Ajker Patrika

তামিমের ইনিংসেই বাঁকবদল

নিজস্ব প্রতিবেদক
তামিমের ইনিংসেই বাঁকবদল

ঢাকা: পাল্লেকেলে টেস্টের দুই ইনিংসে দারুণ ব্যাটিং করেও তিন অঙ্কের দেখা পাননি তামিম ইকবাল। প্রথম ইনিংসে সেঞ্চুরি যখন হাতের মুঠোয়, তখন সেটা ফেলে এসেছেন। দ্বিতীয় ইনিংসেও যখন সেঞ্চুরি দৃষ্টিসীমায় উঁকি দিচ্ছিল, তখন নেমেছে আকাশ ভেঙে বৃষ্টি।

সেঞ্চুরি না হলেও অনেক পাওয়ার টেস্টে তামিমের কথাই বেশি হচ্ছে। বাঁহাতি ওপেনারের প্রথম ইনিংসে ৯০ রানের ওই ঝকঝকে ইনিংসটাই যে বদলে দিয়েছিল দলের ড্রেসিংরুমের আবহ। তামিমের এই ইনিংস ভিতের ওপর দাঁড়িয়েই নাজমুল হোসেন শান্ত খেলেছেন ১৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস। পরে সেই ধারাবাহিকতায় দেশের বাইরে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। এঁদের ব্যাটিংয়ে চড়ে বাংলাদেশও উঠে যায় রানের পাহাড়ে। টেস্ট ম্যাচটা ড্র হলেও বাংলাদেশের প্রাপ্তি অনেক। টানা হারের ঘোরে থাকা বাংলাদেশের বিদেশের মাঠে ড্র অবশ্যই বড় অর্জন।

শ্রীলঙ্কায় টিম লিডার হিসেবে যাওয়া কাল খালেদ মাহমুদের কণ্ঠে তাই তামিমস্তুতি, ‘সত্যি বলতে তামিমের দুটো ইনিংসই দুর্দান্ত। প্রথম ইনিংস তো আমাদের পুরো ড্রেসিংরুমের আবহই পরিবর্তন করে দিয়েছে।’ মাহমুদ প্রশংসায় ভাসিয়েছেন মুমিনুল–শান্তদেরও, ‘চাপের মুখে শান্ত যেভাবে নিজেকে মেলে ধরেছে, যেভাবে ব্যাটিং করেছে, নিঃসন্দেহে দারুণ। মুমিনুলও দারুণ ব্যাটিং করেছে। মুশফিক, লিটন দুজনই ভালো সমর্থন দিয়েছে দলকে।’

প্রথম টেস্টে ব্যাটিংসহায়ক উইকেটে খেলা হলেও দ্বিতীয় টেস্টে তেমন হবে না বলে মনে করেন খালেদ মাহমুদ। তিনি বলেছেন, ‘এরপর আমাদের জন্য অন্য কিছু অপেক্ষা করছে। তবে অবশ্যই ন্যাড়া উইকেট হবে না বলে মনে করি। শ্রীলঙ্কা দলও হয়তো পছন্দ করেনি এমন উইকেট।’

ন্যাড়া উইকেট না হলে লঙ্কানরা এবার নিজেদের শক্তি বিবেচনা করে ঘূর্ণির মায়াজালই বিছাতে যাচ্ছে পাল্লেকেলেতে?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত