে স্মরণ করেছে। উপহারটা কত দামি তা দেখে তিনি (রোনালদোর মা) খুশি হননি। মা-বাবাকে সম্মান করুন। পৃথিবীতে আপনি দীর্ঘায়ু হবেন।’
ক্লাব ক্যারিয়ারে ১০০০ ম্যাচ খেলার কাছাকাছি আছেন রোনালদো। পাঁচ ক্লাব মিলে ৯৯৩ ম্যাচে করেছেন ৭৩৯ গোল। অ্যাসিস্ট করেন ২৩৬ গোলে। গত বছর থেকে আল নাসরে খেলছেন রোনালদো। আল নাসরের জার্সিতে ৪৪ ম্যাচে করেছেন ৩৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ১৩ গোলে। আল নাসরের জার্সিতে জেতেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ। যা সৌদি ক্লাবটির মেজর কোনো শিরোপা। আল নাসরের আগে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, স্পোর্টিং সিপির হয়ে খেলেন রোনালদো।
সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
৩৩ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
৪৩ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে