Ajker Patrika

বাংলাদেশ কন্ডিশনের সুবিধা নিয়ে জেতেনি, দাবি বিসিবি নির্বাচকের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ কন্ডিশনের সুবিধা নিয়ে জেতেনি, দাবি বিসিবি নির্বাচকের 

টি-টোয়েন্টিতে র‍্যাঙ্কিংয়ের বড় দলগুলোর বিপক্ষে খুব একটা সফলতা নেই বাংলাদেশের। এর মধ্যে ঘরের মাঠে ২০২১ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ব্যতিক্রম। গতকাল এই সাফল্যের যুক্ত হয়েছে নতুন পালক। 

ঘরের মাঠে এবার ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওই দুটি সিরিজ উইকেট নিয়ে বেশ আলোচনা হয়েছে। ঘরের মাঠে সুবিধা মন্থর ও নিচু বাউন্সের উইকেট বানিয়ে সিরিজ জেতার জন্য বাংলাদেশকে তখন কম সমালোচনার সামনে পড়তে হয়নি। 

তবে এবার ইংল্যান্ডের বিপক্ষে উইকেট ওই দুই সিরিজের মতো ছিল না বলে মনে করেন হাবিবুল বাশার সুমন। আজ বিসিবির এই নির্বাচক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিশ্বকাপের আগে আমরা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে যে রকম উইকেটে খেলেছিলাম, সেটা একটু ভিন্ন ছিল। কিন্তু এবার উইকেট কিন্তু অতটা খারাপ ছিল না। আমার মনে হয় না, বল অতটা স্পিন করছে। হয়তো কিছুটা মন্থর থাকতে পারে। মনে হয় না, খুব বেশি কন্ডিশনের সুবিধা নিয়ে ম্যাচ দুইটি জিতেছি। এ জন্য আরও বেশি তৃপ্তিদায়ক। অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি, অনেক ম্যাচ জিতেছি। তবে এ দুইটা ম্যাচ একটু বিশেষ আমার মনে হয়েছে। কারণ আমার মনে হয় না, খুব বেশি কন্ডিশনের সুবিধা নিয়ে ম্যাচ দুইটি জিতেছি।’ 

বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমনপ্রথম দুটি ম্যাচে বাংলাদেশ দলের মানসিকতাও সুমনকে মুগ্ধ করেছে, ‘দলের যে চিন্তাভাবনা, আমি যেটুকু দেখেছি, দলের সঙ্গে কথা বলে, আমার মনে হয় দলও এখন প্রস্তুত, যে কোনো কন্ডিশনে আমরা জিততে চাই। কন্ডিশনের সুবিধা সব সময় নিতে চাই না। এই মনোভাবটা আমাকে সবচেয়ে বেশি তৃপ্তি দিয়েছে।’ 

আগামীকাল মিরপুরে শেষ টি-টোয়েন্টি। সিরিজ জিতে যাওয়ার পর শেষ ম্যাচে পরীক্ষা নিরীক্ষা হবে কি না প্রশ্নে সুমন বলেছেন, ‘বেঞ্চ দেখা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি বেঞ্চের খেলোয়াড়দের খেলার সুযোগ না দেন, প্রস্তুত হওয়ার সুযোগটা না দেন, কখনো যদি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মূল খেলোয়াড়েরা চোটে পড়ে, তখন তো কোনো প্রস্তুতি ছাড়াই খেলতে হয়। সেই সুযোগটা দল নেবে কি না, সেই আলোচনা এখনো হয়নি। সেটা করতে পারে। সেটা করলে কোনো সমস্যা নেই। তবে মনোযোগ থাকবে জেতার দিকে। অবশ্যই আমরা জিততে চাইব। সেটার মাধ্যমে আমরা যদি দুই-একটা চেঞ্জ করতে পারি, সেটা দল করতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত