Ajker Patrika

আম্পায়ার আউট না দিলেও নিজেই মাঠ ছাড়লেন ডি কক

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৩: ৩৪
আম্পায়ার আউট না দিলেও নিজেই মাঠ ছাড়লেন ডি কক

আম্পায়ারদের সিদ্ধান্তে ক্রিকেটারদের অসন্তুষ্টি ক্রিকেট মাঠের পরিচিত দৃশ্য।  তবে কখনো কখনো স্পিরিট অব ক্রিকেটের দৃশ্যও চোখে পড়ে। এই যেমন গতকাল আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট আর পাঞ্জাবি কিংসের ম্যাচের স্পিরিট অব ক্রিকেটের দারুণ প্রদর্শনী দেখালেন ডি কক। আম্পায়ার আউট না দিলেও নিজে থেকেই হেঁটে মাঠের বাইরে চলে গেছেন লক্ষ্ণৌর উইকেটরক্ষক ব্যাটার ডি কক।

লক্ষ্ণৌর ইনিংসের ১২.৪ ওভারে সন্দীপ শর্মার বলে উইকেটরক্ষক জিতেশ শর্মার গ্লাভসের ধরা পড়েন ডি কক। বোলার ও উইকেটরক্ষকসহ পাঞ্জাব ক্রিকেটারদের অনেকেই আউটের আবেদন জানান। তবে আম্পায়ার সেই আবেদনে সাড়া দেননি।

 বল যে ব্যাটের কানা ছুঁয়েছে, সেটা ব্যাটার ঠিকই বুঝতে পেরেছে। তাই আর কালক্ষেপণ না করে আম্পায়ার আউটের সংকেত না দিলেও মাঠ ছাড়েন প্রোটিয়া তারকা। ডি কক মাঠ ছাড়ার সময় বোলার সন্দীপ শর্মাকে তাঁর পিঠ চাপড়ে দিয়েছেন। ৪টি চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৪৬ রান করে ফেরেন ডি কক, যা লক্ষ্ণৌর হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান। শেষ পর্যন্ত অবশ্য পাঞ্জাবের কাছে ২০ রানে হেরে যায় ডি ককের দল লক্ষ্ণৌ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত