আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এখন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন মোস্তাফিজুর রহমান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এ বছর দারুণ খেলছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এলপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার লক্ষ্যে পাল্লা দিচ্ছেন।
২০২৪ এলপিএলে মোস্তাফিজ খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। দুই ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৩ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আছেন ৯ নম্বরে। সমান ৩ উইকেট নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা ও নুয়ান তুষারা। তবে খরুচে বোলিংয়ের কারণে পিছিয়ে মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসারের ইকোনমি ১০.৫৭। যেখানে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ ওভারে ৪৪ রানে নিয়েছিলেন ১ উইকেট।
৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি কলম্বো স্ট্রাইকার্সের শাদাব খান। পাকিস্তানি লেগ স্পিনারের ইকোনমি ৫.৩৮। যার মধ্যে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। এলপিএলে তিনি তাসকিন আহমেদের সতীর্থ। ৪টি করে উইকেট নিয়েছেন দুনিথ ভেল্লালাগে, দাসুন শানাকা, বিনুরা ফার্নান্দো, জহুর খান ও ইসুরু উদানা। যার মধ্যে ভেল্লালাগে ও বিনুরা খেলছেন কলম্বোতে।
গল মার্ভেলস, ডাম্বুলা সিক্সার্স, ক্যান্ডি ফ্যালকনস, কলম্বো স্ট্রাইকার্স, জাফনা কিংস—৫ দল নিয়ে হচ্ছে ২০২৪ এলপিএল। প্রতিটি দলই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে গল। কোনো জয় না পাওয়া ডাম্বুলা রয়েছে পয়েন্ট তালিকার তলানিতে। দুই, তিন ও চারে থাকা কলম্বো, জাফনা ও ক্যান্ডি প্রত্যেকেরই ২ পয়েন্ট। ডাম্বুলার রাঙ্গিরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হচ্ছে গল ও জাফনা।
এবারের এলপিএলে তাসকিন, মোস্তাফিজসহ চার বাংলাদেশি খেলছেন। মোস্তাফিজ ও তাওহীদ হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সে। শরীফুলকে কিনেছে ক্যান্ডি ফ্যালকনস। এলপিএলে আগামীকাল বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হবে ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স। একই দিন রাত ৮টায় ডাম্বুলার প্রতিপক্ষ জাফনা কিংস।
২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেটশিকারি ১০ বোলার
উইকেট ইকোনমি দল ম্যাচ
শাদাব খান ৮ ৫.৩৮ কলম্বো স্ট্রাইকার্স ২
দুনিথ ভেল্লালাগে ৪ ৬.০০ কলম্বো স্ট্রাইকার্স ২
দাসুন শানাকা ৪ ৬.৪২ ক্যান্ডি ফ্যালকনস ২
বিনুরা ফার্নান্দো ৪ ৬.৮৫ কলম্বো স্ট্রাইকার্স ২
জহুর খান ৪ ৯.৪২ গল মার্ভেলস ২
ইসুরু উদানা ৪ ১১.৭৫ গল মার্ভেলস ২
ধনাঞ্জয়া ডি সিলভা ৩ ৫.১২ জাফনা কিংস ২
নুয়ান তুষারা ৩ ৯.৮৫ ডাম্বুলা সিক্সার্স ২
মোস্তাফিজুর রহমান ৩ ১০.৫৭ ডাম্বুলা সিক্সার্স ২
মাহিশ তিকশানা ২ ৫.৫০ গল মার্ভেলস ২
*২০২৪ সালের ৩ জুলাই গল মার্ভেলস-কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ পর্যন্ত
আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এখন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন মোস্তাফিজুর রহমান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এ বছর দারুণ খেলছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এলপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার লক্ষ্যে পাল্লা দিচ্ছেন।
২০২৪ এলপিএলে মোস্তাফিজ খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। দুই ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৩ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আছেন ৯ নম্বরে। সমান ৩ উইকেট নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা ও নুয়ান তুষারা। তবে খরুচে বোলিংয়ের কারণে পিছিয়ে মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসারের ইকোনমি ১০.৫৭। যেখানে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ ওভারে ৪৪ রানে নিয়েছিলেন ১ উইকেট।
৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি কলম্বো স্ট্রাইকার্সের শাদাব খান। পাকিস্তানি লেগ স্পিনারের ইকোনমি ৫.৩৮। যার মধ্যে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। এলপিএলে তিনি তাসকিন আহমেদের সতীর্থ। ৪টি করে উইকেট নিয়েছেন দুনিথ ভেল্লালাগে, দাসুন শানাকা, বিনুরা ফার্নান্দো, জহুর খান ও ইসুরু উদানা। যার মধ্যে ভেল্লালাগে ও বিনুরা খেলছেন কলম্বোতে।
গল মার্ভেলস, ডাম্বুলা সিক্সার্স, ক্যান্ডি ফ্যালকনস, কলম্বো স্ট্রাইকার্স, জাফনা কিংস—৫ দল নিয়ে হচ্ছে ২০২৪ এলপিএল। প্রতিটি দলই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে গল। কোনো জয় না পাওয়া ডাম্বুলা রয়েছে পয়েন্ট তালিকার তলানিতে। দুই, তিন ও চারে থাকা কলম্বো, জাফনা ও ক্যান্ডি প্রত্যেকেরই ২ পয়েন্ট। ডাম্বুলার রাঙ্গিরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হচ্ছে গল ও জাফনা।
এবারের এলপিএলে তাসকিন, মোস্তাফিজসহ চার বাংলাদেশি খেলছেন। মোস্তাফিজ ও তাওহীদ হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সে। শরীফুলকে কিনেছে ক্যান্ডি ফ্যালকনস। এলপিএলে আগামীকাল বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হবে ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স। একই দিন রাত ৮টায় ডাম্বুলার প্রতিপক্ষ জাফনা কিংস।
২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেটশিকারি ১০ বোলার
উইকেট ইকোনমি দল ম্যাচ
শাদাব খান ৮ ৫.৩৮ কলম্বো স্ট্রাইকার্স ২
দুনিথ ভেল্লালাগে ৪ ৬.০০ কলম্বো স্ট্রাইকার্স ২
দাসুন শানাকা ৪ ৬.৪২ ক্যান্ডি ফ্যালকনস ২
বিনুরা ফার্নান্দো ৪ ৬.৮৫ কলম্বো স্ট্রাইকার্স ২
জহুর খান ৪ ৯.৪২ গল মার্ভেলস ২
ইসুরু উদানা ৪ ১১.৭৫ গল মার্ভেলস ২
ধনাঞ্জয়া ডি সিলভা ৩ ৫.১২ জাফনা কিংস ২
নুয়ান তুষারা ৩ ৯.৮৫ ডাম্বুলা সিক্সার্স ২
মোস্তাফিজুর রহমান ৩ ১০.৫৭ ডাম্বুলা সিক্সার্স ২
মাহিশ তিকশানা ২ ৫.৫০ গল মার্ভেলস ২
*২০২৪ সালের ৩ জুলাই গল মার্ভেলস-কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ পর্যন্ত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
২ ঘণ্টা আগেবাবা কিংবদন্তি ক্রিকেটার। ছেলে নিজেও ক্রিকেট খেলেন। কিন্তু বাবা এতই বড় ক্রিকেটার ছিলেন যে—তাঁর ছায়া থেকে বেরিয়ে আসা হয়নি অর্জুন টেন্ডুলকারের। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলার কথা, বলা হচ্ছে শচীন টেন্ডুলকার তনয় অর্জুনের কথা।
২ ঘণ্টা আগে