Ajker Patrika

নায়কের খোঁজে সাকিব

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৫: ৩৮
নায়কের খোঁজে সাকিব

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের নায়ক ছিলেন তাসকিন আহমেদ। আগামীকাল সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশ। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে তাসকিনের মতো বাংলাদেশের নায়ক হবেন কে সেই খোঁজ করছেন সাকিব। আজ সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন তিনি। 

বাংলাদেশ দলে অনেকেই আছেন, যাঁরা হিরো হতে পারেন এমনটি মনে করছেন সাকিব। এ বিষয়ে তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি হচ্ছে মোমেন্টামের খেলা। তাই মোমেন্টামটা ধরার সঙ্গে সেটা বজায় রাখাও খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডে ও টেস্টের মতো টি-টোয়েন্টিতে পারফরমারের সংখ্যা খুব বেশি থাকে না। কম পারফরমার থাকে, কিন্তু পারফরম্যান্সটা বড় করতে হয়। আশা করছি কালকে আর একটি সুযোগ থাকছে। যারা একাদশে খেলবে তাদের মধ্যে কারও একজন হিরো হওয়ার সম্ভাবনা আছে। এই হিরোটা কে হবে সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ 

আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নতুন নায়ক খুঁজছেন সাকিব

সাকিবের বিশ্বাস, আগামীকালের ম্যাচেও কেউ একজন হিরো হবেন। তিনি ক্রিকেটারদের ওপর বিশ্বাস রেখে বলেছেন, ‘ওপেনারদের সুযোগ আছে বিশ ওভার ব্যাটিং করার। তাই কেন তারা করতে পারবে না? বিশ্বাস করি তারা করতে পারবে। কিংবা বোলাররা ডাচদের বিপক্ষে যেভাবে বোলিং করেছে, কেন আমরা ১০ উইকেট নিতে পারব না?’ 

আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আক্রমণাত্মক ও রোমাঞ্চকর ম্যাচ খেলার কথাও বলেছেন সাকিব। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমাদের মানসিকতাই থাকবে এমন যে, আমরা খোলা মনে খেলাটা উপভোগ করতে চাই। আর অবশ্যই আক্রমণাত্মক ও রোমাঞ্চকর ম্যাচ খেলতে চাই। আর দিন শেষে অবশ্যই হাসিমুখে ফিরতে চাই।’ 

আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত