Ajker Patrika

আম্পায়ারদের গ্রেডিং করবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আম্পায়ারদের গ্রেডিং করবে বিসিবি

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এবারের টুর্নামেন্টে আম্পায়ারিং নিয়ে বিস্তর অভিযোগ এসেছে কয়েকটি দল থেকে। ইচ্ছে করে ভুল আউট কিংবা সাদা চোখে ‘নট আউট’কে আম্পায়ার দিয়েছেন ‘আউট’—এমন অনেক অভিযোগই উঠেছে। বিষয়টি নিয়ে বেশ আলোচনা হওয়ায় নড়চড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেসব আউট নিয়ে অভিযোগ উঠেছে, সেগুলো খতিয়ে দেখতে করা হয়েছিল তদন্ত কমিটি।

ভিডিওতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়েছে অভিযুক্ত সিদ্ধান্তগুলো নিয়ে। তদন্ত শেষে গতকাল বিসিবির আম্পায়ার্স কমিটিকে রিপোর্ট জমা দিয়েছে তদন্ত কমিটি। গতকাল আম্পায়ার্স কমিটির প্রধান কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু আজকের পত্রিকাকে বলেছেন, ‘আউটগুলো ভুল ছিল। ৪-৫টি আউটের মধ্যে ৩টিই ভুল। সবই তো ভুল বলা যায়। যে আম্পায়াররা এমন আউট দিয়েছেন, তাঁদের টুর্নামেন্ট কমিটির অধীনে হওয়া লিগের ম্যাচগুলোয় আপাতত রাখা হবে না।’

আম্পায়ারিং ভালো করতে খেলোয়াড়দের চুক্তির মতো গ্রেডিং পদ্ধতি চালু করার কথা জানিয়েছেন মিঠু। বিসিবির এই পরিচালক বলেছেন, ‘খেলোয়াড়দের মতো আম্পায়ারদের গ্রেডিং পদ্ধতি চালু করার জন্য বসেছি আমরা। সবচেয়ে ভালো আম্পায়ার ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকবে। এরপর ‘এ’ গ্রেড, বি-সি ক্যাটাগরি থাকবে। যাঁরা ভালো করবেন, তাঁরা নিচের গ্রেড থেকে ওপরে উঠবেন, আর যাঁরা ভালো করবেন না তাঁরা নিচের গ্রেডে চলে যাবেন।’ তবে মিঠুর দাবি, ভুল আম্পায়ারিংয়ের ক্ষেত্রে বাইরে থেকে প্রভাবিত করা হয় আম্পায়ারদের!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত