Ajker Patrika

‘অনেক অনেক বড় অর্জনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৬: ৪৭
‘অনেক অনেক বড় অর্জনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ’

প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের স্বাদ বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হারানোর স্মৃতি তো টাটকাই। তবে প্রতিপক্ষ যখন ভারত, স্বাদটা আলাদাই হওয়ার কথা। ঢাকায় প্রথম দুই ম্যাচে এখন সেই উপলক্ষের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। এমন একটা ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন বলেই কি না কিছুটা নির্ভার বাংলাদেশ। 

সকাল সাড়ে ৯টায় অনুশীলন সূচি থাকলেও সেটা দুই ঘণ্টা পিছিয়ে যায়। সেই অনুশীলনেও দেখা মেলেনি ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসের। হোটেলেই কাটিয়েছেন সাকিব আল হাসান, ইবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। প্রথম দুই ম্যাচ জিতে কিছুটা নির্ভার কি না—এমন প্রশ্নে শন ম্যাকডারমট অবশ্য বিষয়টা রীতিমতো উড়িয়েই দিলেন। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছেন বাংলাদেশ দলের এই ফিল্ডিং কোচ। 

আন্তর্জাতিক পর্যায়ে কোনো ম্যাচকে যে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, সেটাও জোর দিয়ে বলে গেছেন ম্যাকডারমট। বাংলাদেশ কত বড় উপলক্ষের সামনে দাঁড়িয়ে জানাতে গিয়ে বললেন, ‘কাজ কখনো শেষ হয় না। আমরা আন্তর্জাতিক পর্যায়ে কোনো ম্যাচকে হালকাভাবে নেই না। এই দলটা ভারতকে কখনো ৩-০ ব্যবধানে হারাতে পারেনি। অনেক অনেক বড় অর্জনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ।' 

সিরিজ জেতার পর যেটা হয়, খেলোয়াড়দের বিশ্রামের প্রসঙ্গ সামনে আসে। নতুনদের বাজিয়ে দেখার কথা ওঠে। তবে এখানেও দ্বিমত ম্যাকডারমটের। প্রতিপক্ষ ভারত বলে এই সুযোগটা নেওয়ার পক্ষে না বাংলাদেশ ফিল্ডিং কোচ, ‘যখন আপনি ভারতের বিপক্ষে দেশকে প্রতিনিধিত্ব করছেন, ওয়ার্কলোডের ব্যাপার না থাকলে এটা হওয়া উচিত না। আমার মনে হয় বাংলাদেশ এমন অবস্থায় নেই যে খেলোয়াড়দের বিশ্রাম দিতে হবে। আমরা এই মুহূর্তে যথেষ্ট জয়ের ধারাবাহিকতায় নেই যে এটা করতে হবে। আমরা আমাদের সেরা দলটা নিয়ে নামার দিকে তাকিয়ে আছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত