Ajker Patrika

পাণ্ডবদের ছাড়া চ্যাম্পিয়ন হওয়াটা বেশি আনন্দের, বললেন নাফিসা কামাল

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৫১
পাণ্ডবদের ছাড়া চ্যাম্পিয়ন হওয়াটা বেশি আনন্দের, বললেন নাফিসা কামাল

শেষ বলের রোমাঞ্চে ফরচুন বরিশালকে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের শিরোপা জয়ের উল্লাসটা ছিল দেখার মতো। উচ্ছ্বাসে ভেসে গেছেন দলটির স্বত্বাধিকারী নাফিসা কামালও। দলীয় ফটোসেশনের সময়ও নিজেই ট্রফি হাতে নিয়েছিলেন। এমন বাড়তি উচ্ছ্বাসের পেছনে কারণও আছে। কুমিল্লার কর্ণধার ম্যাচ শেষে জানিয়েছেন, তাদের দলে কোনো ‘পাণ্ডব’ না থাকায় শিরোপা জয়ের আনন্দের মাত্রাটা একটু বেশি।

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরু থেকেই ভিন্ন পথে হেঁটেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। প্রতি মৌসুমে দল গড়ার সময় ফ্র্যাঞ্চাইজিগুলো মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম এই পাঁচ তারকাকে দলে ভেড়াতে প্রতিযোগিতায় নামে। কুমিল্লা এবার এক অর্থে ঘোষণা দিয়েই দেশের ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’ খ্যাত এই পাঁচ ক্রিকেটারের কারোর প্রতি আগ্রহ দেখায়নি। 

দল সাজানোর সময়ই কুমিল্লার স্বত্বাধিকারী নাফিসা কামাল বলেছিলেন, পঞ্চপাণ্ডবের পাঁচ ক্রিকেটারকে দলে নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না তাঁদের। গত রাতে বিপিএলে তৃতীয় শিরোপা জেতার পর আবারও সামনে এসেছে পঞ্চপাণ্ডবের বিষয়টি। নাফিসা জানালেন, দলে পঞ্চপাণ্ডব না থাকায় তিনি বেশি খুশি, ‘আমরা চেয়েছিলাম তরুণ একটা দল গড়তে। আমাদের দলে কিন্তু কোনো পাণ্ডব ছিল না। এক দলে তিনজন পাণ্ডব ছিল, রানার্সআপ দলেও একজন ছিল। ফলে পাণ্ডবদের ছাড়াই চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের জন্য বেশি আনন্দের।’ 

কুমিল্লার আগের দুটি শিরোপাতেই অবশ্য পঞ্চপাণ্ডবের ছোঁয়া আছে। ২০১৫ বিপিএলে প্রথমবার শিরোপা ঘরে তুলেছিল ভিক্টোরিয়ানসরা। সেবার তাদের অধিনায়ক ছিলেন পঞ্চপাণ্ডবের একজন মাশরাফি বিন মুর্তজা। ২০১৯ বিপিএলে এবারের মতো ইমরুল কায়েস অধিনায়ক থাকলেও ফাইনালে ৬১ বলে ১৪১ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন পঞ্চপাণ্ডবের আরেক সদস্য তামিম ইকবাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত