আইপিএলের ক্যারিয়ার-সেরা বোলিং এবারের টুর্নামেন্টেই করেছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমে ২৯ রানে ৪ উইকেট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ধসিয়ে দিয়েছিলেন বাংলাদেশি পেসার।
জাতীয় দলের হয়ে খেলতে নেমে এবার আরও বড় কীর্তি গড়েছেন মোস্তাফিজ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ধবলধোলাই এড়ানোর ম্যাচে ১০ রানে ৬ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন বাঁহাতি পেসার। তাঁর এই কীর্তিতে দারুণ খুশি হয়েছে আইপিএলের দল চেন্নাই।
চেন্নাইয়ের হয়ে এবারের আইপিএলে ১৪ উইকেট নিয়ে দারুণ বোলিং করেছেন মোস্তাফিজ। দলে অবদান রাখায় বাংলাদেশি পেসারকে নিয়ে টুর্নামেন্টে নিয়মিতভাবেই পোস্ট দিয়েছিল চেন্নাই। শুধু আইপিএলে খেলার সময় নয়, মোস্তাফিজ যখন দেশের হয়ে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছিলেন, তখনো তাঁকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।
এবার ৬ উইকেট নেওয়ার কীর্তিতেও মোস্তাফিজের ছবি দিয়ে নিজেদের সামাজিক মাধ্যমের পেজে পোস্ট দিয়েছে চেন্নাই। ক্যাপশনে লিখেছেন, ‘৬ উইকেট আনন্দ বয়ে এনেছে।’
সংক্ষিপ্ত সংস্করণে শুধু নিজের ক্যারিয়ার-সেরা বোলিং করেননি মোস্তাফিজ, বাংলাদেশের হয়ে রেকর্ড গড়েছেন তিনি। টি-টোয়েন্টিতে আগে কখনো ইনিংসে ৬ উইকেট নিতে পারেননি বাংলাদেশের কোনো বোলার। আগের সর্বোচ্চ ছিল ইলিয়াস সানির। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলতে নেমে ১৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার। ১০ রানে ৬ উইকেট নিয়ে এবার বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ডটা নিজের করে নিলেন মোস্তাফিজ।
বাংলাদেশের হয়ে সেরা হলেও বৈশ্বিকভাবে মোস্তাফিজের বোলিং ইনিংসটি যৌথভাবে ষষ্ঠ। তাঁর মতো ১০ রানে ৬ উইকেট নিয়েছেন নামিবিয়ার বাঁহাতি স্পিনার জোনাথান স্মিথও। আর ৮ রানে ৭ উইকেট নিয়ে শীর্ষে আছেন মালয়েশিয়ার মিডিয়াম পেসার সিয়াজরুল ইদ্রুস।
রেকর্ড গড়ার রাতে ১০ উইকেট নিয়ে ম্যাচ এবং সিরিজ-সেরার পুরস্কার জিতেছেন মোস্তাফিজ। চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত বোলিং করায় অনেকে জানিয়েছিলেন ২৮ বছর বয়সী পেসারের সেরাটা বাংলাদেশের হয়ে আর এখন দেখা যায় না। তবে এবার তাঁদের ভুল প্রমাণ করলেন তিনি। শুধু ফ্র্যাঞ্চাইজির হয়েই নয়, জাতীয় দলের হয়েও যে তিনি দুর্দান্ত, তার প্রমাণ যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচটির পারফরম্যান্স।
যেকোনো দলের হয়েই সর্বোচ্চটুকু নিংড়ে দেওয়ার কথা বহুবার বলেছেন মোস্তাফিজ। আর তা যদি হয় জাতীয় দল, তাহলে তো কোনো কথাই নেই। তিনি সব সময় বলে এসেছেন, জাতীয় দল সবার আগে। এমন ছন্দ বিশ্বকাপে ধরে রাখা তাঁর জন্য এখন চ্যালেঞ্জ। দ্বিপক্ষীয় সিরিজের চেয়ে আইসিসির ইভেন্টের উইকেট সাধারণত রান-প্রসবা এবং ফ্ল্যাট হয়। যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে কেমন করবেন, সেটাই এখন দেখার অপেক্ষায় বাংলাদেশের সমর্থকেরা।
আইপিএলের ক্যারিয়ার-সেরা বোলিং এবারের টুর্নামেন্টেই করেছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমে ২৯ রানে ৪ উইকেট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ধসিয়ে দিয়েছিলেন বাংলাদেশি পেসার।
জাতীয় দলের হয়ে খেলতে নেমে এবার আরও বড় কীর্তি গড়েছেন মোস্তাফিজ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ধবলধোলাই এড়ানোর ম্যাচে ১০ রানে ৬ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন বাঁহাতি পেসার। তাঁর এই কীর্তিতে দারুণ খুশি হয়েছে আইপিএলের দল চেন্নাই।
চেন্নাইয়ের হয়ে এবারের আইপিএলে ১৪ উইকেট নিয়ে দারুণ বোলিং করেছেন মোস্তাফিজ। দলে অবদান রাখায় বাংলাদেশি পেসারকে নিয়ে টুর্নামেন্টে নিয়মিতভাবেই পোস্ট দিয়েছিল চেন্নাই। শুধু আইপিএলে খেলার সময় নয়, মোস্তাফিজ যখন দেশের হয়ে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছিলেন, তখনো তাঁকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।
এবার ৬ উইকেট নেওয়ার কীর্তিতেও মোস্তাফিজের ছবি দিয়ে নিজেদের সামাজিক মাধ্যমের পেজে পোস্ট দিয়েছে চেন্নাই। ক্যাপশনে লিখেছেন, ‘৬ উইকেট আনন্দ বয়ে এনেছে।’
সংক্ষিপ্ত সংস্করণে শুধু নিজের ক্যারিয়ার-সেরা বোলিং করেননি মোস্তাফিজ, বাংলাদেশের হয়ে রেকর্ড গড়েছেন তিনি। টি-টোয়েন্টিতে আগে কখনো ইনিংসে ৬ উইকেট নিতে পারেননি বাংলাদেশের কোনো বোলার। আগের সর্বোচ্চ ছিল ইলিয়াস সানির। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলতে নেমে ১৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার। ১০ রানে ৬ উইকেট নিয়ে এবার বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ডটা নিজের করে নিলেন মোস্তাফিজ।
বাংলাদেশের হয়ে সেরা হলেও বৈশ্বিকভাবে মোস্তাফিজের বোলিং ইনিংসটি যৌথভাবে ষষ্ঠ। তাঁর মতো ১০ রানে ৬ উইকেট নিয়েছেন নামিবিয়ার বাঁহাতি স্পিনার জোনাথান স্মিথও। আর ৮ রানে ৭ উইকেট নিয়ে শীর্ষে আছেন মালয়েশিয়ার মিডিয়াম পেসার সিয়াজরুল ইদ্রুস।
রেকর্ড গড়ার রাতে ১০ উইকেট নিয়ে ম্যাচ এবং সিরিজ-সেরার পুরস্কার জিতেছেন মোস্তাফিজ। চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত বোলিং করায় অনেকে জানিয়েছিলেন ২৮ বছর বয়সী পেসারের সেরাটা বাংলাদেশের হয়ে আর এখন দেখা যায় না। তবে এবার তাঁদের ভুল প্রমাণ করলেন তিনি। শুধু ফ্র্যাঞ্চাইজির হয়েই নয়, জাতীয় দলের হয়েও যে তিনি দুর্দান্ত, তার প্রমাণ যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচটির পারফরম্যান্স।
যেকোনো দলের হয়েই সর্বোচ্চটুকু নিংড়ে দেওয়ার কথা বহুবার বলেছেন মোস্তাফিজ। আর তা যদি হয় জাতীয় দল, তাহলে তো কোনো কথাই নেই। তিনি সব সময় বলে এসেছেন, জাতীয় দল সবার আগে। এমন ছন্দ বিশ্বকাপে ধরে রাখা তাঁর জন্য এখন চ্যালেঞ্জ। দ্বিপক্ষীয় সিরিজের চেয়ে আইসিসির ইভেন্টের উইকেট সাধারণত রান-প্রসবা এবং ফ্ল্যাট হয়। যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে কেমন করবেন, সেটাই এখন দেখার অপেক্ষায় বাংলাদেশের সমর্থকেরা।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ মিনিট আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদন প্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহীরা আজ শুরু করে দিতে পারেন আবেদন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৪ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৫ ঘণ্টা আগে