সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের নায়ক ছিলেন তাসকিন আহমেদ। আগামীকাল সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশ। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে তাসকিনের মতো বাংলাদেশের নায়ক হবেন কে সেই খোঁজ করছেন সাকিব। আজ সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন তিনি।
বাংলাদেশ দলে অনেকেই আছেন, যাঁরা হিরো হতে পারেন এমনটি মনে করছেন সাকিব। এ বিষয়ে তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি হচ্ছে মোমেন্টামের খেলা। তাই মোমেন্টামটা ধরার সঙ্গে সেটা বজায় রাখাও খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডে ও টেস্টের মতো টি-টোয়েন্টিতে পারফরমারের সংখ্যা খুব বেশি থাকে না। কম পারফরমার থাকে, কিন্তু পারফরম্যান্সটা বড় করতে হয়। আশা করছি কালকে আর একটি সুযোগ থাকছে। যারা একাদশে খেলবে তাদের মধ্যে কারও একজন হিরো হওয়ার সম্ভাবনা আছে। এই হিরোটা কে হবে সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
সাকিবের বিশ্বাস, আগামীকালের ম্যাচেও কেউ একজন হিরো হবেন। তিনি ক্রিকেটারদের ওপর বিশ্বাস রেখে বলেছেন, ‘ওপেনারদের সুযোগ আছে বিশ ওভার ব্যাটিং করার। তাই কেন তারা করতে পারবে না? বিশ্বাস করি তারা করতে পারবে। কিংবা বোলাররা ডাচদের বিপক্ষে যেভাবে বোলিং করেছে, কেন আমরা ১০ উইকেট নিতে পারব না?’
আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আক্রমণাত্মক ও রোমাঞ্চকর ম্যাচ খেলার কথাও বলেছেন সাকিব। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমাদের মানসিকতাই থাকবে এমন যে, আমরা খোলা মনে খেলাটা উপভোগ করতে চাই। আর অবশ্যই আক্রমণাত্মক ও রোমাঞ্চকর ম্যাচ খেলতে চাই। আর দিন শেষে অবশ্যই হাসিমুখে ফিরতে চাই।’
আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের নায়ক ছিলেন তাসকিন আহমেদ। আগামীকাল সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশ। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে তাসকিনের মতো বাংলাদেশের নায়ক হবেন কে সেই খোঁজ করছেন সাকিব। আজ সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন তিনি।
বাংলাদেশ দলে অনেকেই আছেন, যাঁরা হিরো হতে পারেন এমনটি মনে করছেন সাকিব। এ বিষয়ে তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি হচ্ছে মোমেন্টামের খেলা। তাই মোমেন্টামটা ধরার সঙ্গে সেটা বজায় রাখাও খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডে ও টেস্টের মতো টি-টোয়েন্টিতে পারফরমারের সংখ্যা খুব বেশি থাকে না। কম পারফরমার থাকে, কিন্তু পারফরম্যান্সটা বড় করতে হয়। আশা করছি কালকে আর একটি সুযোগ থাকছে। যারা একাদশে খেলবে তাদের মধ্যে কারও একজন হিরো হওয়ার সম্ভাবনা আছে। এই হিরোটা কে হবে সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
সাকিবের বিশ্বাস, আগামীকালের ম্যাচেও কেউ একজন হিরো হবেন। তিনি ক্রিকেটারদের ওপর বিশ্বাস রেখে বলেছেন, ‘ওপেনারদের সুযোগ আছে বিশ ওভার ব্যাটিং করার। তাই কেন তারা করতে পারবে না? বিশ্বাস করি তারা করতে পারবে। কিংবা বোলাররা ডাচদের বিপক্ষে যেভাবে বোলিং করেছে, কেন আমরা ১০ উইকেট নিতে পারব না?’
আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আক্রমণাত্মক ও রোমাঞ্চকর ম্যাচ খেলার কথাও বলেছেন সাকিব। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমাদের মানসিকতাই থাকবে এমন যে, আমরা খোলা মনে খেলাটা উপভোগ করতে চাই। আর অবশ্যই আক্রমণাত্মক ও রোমাঞ্চকর ম্যাচ খেলতে চাই। আর দিন শেষে অবশ্যই হাসিমুখে ফিরতে চাই।’
আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১৩ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৪ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৫ ঘণ্টা আগে