Ajker Patrika

ভারতের বিপক্ষে খেলার নিয়তি এটাই, হারের পর সাকিব

ভারতের বিপক্ষে খেলার নিয়তি এটাই, হারের পর সাকিব

জয়ের আশা জাগিয়েও হতাশ হওয়া— ভারতের বিপক্ষে গত কয়েক বছর ধরে বাংলাদেশের গল্পটা যেন এমনই। অ্যাডিলেডে আজ জয়ের মতো অবস্থায় থেকেও শেষ হাসি হাসতে পারেননি সাকিব আল হাসানরা। ভারতের বিপক্ষে কাছাকাছি গিয়েও হেরে য়াওয়ার আক্ষেপ ঝরেছে বাংলাদেশ দলের অধিনায়কের কণ্ঠে।

১৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান করে লিটন দাস-নাজমুল হোসেন শান্ত জুটি। এরপরই বৃষ্টিতে খেলা বন্ধ থাকে কিছুক্ষণের জন্য। বৃষ্টির পর ডার্ক লুইস মেথডে (ডিএলএস) বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রান। এখান থেকেই খেই হারানোর গল্প শুরু বাংলাদেশের। ডিএলএস মেথডে ৫ রানে হেরে যায় সাকিবের দল। 

অল্পের জন্য হেরে যাওয়ার হতাশা নিয়ে সাকিব হাজির হয়েছেন পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘ভারতের বিপক্ষে খেলায় সব সময় এটাই নিয়তি। আমরা সব সময় জয়ের অবস্থায় থাকি কিন্তু শেষটা করতে পারি না। দুই দলই উপভোগ করেছে, ম্যাচটা দারুণ ছিল। আমরা এটাই চেয়েছিলাম। দিনশেষে এক দলকে জিততে হত, এক দলকে হারতে হত।’

রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন লিটন। ২১ বলে ফিফটি তুলে নেন তিনি। বাংলাদেশিদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে যা দ্বিতীয় দ্রুততম। ২৭ বলে ৭ চার এবং ৩ ছক্কায় ৬০ রান করে রান আউট হন লিটন। তাঁর এমন ঝোড়ো ব্যাটিং প্রশংসা কুড়িয়েছেন সাকিবের। একই সঙ্গে তাসকিন আহমেদকে নিয়েও কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘সে (লিটন) আমাদের সেরা ব্যাটার। পাওয়ার প্লেতে সে যেভাবে ব্যাটিং করেছে, আমরা মোমেন্টাম পেয়ে গিয়েছিলাম। আমাদের মধ্যে বিশ্বাস জন্ম নিয়েছিল যে শর্ট বাউন্ডারি মিলিয়ে আমরা রানটা চেজ করতে পারি। আপনি যদি ভারতের সেরা চার ব্যাটারের দিকে তাকান, তারা খুবই বিপদজ্জনক। আমাদের পরিকল্পনা ছিল এই চারজনকে শুরুতে তুলে নেওয়া। যার জন্য আমরা তাসকিনকে টানা চার ওভার করিয়ে ফেলি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে উইকেট নিতে পারেনি। কিন্তু সে ইকোনমিকাল ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত