Ajker Patrika

প্রথম টি-টোয়েন্টিতে মুশফিককে নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৮: ৪৬
প্রথম টি-টোয়েন্টিতে মুশফিককে নিয়ে অনিশ্চয়তা

সবাই যখন ইনডোরে ব্যাটিং অনুশীলনে ব্যস্ত। তখন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সের সঙ্গে মিরপুরের সেন্টার উইকেটে অনুশীলন করতে দেখা যায় মুশফিকুর রহিমকে। কিছু সময় পর ইনডোরে ব্যাটিং অনুশীলনের সময় শরিফুলের বলে হাতে চোট পান। পরে অস্বস্তি নিয়ে দ্রুত মাঠ ছাড়েন মুশি। চোটে পড়ায় আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

চোট পাওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয় মুশফিককে। সেখানে চিকিৎসকেরা তাঁর হাতে স্ক্যান করান। সেখানে অবশ্য কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ব্যথা থাকায় পর্যবেক্ষণে রাখা হবে মিডল অর্ডারের এই ব্যাটারকে। 

বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানানো হয়েছে, ‘হাতে ব্যথা পাওয়ার পর আমরা মুশফিককে স্ক্যান করিয়েছি। কোনো সমস্যা ধরা পড়েনি। তবে রাত পর্যন্ত পর্যবেক্ষণে থাকবে। প্রথম ম্যাচ খেলানো বা না খেলানোর সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের।’

মুশফিকের চোট দলের জন্য বড় চিন্তার কারণ। তাই তাঁকে পর্যবেক্ষণে রেখেছে টিম ম্যানেজমেন্ট। তারা বলেছেন, ‘আমরা পর্যবেক্ষণের পর পাওয়া রিপোর্টের অপেক্ষায় আছি। ব্যথা কমলে খেলতে পারবে। তবে এখনো ফোলা বোঝা যাচ্ছে না। এই ধরনের চোটে সাধারণ ২৪ ঘণ্টা পর ফোলা বোঝা যায়। আমরা এখন সেই অপেক্ষায় আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত