এবার ডেভিড ওয়ার্নারকে ভালোবাসা ফিরিয়ে দিলেন মোস্তাফিজুর রহমান। কদিন আগেই দিল্লি ক্যাপিটালস তাদের ফেসবুক পেজে টিম বাসে ওয়ার্নার-ফিজের ভিডিও পোস্ট করেছিল। সেখানে ওয়ার্নার মোস্তাফিজকে বাংলায় বলেছিলেন, 'কেমন আছ, আমি তোমাকে ভালোবাসি'। এর জবাবে আজ মোস্তাফিজও ওয়ার্নাকে জানিয়ে দিলেন তিনিও ওয়ার্নারকে ভালোবাসেন।
ফেসবুকে ওয়ার্নারের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ক্যাপশনে মোস্তাফিজ লিখেছেন, 'আমিও তোমাকে ভালোবাসি ডেভিড ওয়ার্নার।' মোস্তাফিজ আর ওয়ার্নারের বন্ধুত্বটা নতুন নয়। আইপিএলে এর আগেও এই দুজন খেলেছেন একই দলে। মাঝে চার মৌসুম আলাদা আলাদা দলে খেলেছেন। তবু তাদের সম্পর্কে এতটুকুও ছেদ পড়েনি তা বোঝা যায় দুজনের খুনসুটি দেখলেই।
কলকাতার বিপক্ষে ম্যাচের দিন দিল্লির টিম বাসে সেরকমই খুনসুটি দেখা গিয়েছিল, যেখানে মোস্তাফিজকে দেখে ওয়ার্নার দারুণভাবে স্বাগত জানিয়েছিলেন। মোস্তাফিজের দিকে হাত বাড়িয়ে ওয়ার্নার বলেছিলেন, ‘হাও আর ইউ, কেমন আছ?’ উত্তরে মোস্তাফিজ বলেন, ‘ভালো।’ এর পরেই আবার ওয়ার্নার বলেছিলেন, ‘আমি তোমাকে ভালোবাসি। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল।’
২০১৭ আইপিএলের পর আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একই দল দিল্লি ক্যাপিটালসে খেলছেন মোস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নার। সেবার ওয়ার্নারের নেতৃত্বে শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবার অবশ্য শুরুটা ভালো হয়নি দিল্লির।এখন পর্যন্ত খেলা চার ম্যাচের৷ দুটিতেই হেরেছে। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার ৭ নম্বরে।
এবার ডেভিড ওয়ার্নারকে ভালোবাসা ফিরিয়ে দিলেন মোস্তাফিজুর রহমান। কদিন আগেই দিল্লি ক্যাপিটালস তাদের ফেসবুক পেজে টিম বাসে ওয়ার্নার-ফিজের ভিডিও পোস্ট করেছিল। সেখানে ওয়ার্নার মোস্তাফিজকে বাংলায় বলেছিলেন, 'কেমন আছ, আমি তোমাকে ভালোবাসি'। এর জবাবে আজ মোস্তাফিজও ওয়ার্নাকে জানিয়ে দিলেন তিনিও ওয়ার্নারকে ভালোবাসেন।
ফেসবুকে ওয়ার্নারের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ক্যাপশনে মোস্তাফিজ লিখেছেন, 'আমিও তোমাকে ভালোবাসি ডেভিড ওয়ার্নার।' মোস্তাফিজ আর ওয়ার্নারের বন্ধুত্বটা নতুন নয়। আইপিএলে এর আগেও এই দুজন খেলেছেন একই দলে। মাঝে চার মৌসুম আলাদা আলাদা দলে খেলেছেন। তবু তাদের সম্পর্কে এতটুকুও ছেদ পড়েনি তা বোঝা যায় দুজনের খুনসুটি দেখলেই।
কলকাতার বিপক্ষে ম্যাচের দিন দিল্লির টিম বাসে সেরকমই খুনসুটি দেখা গিয়েছিল, যেখানে মোস্তাফিজকে দেখে ওয়ার্নার দারুণভাবে স্বাগত জানিয়েছিলেন। মোস্তাফিজের দিকে হাত বাড়িয়ে ওয়ার্নার বলেছিলেন, ‘হাও আর ইউ, কেমন আছ?’ উত্তরে মোস্তাফিজ বলেন, ‘ভালো।’ এর পরেই আবার ওয়ার্নার বলেছিলেন, ‘আমি তোমাকে ভালোবাসি। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল।’
২০১৭ আইপিএলের পর আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একই দল দিল্লি ক্যাপিটালসে খেলছেন মোস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নার। সেবার ওয়ার্নারের নেতৃত্বে শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবার অবশ্য শুরুটা ভালো হয়নি দিল্লির।এখন পর্যন্ত খেলা চার ম্যাচের৷ দুটিতেই হেরেছে। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার ৭ নম্বরে।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
১ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
২ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
৩ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
৩ ঘণ্টা আগে