Ajker Patrika

বিশ্বকাপ থেকে কেউ খালি হাতে ফিরছে না

লাইছ ত্বোহা, ঢাকা
আপডেট : ০২ নভেম্বর ২০২২, ২১: ০৬
বিশ্বকাপ থেকে কেউ খালি হাতে ফিরছে না

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে গতকাল আক্ষেপের সুরেই নেদারল্যান্ডসের ফাস্ট বোলার লোগান ভ্যান বিক বলেছিলেন, ‘তিন হারের পর এক প্রকার জর্জরিত দল। শেষ দুই ম্যাচ থেকে অন্তত একটি জয় নিয়ে ফিরতে হবে।’ আজ অ্যাডিলেডে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে সেই আক্ষেপই যেন ঘুচালেন ডাচরা।

নেদারল্যান্ডসের এই জয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপও পেল ভিন্ন এক পূর্ণতা। ডাচদের পাশে এখন ২ পয়েন্ট। এতে চলতি বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলা কোনো দলই আর পয়েন্ট ছাড়া থাকল না। ১২টি দলই পয়েন্ট পেয়েছে। এর মধ্যে ১১টি দলই অন্তত একটি করে ম্যাচে জয় পেয়েছে। ৪টি ম্যাচ খেলে এখনো জয়হীন থাকল আফগানিস্তান। খেলায় না জিতলেও রশিদ খানদের পয়েন্ট পাওয়া থেকে আটকানো যায়নি। বৃষ্টির কল্যাণে দলটিও পেয়েছে ২ পয়েন্ট।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো মূল পর্বে এমন নজির দেখা যায়নি। কোনো না কোনো দলকে পয়েন্ট ছাড়াই প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছিল। ২০২১ বিশ্বকাপে বাংলাদেশ ও স্কটল্যান্ড সুপার টুয়েলভে একটি ম্যাচও জিততে পারেনি। ২০১৪ ও ২০১৬ বিশ্বকাপে সুপার টেনে শুধু বাংলাদেশই কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।

২০১২ বিশ্বকাপে সুপার এইট থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড পয়েন্ট ছাড়া দেশে ফিরেছিল। ওয়েস্ট ইন্ডিজে ২০১০ বিশ্বকাপ থেকে সুপার এইট থেকে পয়েন্টশূন্য ভারতের বিদায় হয়। ২০০৯ বিশ্বকাপে ভারত ও আয়ারল্যান্ড পয়েন্ট ছাড়া বিদায় নেয়। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ইংল্যান্ড ও বাংলাদেশ সুপার এইটে কোনো পয়েন্ট পায়নি।

শুধুই তাই নয়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বেও পয়েন্ট অর্জন করেছে সবগুলো দল। ২০ ওভারের বিশ্বকাপে আগের সাত আসরের প্রথম পর্বে এমন দৃশ্য আর দেখা যায়নি। প্রত্যেক দল অন্তত একটি করে জয় পেয়েছে।

এবারের বিশ্বকাপে ১৬টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে এখন পর্যন্ত আফগানিস্তান ছাড়া ১৫টি দলই জয়ের মুখ দেখেছে। বিশ্বকাপ থেকে ইতিমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানদের। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচ আছে তাদের। সেটিতে হারলে, শুধু তারাই জয়হীন থেকে যাবে। জিততে পারলে বিশ্বকাপের আসরটি অন্যবারের চেয়ে আলাদা হয়েই থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত