নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এই মৌসুমে শক্তিশালী দল গঠন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মতিঝিলের ক্লাবটি দলে টানে মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের মতো ক্রিকেটারকে। কিন্তু প্রথমজন কয়েকটি ম্যাচ খেললেও বাকিরা খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকা সফরের কারণে।
তারকাদের অনুপস্থিতির প্রভাব পড়েছে মোহামেডানের পারফরম্যান্সে। সুপার লিগে উঠতে ব্যর্থ হয়েছে তারা। তবে মোহামেডান রবিন লিগ রাউন্ড থেকে বাদ পড়লেও সুপার সিক্সে খেলার সুযোগ থাকছে সাকিব, মিরাজ, মুশফিকদের। এখন পর্যন্ত কোনো ম্যাচ না খেলায় তাঁরা চাইলে সুপার লিগে অন্য ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন। সে ক্ষেত্রে ছাড়পত্র লাগবে মোহামেডানের।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম) সূত্রে এমনটিই জানা গেছে। অন্য দলের হয়ে খেলতে গেলে অবশ্য কিছু নিয়মনীতি অনুসরণ করতে হবে ক্রিকেটারদের। এ প্রসঙ্গে জানতে চাইলে মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেছেন, ‘এখনো কোনো ক্রিকেটার এ বিষয়ে যোগাযোগ করেননি। কেউ অন্য দলের হয়ে খেলতে আবেদন করলে আমরা বিষয়টি নিয়ে চিন্তা করব।’
ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরার পর মোহামেডানের হয়ে ৭টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। তবে দেশে থেকেও দলের সঙ্গে যোগ দেননি সাকিব। সুপার লিগে তিনি খেলবেন কিনা সেটাও নিশ্চিত করে বলা কঠিন। তবে মুশফিক, মিরাজরা খেলতে পারেন সুপার লিগে। এ প্রসঙ্গে আজ আজকের পত্রিকাকে মিরাজ বলেছেন, ‘যদি সুযোগ থাকে, খেলব ৷ কিন্তু কোন দলে খেলব, এখনো ঠিক হয়নি’
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এই মৌসুমে শক্তিশালী দল গঠন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মতিঝিলের ক্লাবটি দলে টানে মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের মতো ক্রিকেটারকে। কিন্তু প্রথমজন কয়েকটি ম্যাচ খেললেও বাকিরা খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকা সফরের কারণে।
তারকাদের অনুপস্থিতির প্রভাব পড়েছে মোহামেডানের পারফরম্যান্সে। সুপার লিগে উঠতে ব্যর্থ হয়েছে তারা। তবে মোহামেডান রবিন লিগ রাউন্ড থেকে বাদ পড়লেও সুপার সিক্সে খেলার সুযোগ থাকছে সাকিব, মিরাজ, মুশফিকদের। এখন পর্যন্ত কোনো ম্যাচ না খেলায় তাঁরা চাইলে সুপার লিগে অন্য ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন। সে ক্ষেত্রে ছাড়পত্র লাগবে মোহামেডানের।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম) সূত্রে এমনটিই জানা গেছে। অন্য দলের হয়ে খেলতে গেলে অবশ্য কিছু নিয়মনীতি অনুসরণ করতে হবে ক্রিকেটারদের। এ প্রসঙ্গে জানতে চাইলে মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেছেন, ‘এখনো কোনো ক্রিকেটার এ বিষয়ে যোগাযোগ করেননি। কেউ অন্য দলের হয়ে খেলতে আবেদন করলে আমরা বিষয়টি নিয়ে চিন্তা করব।’
ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরার পর মোহামেডানের হয়ে ৭টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। তবে দেশে থেকেও দলের সঙ্গে যোগ দেননি সাকিব। সুপার লিগে তিনি খেলবেন কিনা সেটাও নিশ্চিত করে বলা কঠিন। তবে মুশফিক, মিরাজরা খেলতে পারেন সুপার লিগে। এ প্রসঙ্গে আজ আজকের পত্রিকাকে মিরাজ বলেছেন, ‘যদি সুযোগ থাকে, খেলব ৷ কিন্তু কোন দলে খেলব, এখনো ঠিক হয়নি’
চল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১২ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
১৫ ঘণ্টা আগে