শূন্য রানেই ফিরতে পারতেন স্কট এডওয়ার্ডস। কিন্তু বাংলাদেশি ফিল্ডারদের বদান্যতায় একই ওভারে দুইবার জীবন পান নেদারল্যান্ডস অধিনায়ক। তৃতীয়বার অবশ্য বাঁচতে পারেননি তিনি। তবে যতক্ষণ ছিলেন বাংলাদেশের কাঁটা হয়েই ছিলেন এই ব্যাটার।
যাঁর বলে দুইবার বেঁচে যান সেই মোস্তাফিজুর রহমানই এডওয়ার্ডসকে ফিরিয়েছেন। শূন্য রানে ফেরার কথা থাকলেও শেষে ৬৮ রানে ফিরলেন তিনি। তাঁর বিদায়ের পর ডাচদের রানের গতিও আর বাড়েনি। নির্ধারিত ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে ২৩০ রান করেছে ডাচরা। এতে করে বাংলাদেশের জয়ে ফেরার ম্যাচে লক্ষ্যটা নাগালের মধ্যেই।
দলীয় ১৬তম ওভারে দুইবার জীবন পান এডওয়ার্ডস। মোস্তাফিজের করা দ্বিতীয় বলে গালিতে ক্যাচ দেন তিনি। কিন্তু সেটা তালুবন্দী করতে ব্যর্থ হন লিটন দাস। ওভারের চতুর্থ বলেও ক্যাচ তুলেছিলেন তিনি। কিন্তু এবার ব্যর্থ হন মুশফিকুর রহিম। তবে অন্য দুই সতীর্থের মতো ভুল করেননি মেহেদী হাসান মিরাজ।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধাক্কা খায় নেদারল্যান্ডস। দলীয় ৪ রানে প্রতিপক্ষের ওপেনিং জুটিকে ফেরায় বাংলাদেশি বোলার। বিক্রমজিৎ সিংকে আউট করে শুরুটা করেন তাসকিন আহমেদ। ৯ বলে ৩ রান করে সাকিব আল হাসানকে ক্যাচ দেন তিনি। আরেক ওপেনার ম্যাক্স ও’ডাউড শূন্য রানে ফেরেন শরীফুলের বলে।
শুরুর ধাক্কা সামলিয়ে বেশ ভালোভাবেই দলের রান বাড়িয়ে নিচ্ছিলেন ওয়েসলি বারেসি ও কলিন অ্যাকারমান। তৃতীয় উইকেটে দুজনে মিলিয়ে ৫৯ রানের জুটিও গড়েন। তাঁদের ৬৮ বলের জুটিটি ভেঙে দেন মোস্তাফিজ। বারেসিকে ৪১ রানে সাকিবের ক্যাচ বানিয়ে। পরে ফিরতি ওভারে বোলিংয়ে এসে অ্যাকারমানকে তুলে নেন সাকিব।
৬৩ রানে ৪ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস যখন ধুঁকছিল ঠিক তখনই দুইবার জীবন পান এডওয়ার্ডস। জীবন পেয়ে পঞ্চম ও ষষ্ঠ উইকেটে দুটি জুটি গড়ে দলকে ২২৯ রানের সংগ্রহ এনে দেন তিনি। মাঝারি রানের সংগ্রহে অবশ্য সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটের ৩৫ ও অপরাজিত থাকা লোগান ফন বিকের ২৩ রানের অবদানও কিন্তু কম নয়। ইনিংসের শেষ বলে ডাচদের অলআউট করার ম্যাচে বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শরীফুল, তাসকিন, মোস্তাফিজ ও শেখ মেহেদী হাসান।
শূন্য রানেই ফিরতে পারতেন স্কট এডওয়ার্ডস। কিন্তু বাংলাদেশি ফিল্ডারদের বদান্যতায় একই ওভারে দুইবার জীবন পান নেদারল্যান্ডস অধিনায়ক। তৃতীয়বার অবশ্য বাঁচতে পারেননি তিনি। তবে যতক্ষণ ছিলেন বাংলাদেশের কাঁটা হয়েই ছিলেন এই ব্যাটার।
যাঁর বলে দুইবার বেঁচে যান সেই মোস্তাফিজুর রহমানই এডওয়ার্ডসকে ফিরিয়েছেন। শূন্য রানে ফেরার কথা থাকলেও শেষে ৬৮ রানে ফিরলেন তিনি। তাঁর বিদায়ের পর ডাচদের রানের গতিও আর বাড়েনি। নির্ধারিত ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে ২৩০ রান করেছে ডাচরা। এতে করে বাংলাদেশের জয়ে ফেরার ম্যাচে লক্ষ্যটা নাগালের মধ্যেই।
দলীয় ১৬তম ওভারে দুইবার জীবন পান এডওয়ার্ডস। মোস্তাফিজের করা দ্বিতীয় বলে গালিতে ক্যাচ দেন তিনি। কিন্তু সেটা তালুবন্দী করতে ব্যর্থ হন লিটন দাস। ওভারের চতুর্থ বলেও ক্যাচ তুলেছিলেন তিনি। কিন্তু এবার ব্যর্থ হন মুশফিকুর রহিম। তবে অন্য দুই সতীর্থের মতো ভুল করেননি মেহেদী হাসান মিরাজ।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধাক্কা খায় নেদারল্যান্ডস। দলীয় ৪ রানে প্রতিপক্ষের ওপেনিং জুটিকে ফেরায় বাংলাদেশি বোলার। বিক্রমজিৎ সিংকে আউট করে শুরুটা করেন তাসকিন আহমেদ। ৯ বলে ৩ রান করে সাকিব আল হাসানকে ক্যাচ দেন তিনি। আরেক ওপেনার ম্যাক্স ও’ডাউড শূন্য রানে ফেরেন শরীফুলের বলে।
শুরুর ধাক্কা সামলিয়ে বেশ ভালোভাবেই দলের রান বাড়িয়ে নিচ্ছিলেন ওয়েসলি বারেসি ও কলিন অ্যাকারমান। তৃতীয় উইকেটে দুজনে মিলিয়ে ৫৯ রানের জুটিও গড়েন। তাঁদের ৬৮ বলের জুটিটি ভেঙে দেন মোস্তাফিজ। বারেসিকে ৪১ রানে সাকিবের ক্যাচ বানিয়ে। পরে ফিরতি ওভারে বোলিংয়ে এসে অ্যাকারমানকে তুলে নেন সাকিব।
৬৩ রানে ৪ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস যখন ধুঁকছিল ঠিক তখনই দুইবার জীবন পান এডওয়ার্ডস। জীবন পেয়ে পঞ্চম ও ষষ্ঠ উইকেটে দুটি জুটি গড়ে দলকে ২২৯ রানের সংগ্রহ এনে দেন তিনি। মাঝারি রানের সংগ্রহে অবশ্য সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটের ৩৫ ও অপরাজিত থাকা লোগান ফন বিকের ২৩ রানের অবদানও কিন্তু কম নয়। ইনিংসের শেষ বলে ডাচদের অলআউট করার ম্যাচে বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শরীফুল, তাসকিন, মোস্তাফিজ ও শেখ মেহেদী হাসান।
প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। সেই আসরে নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে বাংলাদেশের দুই আম্পায়ার সেলিম লাকি ও শাহবাজ আহমেদ। হকির বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন তাঁরা...
১৭ মিনিট আগেবাংলাদেশের জার্সিতে খেলার প্রস্তাব এর আগেও কয়েকবার পেয়েছেন সমিত সোম। কিন্তু কখনোই সবুজ সংকেত দেননি। গত মার্চে ভারতের বিপক্ষে হামজা চৌধুরীকে খেলতে দেখার পর বদল আসে তাঁর ভাবনায়। নিজেকে বলতে শুরু করেন, ‘প্রিমিয়ার লিগে খেলা হামজা যদি পারেন, তাহলে আমি কেন নয়।’
১ ঘণ্টা আগেদুই প্রতিবেশী রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ক্রিকেটও সেই প্রভাবমুক্ত নয়। যেখানে ধর্মশালায় আজ আইপিএলে ম্যাচ মাঝপথে বাধ্য হয়ে বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়ছে ক্রিকেটেও। পাকিস্তান সুপার লিগে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল নাহিদ রানার পেশোয়ার জালমি ও করাচি কিংসের। কিন্তু ম্যাচটি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ বলছে পিএসএল পাকিস্তান থেকে সরিয়ে দুবাইয়ে নেওয়া হতে পারে।
৪ ঘণ্টা আগে