নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেস্ট মর্যাদা পাওয়ার পর গত ২৩ বছরে এমন স্মরণীয় মুহূর্ত খুব কম এসেছে বাংলাদেশের ক্রিকেটে। পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়, সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই—স্মরণীয় না হয়ে কি পারে নাজমুল হোসেন শান্তদের জন্য!
বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের হারিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছে বাংলাদেশ। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বড় অঙ্কের আর্থিক পুরস্কারও পাচ্ছেন পাকিস্তান-বধের নায়কেরা। শান্তদের হাতে ৩ কোটি ২০ লাখ টাকার বোনাস তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামীকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পাকিস্তান সিরিজের দলে থাকা ক্রিকেটারদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এই উইনিং বোনাস তুলে দেবেন তিনি। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিসিবি।
ক্রিকেটারদের উইনিং বোনাস দেওয়াটা নতুন নয় বিসিবির। এর আগেও উইনিং বোনাস পেয়েছেন ম্যাচ জয়ী ক্রিকেটাররা। বিসিবির রীতি অনুযায়ী টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী একেক দলকে হারালে একেক অঙ্কের বোনাস দেওয়া হয়। এবারও সেটি পাচ্ছেন শান্তরা। প্রতি টেস্ট জয়ে দলে থাকা ১৫ সদস্যের সব ক্রিকেটার পেয়ে থাকেন ৪ লাখ টাকা করে। রাওয়ালপিন্ডিতে দুই টেস্ট জেতায় প্রতি ক্রিকেটার পাবেন ৮ লাখ টাকা। সঙ্গে সিরিজ জয়ের জন্য দেওয়া হবে আরও বাড়তি ৪ লাখ টাকা।
আজ বিসিবির এক সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছেন, ১২ লাখ নয়, পাকিস্তানকে ধবলধোলাই করা প্রতি ক্রিকেটার পাবেন ১৬ লাখ টাকার বোনাস। বিসিবি আগেই জানায়, রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটে জয় পাওয়ায় শান্তদের বোনাসের অর্থ অঙ্কটা দ্বিগুণ করে দেওয়া হবে। সেই হিসেবে ১৫ সদস্যের দলের সবার বোনাসের অংকটা দাঁড়ায়—২ কোটি ৪০ লাখ টাকা। তবে পাকিস্তান সফরে বাংলাদেশ দলে ছিলেন ১৬ জন ক্রিকেটার। সেই অর্থে সবাইকে এই অর্থ ভাগ করে দিলে প্রতি ক্রিকেটার পাবেন ১৫ লাখ টাকা করে।
তবে এর চেয়েও বেশি পাবেন শান্তরা। জানা গেছে, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদের বোর্ড পুরো দলকে ৮০ লাখ টাকা বোনাস দেবেন। ১৬ ক্রিকেটারকে সেই বোনাস ভাগ করে দিলে সবাই পাবেন আরও ৫ লাখ টাকা করে। অর্থাৎ, প্রতি ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের জন্য পাবেন ২০ লাখ টাকার বোনাস। সব মিলিয়ে সেই বোনাস দাঁড়ায়—৩ কোটি ২০ লাখ টাকা। বোনাস থেকে অবশ্য আয়করের টাকা কেটে নেওয়া হবে। শুধু শান্তরা নন, উইনিং বোনাস পাবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফরাও। তবে সেটি ক্রিকেটারদের সমান নয়।
টেস্ট জিতলে বোনাস বেশি পান ক্রিকেটাররা। গত জুনে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন টেস্ট র্যাঙ্কিংয়ে ১ থেকে ৬ নম্বরে থাকা দলের বিপক্ষে জেতার বোনাসের আর্থিক অঙ্কটা বাড়ান।
টেস্ট মর্যাদা পাওয়ার পর গত ২৩ বছরে এমন স্মরণীয় মুহূর্ত খুব কম এসেছে বাংলাদেশের ক্রিকেটে। পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়, সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই—স্মরণীয় না হয়ে কি পারে নাজমুল হোসেন শান্তদের জন্য!
বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের হারিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছে বাংলাদেশ। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বড় অঙ্কের আর্থিক পুরস্কারও পাচ্ছেন পাকিস্তান-বধের নায়কেরা। শান্তদের হাতে ৩ কোটি ২০ লাখ টাকার বোনাস তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামীকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পাকিস্তান সিরিজের দলে থাকা ক্রিকেটারদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এই উইনিং বোনাস তুলে দেবেন তিনি। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিসিবি।
ক্রিকেটারদের উইনিং বোনাস দেওয়াটা নতুন নয় বিসিবির। এর আগেও উইনিং বোনাস পেয়েছেন ম্যাচ জয়ী ক্রিকেটাররা। বিসিবির রীতি অনুযায়ী টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী একেক দলকে হারালে একেক অঙ্কের বোনাস দেওয়া হয়। এবারও সেটি পাচ্ছেন শান্তরা। প্রতি টেস্ট জয়ে দলে থাকা ১৫ সদস্যের সব ক্রিকেটার পেয়ে থাকেন ৪ লাখ টাকা করে। রাওয়ালপিন্ডিতে দুই টেস্ট জেতায় প্রতি ক্রিকেটার পাবেন ৮ লাখ টাকা। সঙ্গে সিরিজ জয়ের জন্য দেওয়া হবে আরও বাড়তি ৪ লাখ টাকা।
আজ বিসিবির এক সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছেন, ১২ লাখ নয়, পাকিস্তানকে ধবলধোলাই করা প্রতি ক্রিকেটার পাবেন ১৬ লাখ টাকার বোনাস। বিসিবি আগেই জানায়, রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটে জয় পাওয়ায় শান্তদের বোনাসের অর্থ অঙ্কটা দ্বিগুণ করে দেওয়া হবে। সেই হিসেবে ১৫ সদস্যের দলের সবার বোনাসের অংকটা দাঁড়ায়—২ কোটি ৪০ লাখ টাকা। তবে পাকিস্তান সফরে বাংলাদেশ দলে ছিলেন ১৬ জন ক্রিকেটার। সেই অর্থে সবাইকে এই অর্থ ভাগ করে দিলে প্রতি ক্রিকেটার পাবেন ১৫ লাখ টাকা করে।
তবে এর চেয়েও বেশি পাবেন শান্তরা। জানা গেছে, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদের বোর্ড পুরো দলকে ৮০ লাখ টাকা বোনাস দেবেন। ১৬ ক্রিকেটারকে সেই বোনাস ভাগ করে দিলে সবাই পাবেন আরও ৫ লাখ টাকা করে। অর্থাৎ, প্রতি ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের জন্য পাবেন ২০ লাখ টাকার বোনাস। সব মিলিয়ে সেই বোনাস দাঁড়ায়—৩ কোটি ২০ লাখ টাকা। বোনাস থেকে অবশ্য আয়করের টাকা কেটে নেওয়া হবে। শুধু শান্তরা নন, উইনিং বোনাস পাবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফরাও। তবে সেটি ক্রিকেটারদের সমান নয়।
টেস্ট জিতলে বোনাস বেশি পান ক্রিকেটাররা। গত জুনে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন টেস্ট র্যাঙ্কিংয়ে ১ থেকে ৬ নম্বরে থাকা দলের বিপক্ষে জেতার বোনাসের আর্থিক অঙ্কটা বাড়ান।
গেমটাইমের আশায় বসুন্ধরা কিংস ছেড়ে এবার আবাহনীতে যোগ দিয়েছেন শেখ মোরসালিন। আকাশি-নীল জার্সিতে অভিষেকও হয়েছে তাঁর। যদিও সেই ম্যাচে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে জেতেনি আবাহনী।
২৮ মিনিট আগে২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
১৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
১৪ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
১৫ ঘণ্টা আগে