অনলাইন ডেস্ক
রাহকিম কর্ণওয়ালকে দেখে মনে হচ্ছে তিনি ক্রিকেট নয়, এসেছেন যুদ্ধ করতে। হাতে ‘মুগুর’ সদৃশ ব্যাট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আজ ঢাকায় এসেছেন ক্যারিবীয় ক্রিকেটার। তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে মজার এক পোস্ট করেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স।
বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ৩০ মিনিটে হোটেলে এসে ঢাকায় পৌঁছেছেন কর্ণওয়াল। ১৪০ কেজি ওজনের ক্যারিবীয় এই ব্যাটার যখন হোটেল ওয়েস্টিনে চেক-ইন করছেন, তখন তাঁর হাতে ‘মুগুর’ সদৃশ একটি ব্যাট তুলে দেওয়া হয়েছে। মুগুরের মতো ব্যাটটি এমকেএস কোম্পানির। চ্যাম্পিয়ন লেখা সাদা রংয়ের একটি পোশাক পরে বিশাল বপুর কর্ণওয়াল সেই ব্যাট হাতে নিয়ে চেক-ইন করেছেন। ফিফটি বা সেঞ্চুরির পর ব্যাটার যেভাবে উদযাপন করেন, তেমনটা করেছেন ক্যারিবীয় এই ক্রিকেটার। কর্ণওয়ালের চেক-ইন নিয়ে আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি রিলস বানিয়েছে সিলেট। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ‘তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য।’
কর্ণওয়ালের সঙ্গেই আজ এসেছেন সিলেটের আরেক বিদেশি পল স্টার্লিং। নিজের দিনে কতটা ভয়ংকর হতে পারেন স্টার্লিং, আইরিশ এই ক্রিকেটারের আগের খেলা দেখলে সেটা বুঝে যাওয়ার কথা। বিদেশিদের তালিকায় আরও আছেন আফগানিস্তানের সামিউল্লাহ শেনওয়ারি ও ইংল্যান্ডের রিস টপলি। ফ্র্যাঞ্চাইজিটিতে জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, জাকির হাসান, আরাফাত সানির মতো বাংলাদেশি তারকা ক্রিকেটাররা থাকছেন। মাশরাফি বিন মর্তুজা এবার না খেললেও তাঁর নাম রেখে দিয়েছে সিলেট।
চেক-ইনের আগে কর্ণওয়ালকে নিয়ে আরও একটি পোস্ট করেছিল সিলেট। ১০ সেকেন্ডের সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘আগুনের স্ফুলিঙ্গ থেকে শুরু হবে ঝড়।আর অপেক্ষা নয়—রাহকিম কর্নওয়াল আসছেন প্রথমবারের মতো স্ট্রাইকার্সের হয়ে সব উড়িয়ে দিতে। তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য।’ ক্রিকেট, আগুনের গোলা, ঝড়ের ইমোজি ব্যবহার করেছিল ফ্র্যাঞ্চাইজিটি।
প্রতিপক্ষ | তারিখ | ভেন্যু | ম্যাচ শুরু (বাংলাদেশ সময়) |
---|---|---|---|
রংপুর রাইডার্স | ৩১ ডিসেম্বর,২০২৪ | মিরপুর | সন্ধ্যা ৭টা |
রংপুর রাইডার্স | ৬ জানুয়ারি,২০২৫ | সিলেট | বেলা ১টা ৩০ মিনিট |
ফরচুন বরিশাল | ৭ জানুয়ারি,২০২৫ | সিলেট | সন্ধ্যা ৭টা |
ঢাকা ক্যাপিটাল | ১০ জানুয়ারি,২০২৫ | সিলেট | সন্ধ্যা ৭টা ৩০ মিনিট |
খুলনা টাইগার্স | ১২ জানুয়ারি,২০২৫ | সিলেট | বেলা ১টা ৩০ মিনিট |
চিটাগং কিংস | ১৩ জানুয়ারি,২০২৫ | সিলেট | বেলা ১টা ৩০ মিনিট |
দুর্বার রাজশাহী | ১৭ জানুয়ারি,২০২৫ | চট্টগ্রাম | বেলা ২টা |
ঢাকা ক্যাপিটাল | ২০ জানুয়ারি,২০২৫ | চট্টগ্রাম | বেলা ১টা ৩০ মিনিট |
খুলনা টাইগার্স | ২৩ জানুয়ারি,২০২৫ | চট্টগ্রাম | সন্ধ্যা ৭টা |
ফরচুন বরিশাল | ২৬ জানুয়ারি,২০২৫ | মিরপুর | বেলা ১টা ৩০ মিনিট |
দুর্বার রাজশাহী | ২৭ জানুয়ারি,২০২৫ | মিরপুর | সন্ধ্যা ৭টা |
চিটাগং কিংস | ৩০ জানুয়ারি,২০২৫ | মিরপুর | সন্ধ্যা ৭টা |
রাহকিম কর্ণওয়ালকে দেখে মনে হচ্ছে তিনি ক্রিকেট নয়, এসেছেন যুদ্ধ করতে। হাতে ‘মুগুর’ সদৃশ ব্যাট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আজ ঢাকায় এসেছেন ক্যারিবীয় ক্রিকেটার। তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে মজার এক পোস্ট করেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স।
বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ৩০ মিনিটে হোটেলে এসে ঢাকায় পৌঁছেছেন কর্ণওয়াল। ১৪০ কেজি ওজনের ক্যারিবীয় এই ব্যাটার যখন হোটেল ওয়েস্টিনে চেক-ইন করছেন, তখন তাঁর হাতে ‘মুগুর’ সদৃশ একটি ব্যাট তুলে দেওয়া হয়েছে। মুগুরের মতো ব্যাটটি এমকেএস কোম্পানির। চ্যাম্পিয়ন লেখা সাদা রংয়ের একটি পোশাক পরে বিশাল বপুর কর্ণওয়াল সেই ব্যাট হাতে নিয়ে চেক-ইন করেছেন। ফিফটি বা সেঞ্চুরির পর ব্যাটার যেভাবে উদযাপন করেন, তেমনটা করেছেন ক্যারিবীয় এই ক্রিকেটার। কর্ণওয়ালের চেক-ইন নিয়ে আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি রিলস বানিয়েছে সিলেট। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ‘তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য।’
কর্ণওয়ালের সঙ্গেই আজ এসেছেন সিলেটের আরেক বিদেশি পল স্টার্লিং। নিজের দিনে কতটা ভয়ংকর হতে পারেন স্টার্লিং, আইরিশ এই ক্রিকেটারের আগের খেলা দেখলে সেটা বুঝে যাওয়ার কথা। বিদেশিদের তালিকায় আরও আছেন আফগানিস্তানের সামিউল্লাহ শেনওয়ারি ও ইংল্যান্ডের রিস টপলি। ফ্র্যাঞ্চাইজিটিতে জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, জাকির হাসান, আরাফাত সানির মতো বাংলাদেশি তারকা ক্রিকেটাররা থাকছেন। মাশরাফি বিন মর্তুজা এবার না খেললেও তাঁর নাম রেখে দিয়েছে সিলেট।
চেক-ইনের আগে কর্ণওয়ালকে নিয়ে আরও একটি পোস্ট করেছিল সিলেট। ১০ সেকেন্ডের সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘আগুনের স্ফুলিঙ্গ থেকে শুরু হবে ঝড়।আর অপেক্ষা নয়—রাহকিম কর্নওয়াল আসছেন প্রথমবারের মতো স্ট্রাইকার্সের হয়ে সব উড়িয়ে দিতে। তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য।’ ক্রিকেট, আগুনের গোলা, ঝড়ের ইমোজি ব্যবহার করেছিল ফ্র্যাঞ্চাইজিটি।
প্রতিপক্ষ | তারিখ | ভেন্যু | ম্যাচ শুরু (বাংলাদেশ সময়) |
---|---|---|---|
রংপুর রাইডার্স | ৩১ ডিসেম্বর,২০২৪ | মিরপুর | সন্ধ্যা ৭টা |
রংপুর রাইডার্স | ৬ জানুয়ারি,২০২৫ | সিলেট | বেলা ১টা ৩০ মিনিট |
ফরচুন বরিশাল | ৭ জানুয়ারি,২০২৫ | সিলেট | সন্ধ্যা ৭টা |
ঢাকা ক্যাপিটাল | ১০ জানুয়ারি,২০২৫ | সিলেট | সন্ধ্যা ৭টা ৩০ মিনিট |
খুলনা টাইগার্স | ১২ জানুয়ারি,২০২৫ | সিলেট | বেলা ১টা ৩০ মিনিট |
চিটাগং কিংস | ১৩ জানুয়ারি,২০২৫ | সিলেট | বেলা ১টা ৩০ মিনিট |
দুর্বার রাজশাহী | ১৭ জানুয়ারি,২০২৫ | চট্টগ্রাম | বেলা ২টা |
ঢাকা ক্যাপিটাল | ২০ জানুয়ারি,২০২৫ | চট্টগ্রাম | বেলা ১টা ৩০ মিনিট |
খুলনা টাইগার্স | ২৩ জানুয়ারি,২০২৫ | চট্টগ্রাম | সন্ধ্যা ৭টা |
ফরচুন বরিশাল | ২৬ জানুয়ারি,২০২৫ | মিরপুর | বেলা ১টা ৩০ মিনিট |
দুর্বার রাজশাহী | ২৭ জানুয়ারি,২০২৫ | মিরপুর | সন্ধ্যা ৭টা |
চিটাগং কিংস | ৩০ জানুয়ারি,২০২৫ | মিরপুর | সন্ধ্যা ৭টা |
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
৬ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
৭ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
৯ ঘণ্টা আগে