Ajker Patrika

পন্তের দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজ জিতল ভারত

পন্তের দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজ জিতল ভারত

ম্যানচেস্টারের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। ঋষভ পন্তের অপরাজিত ১২৫ রানের ইনিংসের ভর করেছে ভারত ম্যাচ জিতেছে ৫ উইকেটে। অথচ এই ম্যাচে একপর্যায়ে ৭২ রানে ৪ উইকেট হারিয়ে হারের শঙ্কায় কাঁপছিল ভারত। তবে দলকে বিপদ থেকে উদ্ধার করে জয় এনে দেন পন্ত।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৫৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ৪৭ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ভারত। রোহিত শর্মার দল সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

লক্ষ্য তাড়ায় এদিন শুরু থেকেই রিচ টোপলির বোলিংয়ে বিপর্যয়ে পড়ে ভারত। দলীয় ১৩ রানে শিখর ধাওয়ান (১) ও ২১ রানে ফিরে যান অধিনায়ক রোহিত (১৭)। এদিনও যথারীতি কথা বলেনি বিরাট কোহলির ব্যাট। ফিরেছেন ১৭ রান করে। ১৬ রান করে ফিরে যান সূর্যকুমার যাদবও। 

তবে এরপরই ম্যাচের দৃশ্য পাল্টে দেন পন্ত ও হার্দিক পান্ডিয়ার জুটি। এ দুজন দলকে নিয়ে যান ২০৫ রানে। ভারত যখন জয়ের সুবাস পাচ্ছে তখন ফিরেছেন ৫৫ বলে ৭১ রান করা পান্ডিয়া। তবে দলকে আর বিপদে পড়তে দেননি পন্ত। দারুণ সেঞ্চুরির পর নিশ্চিত করে দলের জয়ও। 

এর আগে ১২ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। তবে জস বাটলারের ৬০ ও জেসন রয়ের ৪১ রানের ইনিংসে ভর করে ২৫৯ রানের পুঁজি পায় স্বাগতিকেরা। ভারতের হয়ে ৪ উইকেট নেন পান্ডিয়া। ম্যাচসেরা হয়েছেন পন্ত। আর সিরিজ সেরা পান্ডিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত