Ajker Patrika

ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ১৫৫ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মার্চ ২০২২, ২০: ১৩
ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ১৫৫ 

দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে পেসারদের ওপর প্রত্যাশার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। প্রথম ওয়ানডের পর এবার সিরিজ নির্ধারণী ম্যাচেও প্রত্যাশা পূরণ করলেন তাসকিন-শরীফুলরা। আগে ফিল্ডিং পেলেও সুপারস্পোর্ট পার্কের ব্যাটিং স্বর্গে তোপ ঝেড়েছেন তাঁরা। এতেই স্বাগতিকদের ছোট স্কোরে আটকে দিয়েছে বাংলাদেশ।

আজ সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৩৭ ওভারে ১৫৪ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। বল হাতে দ্যুতি ছড়িয়ে ৫ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ।

সুপারস্পোর্ট পার্কের ব্যাটিং স্বর্গে যেকোনো দলই আগে ব্যাটিং করতে চাইবে। তাইতো টস জিতে ব্যাটিং নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ফিল্ডিং পাওয়ায় হয়তো খানিকটা হতাশ হয়ে থাকতে পারেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। তবে বোলারদের দারুণ নৈপুণ্যতায় সেটা কেটে যাওয়ারই কথা বাংলাদেশের অধিনায়কের। 

সুপারস্পোর্ট পার্ক যেন এক টুকরো বাংলাদেশপ্রোটিয়াদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে পেয়েছিল ৪৬ রানের সূচনা। তবে তারপরের গল্পটা বাংলাদেশের বোলারদের। একে একে পাঁচ ব্যাটারকে ফিরিয়ে প্রোটিয়াদের টপ অর্ডার ধসে দেন তাসকিন আহমেদ। এর মাঝে এই পেসারদের সঙ্গে দারুণ তাল মিলিয়েছেন শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানও। 

প্রথম ওয়ানডের মতো ফের হাল ধরেছিলেন ডেভিড মিলার। ২৯ তম ওভারে তাসকিন তাঁকে ফেরাতেই খেই হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। সেই ওভারেই রাবাদাকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তাসকিন। 

এরপর দ্রুত সাকিব লুঙ্গি এনগিডিকে আউট করে ও অধিনায়ক তামিম কেশব মহারাজকে রানআউট করেন স্বাগতিকদের লেজ ছেটে দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত