হাতের তালুর মতো চেনা সব মাঠ, দর্শকভর্তি গ্যালারির সমর্থন আর পরিচিত কন্ডিশন। সব মিলিয়ে বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত। পাঁচ ম্যাচে পাঁচ জয় তুলে নেওয়া রোহিত শর্মার ‘টিম ইন্ডিয়া’কে স্টেশন ছেড়ে যাওয়া চলন্ত ট্রেনের সঙ্গে তুলনা করলেন ওয়াসিম আকরাম। খেলাধুলা বিষয়ক পাকিস্তানি চ্যানেল ‘এ স্পোর্টস’-এর অনুষ্ঠানে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার বললেন, ‘ভারত যেন ব্রেক ফেল করা ছুটে চলা ট্রেন। তাদের তূণ অস্ত্রে ভরা। তাদের মেধা আছে, দক্ষতা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, তারা জানে কীভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়।’
বাংলাদেশের বিপক্ষে খেলায় চোট পাওয়ায় পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাঁর বিকল্প বোলার হিসেবে খেলেছেন মোহাম্মদ শামি আর বিকল্প ব্যাটার হিসেবে সূর্যকুমার যাদব। দুজনের জায়গা করে দিতে বেঞ্চে বসতে হয়েছে পেস অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে। পরশুই প্রথম মাঠে নামার সুযোগ পেয়েই কী দুর্দান্তভাবেই না নিজেকে চেনালেন শামি। নিজের প্রথম বলেই উইকেট নিয়েছেন। আকাশে ওড়তে থাকা কিউই ব্যাটিং লাইন-আপকে ২৭৩ রানে আটকে রাখতে নিয়েছেন ৫ উইকেট। শেষ ১০ ওভারে ভারতীয় বোলাররা যে মাত্র ৬০ রান দিয়েছেন কিউইদের, তাঁর কৃতিত্ব ও ম্যাচসেরা শামিরই। কিউই ইনিংসের শেষ ১০ ওভারে পতন হওয়া ৬ উইকেটের চারটিই নিয়েছেন তিনি।
আকরাম বলছেন, ‘একটা স্কোয়াড ভারত কিংবা নিউজিল্যান্ডের মতোই হওয়া উচিত। যে কেউ যদি অসুস্থতাবোধ করে বা ফর্মে না থাকে কিংবা প্রতিপক্ষ কিংবা পিচ বিবেচনায় ভিন্ন কাউকে খেলাতে চান, তাহলে বিকল্পের কোনো কমতি নেই।’
২৭৩ রান যেভাবে তাড়া করেছে ভারত, সেটাও অন্য দলগুলোর জন্য শিক্ষণীয় বলে মনে করেন আকরাম, ‘রান তাড়াটা কি দুর্দান্তই না ছিল (তাদের) ! উইকেট পড়ছে, কিন্তু নির্বিকার তারা। মাথা ঠান্ডা রেখে (লক্ষ্যপানে) এগিয়েছে তারা।’
হাতের তালুর মতো চেনা সব মাঠ, দর্শকভর্তি গ্যালারির সমর্থন আর পরিচিত কন্ডিশন। সব মিলিয়ে বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত। পাঁচ ম্যাচে পাঁচ জয় তুলে নেওয়া রোহিত শর্মার ‘টিম ইন্ডিয়া’কে স্টেশন ছেড়ে যাওয়া চলন্ত ট্রেনের সঙ্গে তুলনা করলেন ওয়াসিম আকরাম। খেলাধুলা বিষয়ক পাকিস্তানি চ্যানেল ‘এ স্পোর্টস’-এর অনুষ্ঠানে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার বললেন, ‘ভারত যেন ব্রেক ফেল করা ছুটে চলা ট্রেন। তাদের তূণ অস্ত্রে ভরা। তাদের মেধা আছে, দক্ষতা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, তারা জানে কীভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়।’
বাংলাদেশের বিপক্ষে খেলায় চোট পাওয়ায় পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাঁর বিকল্প বোলার হিসেবে খেলেছেন মোহাম্মদ শামি আর বিকল্প ব্যাটার হিসেবে সূর্যকুমার যাদব। দুজনের জায়গা করে দিতে বেঞ্চে বসতে হয়েছে পেস অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে। পরশুই প্রথম মাঠে নামার সুযোগ পেয়েই কী দুর্দান্তভাবেই না নিজেকে চেনালেন শামি। নিজের প্রথম বলেই উইকেট নিয়েছেন। আকাশে ওড়তে থাকা কিউই ব্যাটিং লাইন-আপকে ২৭৩ রানে আটকে রাখতে নিয়েছেন ৫ উইকেট। শেষ ১০ ওভারে ভারতীয় বোলাররা যে মাত্র ৬০ রান দিয়েছেন কিউইদের, তাঁর কৃতিত্ব ও ম্যাচসেরা শামিরই। কিউই ইনিংসের শেষ ১০ ওভারে পতন হওয়া ৬ উইকেটের চারটিই নিয়েছেন তিনি।
আকরাম বলছেন, ‘একটা স্কোয়াড ভারত কিংবা নিউজিল্যান্ডের মতোই হওয়া উচিত। যে কেউ যদি অসুস্থতাবোধ করে বা ফর্মে না থাকে কিংবা প্রতিপক্ষ কিংবা পিচ বিবেচনায় ভিন্ন কাউকে খেলাতে চান, তাহলে বিকল্পের কোনো কমতি নেই।’
২৭৩ রান যেভাবে তাড়া করেছে ভারত, সেটাও অন্য দলগুলোর জন্য শিক্ষণীয় বলে মনে করেন আকরাম, ‘রান তাড়াটা কি দুর্দান্তই না ছিল (তাদের) ! উইকেট পড়ছে, কিন্তু নির্বিকার তারা। মাথা ঠান্ডা রেখে (লক্ষ্যপানে) এগিয়েছে তারা।’
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
৪ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
৪ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৬ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৬ ঘণ্টা আগে