Ajker Patrika

অলিম্পিকে যোগ হলো ক্রিকেট 

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১২: ৪৯
অলিম্পিকে যোগ হলো ক্রিকেট 

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফেরার সম্ভাবনা আরও একটু উজ্জ্বল হলো। এলএ ২৮ অলিম্পিক কমিটি লস অ্যাঞ্জেলেসে হতে যাওয়া অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সুপারিশ করেছে। এক বিজ্ঞপ্তিতে গতকাল রাতে এলএ ২৮ তা (ক্রিকেটের অন্তর্ভুক্তি) নিশ্চিত করেছে। 

ক্রিকেট, বেসবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোজ, স্কোয়াশ—এই পাঁচটি খেলা অলিম্পিকে যোগ করার কথা গতকাল রাতে জানানো হয়েছে। ১২ ও ১৪ অক্টোবর মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভায় এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। উচ্ছ্বসিত আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, ‘এলএ ২৮ যে অলিম্পিকে ক্রিকেট যুক্ত করেছে, তাতে আমরা আনন্দিত, যদিও এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। দীর্ঘ ১০০ বছরেরও বেশি সময়ের ব্যবধানে অলিম্পিকে প্রথমবার ক্রিকেট দেখা অনেক বড় এক মাইলফলক। গত দুই বছর নতুন কোনো খেলার মূল্যায়নের জন্য যে সমর্থন এলএ ২৮ দিয়েছে, সে জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। ভারতে বিশ্বকাপ চলার সময় আগামী সপ্তাহে যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, তার জন্য আমরা মুখিয়ে আছি।’ 

১৯৯৮ কুয়ালালামপুর ও বার্মিংহামে ১৯৯৮ ও ২০২২—এই কমনওয়েলথ গেমসে ক্রিকেট ছিল। তবে অলিম্পিকে সর্বশেষ ক্রিকেট হয়েছে ১৯০০ সালে। ১২৮ বছর আগে প্যারিস অলিম্পিকে ফ্রান্সকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল ইংল্যান্ড। যদি ২০২৮ অলিম্পিকে ক্রিকেট হয়, তাহলে ছেলেদের ও মেয়েদের দুই ক্রিকেটেই ছয় দলের টি-টুর্নামেন্ট আয়োজনের সুপারিশ করেছে আইসিসি। নির্দিষ্ট সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ ছয় দলই খেলবে টুর্নামেন্টে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত