ক্রীড়া ডেস্ক
বিদায়ের পর দল থেকে ‘বাটলার হটাও’ রব উঠে গেছে ইংল্যান্ডের ক্রিকেটে।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে মাইক আথারটন বলেন, ‘অধিনায়ক হিসেবে তার (জস বাটলারের) সময় ফুরিয়েছে বলে মনে করি আমি। ইংল্যান্ড নিজেদের বিচার করে আইসিসি ইভেন্ট দিয়ে। কিন্তু ইংল্যান্ড এ নিয়ে টানা তিনটি টুর্নামেন্টে ব্যর্থ। ভারতে ৫০ ওভারের বিশ্বকাপে খুব বাজে খেলেছে, ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে এবং এখানে তারা যে খেলাটা খেলেছে, সেটা তাদের মানেরও নিচে।’ এরপরই দলের নেতৃত্বে পরিবর্তনের ডাক সাবেক এই অধিনায়কের, ‘কখনো কখনো এমন ভাবতে হয়, কোনো কিছু কাজ না করলে প্রয়োজন পরিবর্তনের, অন্য কারও দায়িত্ব নেওয়ার। আমার মনে হয়, বাটলারও এটা জানে।’
কাছাকাছি একই মতামত ইংল্যান্ডের আরেক সাবেক অধিনায়ক নাসের হুসেইনেরও, ‘মানুষ হিসেবে জস বাটলারকে আমি পছন্দ করি। ড্রেসিংরুমেও সে জনপ্রিয়। কিন্তু জনপ্রিয় হওয়াটা তার দায়িত্ব নয়। তার দায়িত্ব ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটকে আরও উন্নতি করা। বাটলারের নেতৃত্ব কখনোই মুগ্ধ করেনি আমাকে। (এউইন) মরগানের মতো মাঠে তার সেই উপস্থিতিটা নেই...সবকিছু বিবেচনা করে আমার মনে হয়, সরে যাওয়ার সময়টা এখনই।’
ইংল্যান্ডের আরেক সাবেক ক্রিকেটার ও বিবিসির ক্রিকেট বিশ্লেষকও ইংল্যান্ডের ব্যর্থতার দায় চাপাচ্ছেন বাটলারের ঘাড়ে। বিবিসি স্পোর্টস অনলাইনে প্রকাশিত এক কলামে তিনি লিখেছেন, ‘২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেট যেন ধ্বংসের পথে হাঁটছে। এখন সময় এসেছে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার। জস বাটলারকে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে বাস্তবসম্মত সিদ্ধান্ত।’
তবে বাটলারকে সরানোই সমস্যার সমাধান নয় বলে মনে করেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক দ্য টেলিগ্রাফ পত্রিকায় লিখেছেন, ‘বাটলারকে অধিনায়কত্ব থেকে সরালেই সব সমস্যার সমাধান হবে না। ইংল্যান্ডের সমস্যাগুলো আরও গভীরে।’
তাঁর নেতৃত্ব নিয়ে যতই সমালোচনা হোক, নেতৃত্ব তিনি উপভোগ করছেন বলে জানিয়েছেন বাটলার, ‘অনেকে মনে করেন, অধিনায়কত্ব আমাকে মানায় না। তবে নেতৃত্ব উপভোগ করি আমি। দলে নিজেকে নেতা হিসেবেই ভাবি। সবাই নেতৃত্ব দিয়ে দলকে জেতাতে চায়, যেটা কিছুদিন ধরে আমরা পারছি না।’ এতে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে মনে করেন ইংল্যান্ড অধিনায়ক।
বিদায়ের পর দল থেকে ‘বাটলার হটাও’ রব উঠে গেছে ইংল্যান্ডের ক্রিকেটে।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে মাইক আথারটন বলেন, ‘অধিনায়ক হিসেবে তার (জস বাটলারের) সময় ফুরিয়েছে বলে মনে করি আমি। ইংল্যান্ড নিজেদের বিচার করে আইসিসি ইভেন্ট দিয়ে। কিন্তু ইংল্যান্ড এ নিয়ে টানা তিনটি টুর্নামেন্টে ব্যর্থ। ভারতে ৫০ ওভারের বিশ্বকাপে খুব বাজে খেলেছে, ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে এবং এখানে তারা যে খেলাটা খেলেছে, সেটা তাদের মানেরও নিচে।’ এরপরই দলের নেতৃত্বে পরিবর্তনের ডাক সাবেক এই অধিনায়কের, ‘কখনো কখনো এমন ভাবতে হয়, কোনো কিছু কাজ না করলে প্রয়োজন পরিবর্তনের, অন্য কারও দায়িত্ব নেওয়ার। আমার মনে হয়, বাটলারও এটা জানে।’
কাছাকাছি একই মতামত ইংল্যান্ডের আরেক সাবেক অধিনায়ক নাসের হুসেইনেরও, ‘মানুষ হিসেবে জস বাটলারকে আমি পছন্দ করি। ড্রেসিংরুমেও সে জনপ্রিয়। কিন্তু জনপ্রিয় হওয়াটা তার দায়িত্ব নয়। তার দায়িত্ব ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটকে আরও উন্নতি করা। বাটলারের নেতৃত্ব কখনোই মুগ্ধ করেনি আমাকে। (এউইন) মরগানের মতো মাঠে তার সেই উপস্থিতিটা নেই...সবকিছু বিবেচনা করে আমার মনে হয়, সরে যাওয়ার সময়টা এখনই।’
ইংল্যান্ডের আরেক সাবেক ক্রিকেটার ও বিবিসির ক্রিকেট বিশ্লেষকও ইংল্যান্ডের ব্যর্থতার দায় চাপাচ্ছেন বাটলারের ঘাড়ে। বিবিসি স্পোর্টস অনলাইনে প্রকাশিত এক কলামে তিনি লিখেছেন, ‘২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেট যেন ধ্বংসের পথে হাঁটছে। এখন সময় এসেছে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার। জস বাটলারকে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে বাস্তবসম্মত সিদ্ধান্ত।’
তবে বাটলারকে সরানোই সমস্যার সমাধান নয় বলে মনে করেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক দ্য টেলিগ্রাফ পত্রিকায় লিখেছেন, ‘বাটলারকে অধিনায়কত্ব থেকে সরালেই সব সমস্যার সমাধান হবে না। ইংল্যান্ডের সমস্যাগুলো আরও গভীরে।’
তাঁর নেতৃত্ব নিয়ে যতই সমালোচনা হোক, নেতৃত্ব তিনি উপভোগ করছেন বলে জানিয়েছেন বাটলার, ‘অনেকে মনে করেন, অধিনায়কত্ব আমাকে মানায় না। তবে নেতৃত্ব উপভোগ করি আমি। দলে নিজেকে নেতা হিসেবেই ভাবি। সবাই নেতৃত্ব দিয়ে দলকে জেতাতে চায়, যেটা কিছুদিন ধরে আমরা পারছি না।’ এতে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে মনে করেন ইংল্যান্ড অধিনায়ক।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে