একটি করে উইকেট, খরুচে রান—টানা তিন ম্যাচে মোস্তাফিজুর রহমানের বোলিংটা ছিল এমনই। সর্বোচ্চ উইকেটশিকারির ‘পার্পল ক্যাপ’ পাওয়ার দৌড়ে তো পিছিয়ে ছিলেন। সেই মোস্তাফিজ ছন্দে ফিরতে বেছে নিলেন সানরাইজার্স হায়দরাবাদকে। কৃপণ বোলিংয়ে পার্পল ক্যাপের লড়াইটা জমিয়ে দিলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে এখন পর্যন্ত খেলেছে ৯ ম্যাচ। ৯ ম্যাচের মধ্যে এক ম্যাচে খেলতে পারেননি মোস্তাফিজ। যে ৮ ম্যাচ খেলেছেন, প্রত্যেকটিতেই উইকেট পেয়েছেন ফিজ। চিপকে গত রাতে হায়দরাবাদের ইনিংসের ইতি টেনেছেন তিনি। ২.৫ ওভার বোলিং করে ১৯ রানে নেন ২ উইকেট। ৮ ম্যাচে এখন তাঁর উইকেট ১৪। যে ইকোনমি ১০ ছাড়িয়ে গিয়েছিল, গত রাতের কৃপণ বোলিংয়ে সেটা এখন কমে হয়েছে ৯.৭৫। মোস্তাফিজের সমান ১৪ উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা ও হার্শাল প্যাটেল। ফিজের চেয়ে ইকোনমি ভালো থাকায় সবার ওপরে বুমরা। খরুচে বোলিংয়ের কারণে হার্শাল এখন তিনে। পাঞ্জাব কিংসের পেসার বোলিং করেছেন ১০.১৮ ইকোনমি।
‘পার্পল ক্যাপের’ দৌড়ে বুমরার সঙ্গে কদিন আগেও সমানে সমানে লড়াই চলছিল যুজবেন্দ্র চাহালের। সেই চাহাল সবশেষ তিন ম্যাচে পেয়েছেন ২ উইকেট। কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ানস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস—তিন দলের বিপক্ষেই ৪ ওভার করে বোলিং করেছেন। ১২ ওভারে রান দিয়েছেন ১৪৩। এবারের আইপিএলে এখনো পর্যন্ত ৯ ইকোনমিতে ১৩ উইকেট নিয়েছেন। প্রথম বোলার হিসেবে আইপিএল ইতিহাসে ২০০ উইকেট পেয়েছেন তিনিই।
ফিজ যেমন গত রাতে পার্পল ক্যাপের লড়াইটা জমিয়ে দিলেন, তাঁর সামনে রয়েছে এখন আরেকটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষা। সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি হতে ফিজের প্রয়োজন ৩ উইকেট। আইপিএল ইতিহাসে সাকিব পেয়েছেন ৬৩ উইকেট, ফিজের উইকেট ৬১। পরশু পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাই খেলবে নিজেদের ঘরের মাঠে। সুযোগ পেলে ফিজ হয়তো ছাড়িয়ে যাবেন সাকিবকে।
২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি সাত বোলার
উইকেট ইকোনমি দল
জসপ্রীত বুমরা ১৪ ৬.৬৩ মুম্বাই ইন্ডিয়ানস
মোস্তাফিজুর রহমান ১৪ ৯.৭৫ চেন্নাই সুপার কিংস
হার্শাল প্যাটেল ১৪ ১০.১৮ পাঞ্জাব কিংস
মাথিসা পাতিরানা ১৩ ৭.৬৮ চেন্নাই সুপার কিংস
টি নটরাজন ১৩ ৯.০০ সানরাইজার্স হায়দরাবাদ
যুজবেন্দ্র চাহাল ১৩ ৮.৩৪ রাজস্থান রয়্যালস
মুকেশ কুমার ১৩ ১১.০৫ দিল্লি ক্যাপিটালস
* ২৮ এপ্রিল চেন্নাই সুপার কিংস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:
একটি করে উইকেট, খরুচে রান—টানা তিন ম্যাচে মোস্তাফিজুর রহমানের বোলিংটা ছিল এমনই। সর্বোচ্চ উইকেটশিকারির ‘পার্পল ক্যাপ’ পাওয়ার দৌড়ে তো পিছিয়ে ছিলেন। সেই মোস্তাফিজ ছন্দে ফিরতে বেছে নিলেন সানরাইজার্স হায়দরাবাদকে। কৃপণ বোলিংয়ে পার্পল ক্যাপের লড়াইটা জমিয়ে দিলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে এখন পর্যন্ত খেলেছে ৯ ম্যাচ। ৯ ম্যাচের মধ্যে এক ম্যাচে খেলতে পারেননি মোস্তাফিজ। যে ৮ ম্যাচ খেলেছেন, প্রত্যেকটিতেই উইকেট পেয়েছেন ফিজ। চিপকে গত রাতে হায়দরাবাদের ইনিংসের ইতি টেনেছেন তিনি। ২.৫ ওভার বোলিং করে ১৯ রানে নেন ২ উইকেট। ৮ ম্যাচে এখন তাঁর উইকেট ১৪। যে ইকোনমি ১০ ছাড়িয়ে গিয়েছিল, গত রাতের কৃপণ বোলিংয়ে সেটা এখন কমে হয়েছে ৯.৭৫। মোস্তাফিজের সমান ১৪ উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা ও হার্শাল প্যাটেল। ফিজের চেয়ে ইকোনমি ভালো থাকায় সবার ওপরে বুমরা। খরুচে বোলিংয়ের কারণে হার্শাল এখন তিনে। পাঞ্জাব কিংসের পেসার বোলিং করেছেন ১০.১৮ ইকোনমি।
‘পার্পল ক্যাপের’ দৌড়ে বুমরার সঙ্গে কদিন আগেও সমানে সমানে লড়াই চলছিল যুজবেন্দ্র চাহালের। সেই চাহাল সবশেষ তিন ম্যাচে পেয়েছেন ২ উইকেট। কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ানস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস—তিন দলের বিপক্ষেই ৪ ওভার করে বোলিং করেছেন। ১২ ওভারে রান দিয়েছেন ১৪৩। এবারের আইপিএলে এখনো পর্যন্ত ৯ ইকোনমিতে ১৩ উইকেট নিয়েছেন। প্রথম বোলার হিসেবে আইপিএল ইতিহাসে ২০০ উইকেট পেয়েছেন তিনিই।
ফিজ যেমন গত রাতে পার্পল ক্যাপের লড়াইটা জমিয়ে দিলেন, তাঁর সামনে রয়েছে এখন আরেকটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষা। সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি হতে ফিজের প্রয়োজন ৩ উইকেট। আইপিএল ইতিহাসে সাকিব পেয়েছেন ৬৩ উইকেট, ফিজের উইকেট ৬১। পরশু পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাই খেলবে নিজেদের ঘরের মাঠে। সুযোগ পেলে ফিজ হয়তো ছাড়িয়ে যাবেন সাকিবকে।
২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি সাত বোলার
উইকেট ইকোনমি দল
জসপ্রীত বুমরা ১৪ ৬.৬৩ মুম্বাই ইন্ডিয়ানস
মোস্তাফিজুর রহমান ১৪ ৯.৭৫ চেন্নাই সুপার কিংস
হার্শাল প্যাটেল ১৪ ১০.১৮ পাঞ্জাব কিংস
মাথিসা পাতিরানা ১৩ ৭.৬৮ চেন্নাই সুপার কিংস
টি নটরাজন ১৩ ৯.০০ সানরাইজার্স হায়দরাবাদ
যুজবেন্দ্র চাহাল ১৩ ৮.৩৪ রাজস্থান রয়্যালস
মুকেশ কুমার ১৩ ১১.০৫ দিল্লি ক্যাপিটালস
* ২৮ এপ্রিল চেন্নাই সুপার কিংস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:
২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
৭ মিনিট আগেসকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
১ ঘণ্টা আগেআন্টনিও রুডিগারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা গত কদিন ধরেই। ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে তেড়ে গিয়েছিলেন রুডিগার। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার এবার পেলেন কড়া শাস্তি।
২ ঘণ্টা আগেআর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
২ ঘণ্টা আগে