Ajker Patrika

হাজারতম ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে রেকর্ড গড়া জয় অস্ট্রেলিয়ার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ২৫
হাজারতম ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে রেকর্ড গড়া জয় অস্ট্রেলিয়ার

ওপেনার অ্যালিক আথানাজের ৩২, কেসি কার্টির ১০ ও রোস্টন চেজের ১২—এই তিনজন ছাড়া ওয়েস্ট ইন্ডিজের আর কেউ দুই অঙ্কের রানই করতে পারলেন না। হোয়াইটওয়াশ এড়াতে নেমে টেনেটুনে ২৪.১ ওভারে ৮৬ রান করতেই শেষ ক্যারিবীয়দের ইনিংস, যার মধ্যে ১৩ রান আবার অতিরিক্ত। 

মামুলি লক্ষ্য তাড়া করা এ আর এমন কী! অস্ট্রেলিয়া পেল সহজ জয়। ২৫৯ বল ও ৮ উইকেট হাতে রেখে করল ৮৭ রান। ব্রিসবেন টেস্টে হারের দুঃখ ভুলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের দিল হোয়াইটওয়াশের স্বাদ। 

সঙ্গে গড়ল নতুন রেকর্ডও। ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে এটিই অজিদের সর্বোচ্চ বল ব্যবধানে জয়। এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ বল ব্যবধানে জয়ের তালিকায় এটি সপ্তম স্থানে। নতুন আরেকটি মাইলফলকেরও উচ্চতায় উঠেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়ে হাজারতম ওয়ানডে খেলেছে অজিরা। ১৯৭১ সালের ৫ জানুয়ারি মেলবোর্নে প্রথম ওয়ানডে খেলেছিল তারা। ইতিহাসের প্রথম এক দিনের ম্যাচটিতে অজিদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। 

ওয়ানডেতে প্রথম হাজারতম ওয়ানডে খেলে ভারত। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি আহমেদবাদের সেই ঐতিহাসিক ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল উইন্ডিজ। ম্যাচটি ক্যারিবীয়রা হারে ৬ উইকেটে। দুই বছর পর ঠিক একই দিনে হাজারতম ওয়ানডে খেলল অস্ট্রেলিয়া। এবারও প্রতিপক্ষ উইন্ডিজ। এবারও বড় ব্যবধানে হারল তারা। 

ক্যানবেরায় আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ফিফটির আগেই ৪ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। এবারও সফরকারী ব্যাটারদের ধসিয়ে দিয়েছেন জাভিয়ের বার্টলেট। এই ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে তাঁর। প্রথম ম্যাচেই ১৭ রানে ৪ উইকেট নেন এই পেসার। দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থেকে আজ ফেরার পর ৪ উইকেট নিলেন ২১ রান দিয়ে, হলেন আবারও ম্যাচ-সেরাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত