Ajker Patrika

মেঘও যেন উপভোগ করছিল মিজানুরের ব্যাটিং! 

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৭ জুন ২০২১, ১৫: ২৯
মেঘও যেন উপভোগ করছিল মিজানুরের ব্যাটিং! 

ঢাকা: আকাশের গায়ে বসে মেঘেরাও হয়তো উপভোগ করছিল মিজানুর রহমানের ব্যাটিং! তারা যেন অপেক্ষা করছিল ব্রাদার্স ইউনিয়নের এই ব্যাটসম্যানের সেঞ্চুরির জন্য। মিজান তিন অঙ্ক ছুঁতেই তাই হুড়মুড়িয়ে মেঘেরা বৃষ্টি হয়ে ঝরল বিকেএসপির ৪ নম্বর মাঠে। 

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুরু থেকেই তারকা ক্রিকেটারদের ছাপিয়ে দারুণ খেলছেন জাতীয় দল থেকে দূরে থাকা খেলোয়াড়েরা। এঁদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন মিজানুর রহমান। আজ শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে এসে ২৯ বছর বয়সী ব্যাটসম্যান এগিয়ে থাকলেন সেঞ্চুরির দিক দিয়েও। সুপার লিগে উঠতে না পারা ব্রাদার্স ইউনিয়নের এই ব্যাটসম্যানের ব্যাটেই ডিপিএলে এবারের মৌসুম দেখল প্রথম শতক। 

যদিও শেখ জামাল–ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে গেছে। খেলা থামার আগে ব্যাটিং করতে নেমে ব্রাদার্স ইউনিয়ন ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ১৩৩ রান। ১৭ ওভারের পঞ্চম বলে সালাউদ্দিন শাকিলের বলে এক রান নিয়ে সেঞ্চুরিতে পৌঁছান মিজানুর। পরের বলে জাহিদুজ্জামান আউট হতেই নামে বৃষ্টি। এরপর তো খেলাই বন্ধ হয়ে যায়। 

 ৬৫ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলার পথে মিজানুর ১৩ বাউন্ডারির সঙ্গে ছক্কাও মেরেছেন তিনটি। এই সেঞ্চুরির মধ্যে দিয়েই প্রথম ব্যাটসম্যান হিসেবে লিগে ৪০০ রানের মাইলফলকও পেরিয়েছেন এই ব্যাটসম্যান। ১১ ম্যাচে করেছেন ৪১৮ রান। প্রথম ১০ ম্যাচেই তিনটি ফিফটি ছিল মিজানুরের। আজ নবম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরিও পেয়ে গেলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত