Ajker Patrika

র‍্যাঙ্কিংয়ে এগোলেন সাকিব-লিটন, পেছালেন শান্ত

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৯: ৫৭
র‍্যাঙ্কিংয়ে এগোলেন সাকিব-লিটন, পেছালেন শান্ত

প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিলেটে আফগানদের ২-০ ব্যবধানে হারান সাকিব আল হাসান-লিটন দাসরা। এই সিরিজ জয়ের পথে সিরিজসেরা হয়েছেন সাকিব। দুই ম্যাচেই অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। 

সদ্য হালনাগাদ করা আইসিসি র‍্যাঙ্কিংয়েও তার পুরস্কার পেয়েছেন সাকিব। টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৬০তম স্থানে তিনি। ২ ম্যাচে সাকিব ৩৭ রান ও ৪ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। তবে বড় লাফ দিয়েছেন বোলারদের র‍্যাঙ্কিংয়ে। ৮ ধাপ এগিয়ে ওঠে এসেছেন ১৬তম স্থানে। 

বাংলাদেশিদের মধ্যে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন নাসুম আহমেদ ও হাসান মাহমুদও। বড় লাফটা দিয়েছে নাসুম। ১৭ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে বসেছেন এই স্পিনার। পেসার হাসান ৪৩তম স্থানে ওঠে এসেছেন ৪ ধাপ এগিয়ে। 

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে লিটন তিন ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ১৮তম স্থানে। এক ধাপ এগিয়েছেন আফিফ হোসেন। ৫৭তম স্থানে এই বাঁহাতি ব্যাটার। তবে পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিন ধাপ পিছিয়ে ২৬ নম্বরে চলে গেছেন তিনি। 

ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরেছেন রোহিত শর্মা। দুর্দান্ত জয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্র শুরু করেছে ভারত। ডমিনিকায় সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪১ রানে হারান তাঁরা। এই টেস্টের নিজেদের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে বসেছেন রোহিত। তিন ধাপ এগিয়েছেন টিম ইন্ডিয়া অধিনায়ক। অভিষেক টেস্টেই সেঞ্চুরি পাওয়া ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল আছেন ৭৩তম স্থানে। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ডাবল সেঞ্চুরি পাওয়া পাকিস্তানি ব্যাটার সৌদ শাকিল এক ধাপ এগিয়ে আছেন ২৭তম স্থানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত