Ajker Patrika

মিরপুরের ‘প্রতিশোধ’ দুবাইতে নিল অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৭: ৩৪
মিরপুরের ‘প্রতিশোধ’ দুবাইতে নিল অস্ট্রেলিয়া

সুপার টুয়েলভে বাংলাদেশের হয়েছে সব হারিয়ে নিঃস্ব হওয়ার অবস্থা। টানা চার ম্যাচ হারের পর খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার মতো শেষ ম্যাচে একটা জয় চেয়েছিল বাংলাদেশ। দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের ব্যাটিংয়ে অবশ্য ম্যাচ জয়ের ছিটেফোঁটাও দেখা গেল না। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৭৩ রানেই গুটিয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

আগস্টে মিরপুরে পঞ্চম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬২ রানে অলআউট করেছিল বাংলাদেশ। দুবাইতে আজ যেন সেই ‘প্রতিশোধ’ নিয়ে নিলেন মিচেল স্টার্ক-অ্যাডাম জাম্পারা। এদিন ১০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বিশ্বকাপে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে স্টার্কের প্রথম ওভারের তৃতীয় বলে কোনো রান না করেই বোল্ড হয়ে যান লিটন দাস। উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনে নামা সৌম্য সরকার। জশ হ্যাজেলউডের বলটা ব্যাটের ভেতরের কানায় লাগিয়ে বোল্ড হয়ে ফেরেন সৌম্য (৫)। 

লিটন-সৌম্যর দেখানো পথ অনুসরণ করেছেন মুশফিকুর রহিম। প্রথম রাউন্ডে পাপুয়া নিউগিনির বিপক্ষে ফিফটির পর রান করাই যেন ভুলে গেছেন এই অভিজ্ঞ ব্যাটার। গ্লেন ম্যাক্সওয়েলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে মুশফিক ফেরেন এক রানে। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০০ রানের নিচে অলআউট বাংলাদেশ ব্যাটারদের আসা যাওয়ার মিছিল চলেছে আজও। 

একটা সময় তো চোখ রাঙাচ্ছিল টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সবনিম্ন ৭০ রানের আগে অলআউট হওয়ার শঙ্কা। ভারতে ২০১৬ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মিছিলে ষষ্ঠ উইকেটে সেই শঙ্কা দূর করেন মাহমুদউল্লাহ আর শামীম হোসেন পাটোয়ারি। এই জুটিতে দুজন মিলে যোগ করেন ২৯ রান। ওই শঙ্কা পর্যন্তই, কিন্তু আজও বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি মুশফিক-মাহমুদউল্লাহরা। অস্ট্রেলিয়ার পক্ষে ১৯ রানে পাঁচ উইকেট নিয়েছেন লেগ স্পিনার জাম্পা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত