Ajker Patrika

চলে গেলেন বিসিবির এক সিনিয়র কোচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুন ২০২৪, ১৮: ০৫
চলে গেলেন বিসিবির এক সিনিয়র কোচ

মারা গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র কোচ জাফরুল এহসান। এহসান আজ ৬০ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। 

দেড় বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে হার মেনেছেন এহসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ফেসবুক পেজে এই সিনিয়র কোচের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এহসানের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিসিবি লিখেছে, ‘মোহাম্মদ জাফরুল এহসানের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোকাহত। সিনিয়র হাইপারফরম্যান্স (এইচপি) কোচ ছিলেন তিনি। ২০২২ এর ডিসেম্বর থেকে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ায় ভুগছিলেন তিনি। ঢাকায় আজ সকালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। জাফরুল এহসানের পরিবারের প্রতি আমাদের রয়েছে গভীর সমবেদনা।’ 

এহসান ছিলেন লেভেল-৩ সার্টিফায়েড কোচ। ২০০৮ সালে বাংলাদেশ নারী দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন ২০১২ সালে। দলটির সহকারী কোচের দায়িত্ব পালন করেন ২০১৩ সালে। ২০১৫ সালে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ভিভিয়ান পল টেরি পুনরায় বিসিবির হাইপারফরম্যান্স ইউনিট গঠন করেন। এহসান দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন। 

বাংলাদেশের ঘরোয়া বিভিন্ন লিগেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এহসানের। ২০১৭ বিপিএলে ছিলেন সিলেট সিক্সার্সের প্রধান কোচ। বিপিএলের পর বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট বিসিএলে কোচের দায়িত্ব পান তিনি। এহসানকে ২০১৮-১৯ বিসিএলে ওয়ালটন সেন্ট্রাল জোনের কোচ নিযুক্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত