Ajker Patrika

মাহমুদউল্লাহ-শান্তর জুটিকেই জয়ের কৃতিত্ব দিয়েছেন মুশফিক

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১০: ২৭
মাহমুদউল্লাহ-শান্তর জুটিকেই জয়ের কৃতিত্ব দিয়েছেন মুশফিক

চট্টগ্রামে গতকাল দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে বাংলাদেশ। শুরুতে উইকেট হারানোর পরও যেভাবে ম্যাচ ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে, তা এক কথায় অবিশ্বাস্য। প্রথম ওয়ানডের ৬ উইকেটের এই জয়ে অনবদ্য কাজটিই করেছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। 

শান্ত-মুশফিকের অপরাজিত ১৬৫ রানের জুটিতেই তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। তবে নিজেদের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচ শেষে মুশফিক কৃতিত্বটা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও শান্তর জুটিকে। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মনে করেন, জয়ের আসল কাজটা এই জুটিতে হয়েছে। 

গতকাল ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলা মুশফিক সংবাদ সম্মেলনে এসে বলেছেন, ‘আমাদের জুটিটা ভালো হয়েছে। তবে মূল ভূমিকা রেখেছে রিয়াদ ভাই ও শান্তর জুটি। তখন বল নতুন ছিল, শিশিরেরও তেমন ভূমিকা ছিল না। ২৫৬ রান তাড়া করতে নেমে ৩টি উইকেট পড়ে গেলে... ওরা ভালো শুরু পেয়েছিল। তখন রিয়াদ ভাই ও শান্ত দুর্দান্ত ব্যাটিং করেছে। ওই যে রান রেট ঠিক ছিল ওই সময়টায়, তাতে আমার কাজটা সহজ হয়ে গেছে।’ 

আর গতকাল শ্রীলঙ্কার বিপক্ষের পঞ্চম উইকেটে রেকর্ড ১৬৫ রানের জুটির বিষয়ে মুশফিক বলেছেন, ‘এত বড় জুটি, কিছু সময় থাকবে বাউন্ডারি হবে না, কিছু ওভার মেডেনও হতে পারে। আবার কিছু সময় থাকবে অনেক রান আসবে। আমরা কখনই রানরেটে পিছিয়ে ছিলাম না। এমন আহামরি কিছু করার দরকারও ছিল না। শান্ত অসাধারণ ব্যাটিং করেছে। ওয়ান ম্যান শো।’ 

মুশফিক অবশ্য ভুল বলেননি। গতকাল চট্টগ্রামে ২৫৬ রানের লক্ষ্যে ব্যাটিং দলীয় ২৩ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে ম্যাচে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে ৬৯ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ-শান্ত। মাহমুদউল্লাহ ৩৭ রানের ইনিংস খেলে তখন যদি শান্তর সঙ্গে জুটিটা না বাঁধতেন, তাহলে হয়তো ম্যাচে ভিন্ন কিছু হতে পারত। মুশফিক-শান্তর দুর্দান্ত এই জুটিও হয়তো হতো না। তবে দুই অভিজ্ঞ ব্যাটারের মাঝে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন অধিনায়ক শান্ত। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। সেঞ্চুরিতে একটা জায়গায় নিজের নাম তুলেছেন। পঞ্চম বাংলাদেশি অধিনায়ক হিসেবে সেঞ্চুরি পেয়েছেন। আর তাঁর ১২২ রানের অপরাজিত ইনিংস তো অধিনায়কদের মধ্যে আবার সর্বোচ্চ। এক কথায়, সামনে থেকে নেতৃত্ব দেওয়া যাকে বলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত