Ajker Patrika

ভারত যেন ব্রেকবিহীন ছুটে চলা ট্রেন

ভারত যেন ব্রেকবিহীন ছুটে চলা ট্রেন

হাতের তালুর মতো চেনা সব মাঠ, দর্শকভর্তি গ্যালারির সমর্থন আর পরিচিত কন্ডিশন। সব মিলিয়ে বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত। পাঁচ ম্যাচে পাঁচ জয় তুলে নেওয়া রোহিত শর্মার ‘টিম ইন্ডিয়া’কে স্টেশন ছেড়ে যাওয়া চলন্ত ট্রেনের সঙ্গে তুলনা করলেন ওয়াসিম আকরাম। খেলাধুলা বিষয়ক পাকিস্তানি চ্যানেল ‘এ স্পোর্টস’-এর অনুষ্ঠানে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার বললেন, ‘ভারত যেন ব্রেক ফেল করা ছুটে চলা ট্রেন। তাদের তূণ অস্ত্রে ভরা। তাদের মেধা আছে, দক্ষতা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, তারা জানে কীভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়।’ 

বাংলাদেশের বিপক্ষে খেলায় চোট পাওয়ায় পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাঁর বিকল্প বোলার হিসেবে খেলেছেন মোহাম্মদ শামি আর বিকল্প ব্যাটার হিসেবে সূর্যকুমার যাদব। দুজনের জায়গা করে দিতে বেঞ্চে বসতে হয়েছে পেস অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে। পরশুই প্রথম মাঠে নামার সুযোগ পেয়েই কী দুর্দান্তভাবেই না নিজেকে চেনালেন শামি। নিজের প্রথম বলেই উইকেট নিয়েছেন। আকাশে ওড়তে থাকা কিউই ব্যাটিং লাইন-আপকে ২৭৩ রানে আটকে রাখতে নিয়েছেন ৫ উইকেট। শেষ ১০ ওভারে ভারতীয় বোলাররা যে মাত্র ৬০ রান দিয়েছেন কিউইদের, তাঁর কৃতিত্ব ও ম্যাচসেরা শামিরই। কিউই ইনিংসের শেষ ১০ ওভারে পতন হওয়া ৬ উইকেটের চারটিই নিয়েছেন তিনি।

আকরাম বলছেন, ‘একটা স্কোয়াড ভারত কিংবা নিউজিল্যান্ডের মতোই হওয়া উচিত। যে কেউ যদি অসুস্থতাবোধ করে বা ফর্মে না থাকে কিংবা প্রতিপক্ষ কিংবা পিচ বিবেচনায় ভিন্ন কাউকে খেলাতে চান, তাহলে বিকল্পের কোনো কমতি নেই।’ 

 ২৭৩ রান যেভাবে তাড়া করেছে ভারত, সেটাও অন্য দলগুলোর জন্য শিক্ষণীয় বলে মনে করেন আকরাম, ‘রান তাড়াটা কি দুর্দান্তই না ছিল (তাদের) ! উইকেট পড়ছে, কিন্তু নির্বিকার তারা। মাথা ঠান্ডা রেখে (লক্ষ্যপানে) এগিয়েছে তারা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত