Ajker Patrika

‘ভয়ংকর তুফান’ তুলতে বিপিএলে এসেছেন ক্যারিবীয় ক্রিকেটার

অনলাইন ডেস্ক
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭: ১৫
সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলবেন রাহকিম কর্ণওয়াল। ছবি: সিলেট স্ট্রাইকার্স
সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলবেন রাহকিম কর্ণওয়াল। ছবি: সিলেট স্ট্রাইকার্স

রাহকিম কর্ণওয়ালকে দেখে মনে হচ্ছে তিনি ক্রিকেট নয়, এসেছেন যুদ্ধ করতে। হাতে ‘মুগুর’ সদৃশ ব্যাট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আজ ঢাকায় এসেছেন ক্যারিবীয় ক্রিকেটার। তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে মজার এক পোস্ট করেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স

বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ৩০ মিনিটে হোটেলে এসে ঢাকায় পৌঁছেছেন কর্ণওয়াল। ১৪০ কেজি ওজনের ক্যারিবীয় এই ব্যাটার যখন হোটেল ওয়েস্টিনে চেক-ইন করছেন, তখন তাঁর হাতে ‘মুগুর’ সদৃশ একটি ব্যাট তুলে দেওয়া হয়েছে। মুগুরের মতো ব্যাটটি এমকেএস কোম্পানির। চ্যাম্পিয়ন লেখা সাদা রংয়ের একটি পোশাক পরে বিশাল বপুর কর্ণওয়াল সেই ব্যাট হাতে নিয়ে চেক-ইন করেছেন। ফিফটি বা সেঞ্চুরির পর ব্যাটার যেভাবে উদযাপন করেন, তেমনটা করেছেন ক্যারিবীয় এই ক্রিকেটার। কর্ণওয়ালের চেক-ইন নিয়ে আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি রিলস বানিয়েছে সিলেট। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ‘তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য।’

কর্ণওয়ালের সঙ্গেই আজ এসেছেন সিলেটের আরেক বিদেশি পল স্টার্লিং। নিজের দিনে কতটা ভয়ংকর হতে পারেন স্টার্লিং, আইরিশ এই ক্রিকেটারের আগের খেলা দেখলে সেটা বুঝে যাওয়ার কথা। বিদেশিদের তালিকায় আরও আছেন আফগানিস্তানের সামিউল্লাহ শেনওয়ারি ও ইংল্যান্ডের রিস টপলি। ফ্র্যাঞ্চাইজিটিতে জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, জাকির হাসান, আরাফাত সানির মতো বাংলাদেশি তারকা ক্রিকেটাররা থাকছেন। মাশরাফি বিন মর্তুজা এবার না খেললেও তাঁর নাম রেখে দিয়েছে সিলেট।

চেক-ইনের আগে কর্ণওয়ালকে নিয়ে আরও একটি পোস্ট করেছিল সিলেট। ১০ সেকেন্ডের সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘আগুনের স্ফুলিঙ্গ থেকে শুরু হবে ঝড়।আর অপেক্ষা নয়—রাহকিম কর্নওয়াল আসছেন প্রথমবারের মতো স্ট্রাইকার্সের হয়ে সব উড়িয়ে দিতে। তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য।’ ক্রিকেট, আগুনের গোলা, ঝড়ের ইমোজি ব্যবহার করেছিল ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের বিপিএলে লিগ পর্বে সিলেট স্ট্রাইকার্স
প্রতিপক্ষ তারিখভেন্যু ম্যাচ শুরু (বাংলাদেশ সময়)
রংপুর রাইডার্স৩১ ডিসেম্বর,২০২৪মিরপুরসন্ধ্যা ৭টা
রংপুর রাইডার্স৬ জানুয়ারি,২০২৫সিলেটবেলা ১টা ৩০ মিনিট
ফরচুন বরিশাল৭ জানুয়ারি,২০২৫সিলেটসন্ধ্যা ৭টা
ঢাকা ক্যাপিটাল১০ জানুয়ারি,২০২৫সিলেটসন্ধ্যা ৭টা ৩০ মিনিট
খুলনা টাইগার্স১২ জানুয়ারি,২০২৫সিলেটবেলা ১টা ৩০ মিনিট
চিটাগং কিংস১৩ জানুয়ারি,২০২৫সিলেটবেলা ১টা ৩০ মিনিট
দুর্বার রাজশাহী১৭ জানুয়ারি,২০২৫চট্টগ্রামবেলা ২টা
ঢাকা ক্যাপিটাল২০ জানুয়ারি,২০২৫চট্টগ্রামবেলা ১টা ৩০ মিনিট
খুলনা টাইগার্স২৩ জানুয়ারি,২০২৫চট্টগ্রামসন্ধ্যা ৭টা
ফরচুন বরিশাল২৬ জানুয়ারি,২০২৫মিরপুরবেলা ১টা ৩০ মিনিট
দুর্বার রাজশাহী২৭ জানুয়ারি,২০২৫মিরপুরসন্ধ্যা ৭টা
চিটাগং কিংস৩০ জানুয়ারি,২০২৫মিরপুরসন্ধ্যা ৭টা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত