Ajker Patrika

ইংল্যান্ডের অ্যাশেজ ভরাডুবির কারণ আইপিএল

ইংল্যান্ডের অ্যাশেজ ভরাডুবির কারণ আইপিএল

টানা তিন টেস্ট হেরে অ্যাশেজ খুইয়েছে ইংল্যান্ড। জো রুটের দলের এমন ভরাডুবির পেছনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) দুষলেন মাইক আথারটন। সাবেক এই ইংলিশ অধিনায়ক মনে করেন আইপিএলে অংশ নিতে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছেন ক্রিকেটারেরা। 
 
অ্যাশেজে রুট-বাটলারদের এমন অসহায় আত্মসমর্পণের পর তাদের কড়া সমালোচনা করছেন সাবেক ইংলিশ ক্রিকেটাররা। আর এমন বাজে পারফরম্যান্সের পর আথারটন দায়ী করছেন আইপিএলকে। আথারটন  ‘দ্য টাইমস’-এ তাঁর কলামে লিখেছেন, ‘আইপিএল খেলার জন্য খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুটি দেওয়া উচিত নয়।’ 

ক্রিকেটারদের আইপিএল প্রীতি নিয়ে হতাশার সুরে আথারটন বলেন, ‘সব সংস্করণ খেলা খেলোয়াড়দের ১০ লাখ পাউন্ড বেতন দেওয়া হয়। কিন্তু এটা আশ্চর্যের বিষয় যে আইপিএল খেলতে বছরের  ২  মাস ইসিবি তাদের ছুটি দেয়।’  

আথারটন মনে করেন জো রুটের জায়গায় বেন স্টোকসকে টেস্টে অধিনায়ক করা উচিত। গত বছর ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা জো রুট অস্ট্রেলিয়ায় অধিনায়কত্ব নিয়ে সমালোচিত হয়েছেন। আথারটন লিখেছেন, ‘দল নির্বাচন থেকে শুরু করে ম্যাচের কৌশলগত বিষয়ে এত বেশি ভুল হয়েছে যে অধিনায়ককে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে হবে। রুট যদি মাঠে ঠিকঠাক কাজ করতেন, তাহলে সিরিজটা অস্ট্রেলিয়ার জন্য এত সহজ হতো না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত