Ajker Patrika

৫ দিন আগেই বাংলাদেশে আসছে আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ২৫
৫ দিন আগেই বাংলাদেশে আসছে আফগানিস্তান

তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে এই মাসে বাংলাদেশ সফরে আসার কথা আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের। শুরুতে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের পরই আফগানদের ঢাকায় আসার কথা ছিল। তবে এখন আর তা হচ্ছে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, পাঁচ দিন আগেই বাংলাদেশে আসতে চায় রশিদ খানরা।

দুই বছরের বেশি সময় পর বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। দীর্ঘ বিরতির কারণে হয়তো আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই বাংলাদেশে আসার পরিকল্পনা করেছে তারা। সে অনুযায়ী বিসিবির কাছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আবদার করেছে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে তারা। ঢাকায় পা রেখেই তারা চলে যাবে সিলেটে। সেখানেই জৈব সুরক্ষাবলয়ের মধ্যে হবে তাদের পাঁচ দিনের কন্ডিশনিং ক্যাম্প।

আজ বুধবার সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আফগানিস্তান আমাদের অনুরোধ করেছে, তারা একটা কন্ডিশনিং ক্যাম্প করতে চাইছে। এই কন্ডিশনিং ক্যাম্পটা আমরা সিলেটে আয়োজনের পরিকল্পনা নিয়েছি। এই মুহূর্তে যে শিডিউল করা আছে, তাতে আমরা আশা করছি আফগানিস্তান আগামী ১২ ফেব্রুয়ারির দিকে আসবে।’  

এদিকে ভেন্যু তালিকায়ও এসেছে পরিবর্তন। আফগানিস্তান দল সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করলেও সেখানে হবে না সিরিজের কোনো ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে চট্টগ্রামে। টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখনো সিরিজের সূচি নির্ধারণ না হলেও সব ম্যাচ ফ্লাডলাইটের আলোর নিচে আয়োজনের ভাবনা বিসিবির।

নিজামউদ্দিন বলেন, ‘আমরা মূলত সূচিটা চেষ্টা করব আজকেই ফাইনাল করে আপনাদের মিডিয়া রিলিজ আকারে দিয়ে দেওয়ার জন্য। যদি সম্ভব না হয়, সর্বোচ্চ কালকের মধ্যে দিয়ে দেব। আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা রয়েছে, এই ওয়ানডে আর টি-টোয়েন্টি  সিরিজে  ঢাকা ও চট্টগ্রাম ভেন্যু হিসেবে ব্যবহার করব।’ 

 করোনাভাইরাসের সংক্রমণের মাঝে ক্রিকেটারদের সুরক্ষার কথা বিবেচনায় এমন সিদ্ধান্ত বিসিবির। সুজন বলেন, ‘আমরা যেটা পরিকল্পনা করেছি, আমরা ওয়ানডেটা চট্টগ্রামে এবং টি-টোয়েন্টিটা ঢাকায় আয়োজনের পরিকল্পনা নিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত