Ajker Patrika

‘শেখ হাসিনা স্টেডিয়ামে’র নাম পরিবর্তন নিয়ে কী বললেন বিসিবি সভাপতি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৬: ১১
‘শেখ হাসিনা স্টেডিয়ামে’র নাম পরিবর্তন নিয়ে কী বললেন বিসিবি সভাপতি 

বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী সরকারের পতনের রেশ দেখা যায় পূর্বাচলে নির্মাণাধীন ‘শেখ হাসিনা স্টেডিয়ামে’। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ভাঙচুর চালানো হয় পূর্বাচলের স্টেডিয়ামটিতে। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ কথা বলেছেন স্টেডিয়ামটির সম্ভাব্য নাম পরিবর্তন নিয়েও। 

বোর্ড সভাপতি হওয়ার পর পূর্বাচলে নির্মাণাধীন স্টেডিয়াম আজ দেখতে যান ফারুক। সঙ্গে গেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। পাশাপাশি আকরাম খান, নাজমুল আবেদীন ফাহিমসহ কয়েক জন বোর্ড পরিচালকও যান পূর্বাচলে। স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফারুক। অন্যান্য প্রতিষ্ঠানের মতো এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হবে কি না—এমন প্রশ্ন করা হয়েছে বিসিবির নতুন সভাপতিকে। ফারুক সংবাদমাধ্যমকে বলেন, ‘নাম পরিবর্তন বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত হবে। আমার পরিচালনা পর্ষদ আছে। তাদের সঙ্গে বসে আলোচনা হবে।’ 

নৌকার আদলে পূর্বাচলে ‘শেখ হাসিনা স্টেডিয়াম’ বানানোর পরিকল্পনা করা হয়েছিল। স্টেডিয়ামকে তাই ‘দ্য বোট’ও বলা হয়। তবে এরই মধ্যে স্টেডিয়ামটির নির্মাণকাজের দরপত্র বাতিল হয়েছে। স্টেডিয়ামের আকৃতি কী থাকবে, সেই প্রশ্নের জবাবে ফারুক বলেন, ‘মাঠ করতে নৌকা বা স্কয়ার শেপ লাগে না। মাঠ করতে লাগে ডিমের মতো আকার।’ 

নির্মাণাধীন ‘শেখ হাসিনা স্টেডিয়াম’ ঘুরে ঘুরে দেখেছেন ফারুক আহমেদসহ বিসিবির অন্যান্য কর্মকর্তাওবিসিবির সভাপতি ফারুক নির্বাচিত হয়েছেন ২১ আগস্ট। ১০ দিন ধরে ব্যস্ত সময় পার করছেন তিনি। ২৯ আগস্ট একটি পরিচালনা পর্ষদের সভাও হয়েছে তাঁর সভাপতিত্বে। পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামসহ দেশের ক্রিকেট মাঠগুলো ঠিকঠাক করাই এখন ফারুকের লক্ষ্য। বিসিবি সভাপতি আজ পূর্বাচলে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দায়িত্ব নেওয়ার পর মাঠগুলোর উন্নতি করাই ছিল আসল ইচ্ছা। নতুন মাঠ করতে পারি কি না, সেটা নিয়েও চিন্তা করছিলাম। যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা, তাই এটা নিয়ে পরিকল্পনা ছিল। আমাদের যে মাঠগুলোর উন্নতি করার পরিকল্পনা রয়েছে, সেগুলোর সঙ্গে এটা যোগ হবে।’ 

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত