Ajker Patrika

কোহলির চোখে ভবিষ্যৎ ক্রিকেটের ‘নেতা’ গিল

আপডেট : ১৬ মে ২০২৩, ১৫: ১৪
কোহলির চোখে ভবিষ্যৎ ক্রিকেটের ‘নেতা’ গিল

সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন শুভমান গিল। আন্তর্জাতিক ক্রিকেটের ফর্মটা টেনে এনেছেন এবারের আইপিএলে। ছন্দে থাকা গিলকে ভবিষ্যৎ প্রজন্মের নেতা মনে করেন বিরাট কোহলি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল মুখোমুখি হয়েছে গুজরাট টাইটানস-সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাটিং পেয়ে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকেন গিল। তুলে নিয়েছেন আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৫৮ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ১৩ ম্যাচে ৪৮ গড় ও ১৪৬.১৯ স্ট্রাইক রেটে ৫৭৬ রান করে সংগ্রাহকের তালিকায় আছেন দুইয়ে। গিলের রানবন্যা দেখে মুগ্ধতা ঝরেছে কোহলির কণ্ঠে। আজ নিজের ইনস্টাগ্রামে কোহলি লিখেছেন, ‘সম্ভাবনা যেখানে, গিলও সেখানে। এগিয়ে যাও এবং ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব দাও। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন।’

গিলের সেঞ্চুরির দিন বড় জয় পেয়েছে গুজরাট। হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট। ১৩ ম্যাচে ৯ জয় ও ৪ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাট। আর ১২ ম্যাচে ৪ জয় ও ৮ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে হায়দরাবাদ। প্লে অফ থেকে বাদও পড়ে গেছে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত