Ajker Patrika

আলিস ‘পাস’, বাদ দিচ্ছেন একটা ডেলিভারি

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৭: ৫৪
বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন আলিস আল ইসলাম। ছবি: আজকের পত্রিকা
বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন আলিস আল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

বিপিএল চট্টগ্রাম পর্বে চিটাগং কিংসের রহস্যময় স্পিনার আলিস ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অন-ফিল্ড আম্পায়াররা। এই বিষয়টি স্পষ্ট করতে আজ সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে আলিসের বোলিং অ্যাকশনের পরীক্ষা নেওয়া হয়েছে।

সকালেই মিরপুরের একাডেমি মাঠে হাজির হন আলিস। পরীক্ষার আগে নেট সেশনে কিছু সময় বোলিং অনুশীলন করেন। এ সময় তিনি বলেন, ‘আমার অফ স্পিনের ক্রস সিম ডেলিভারিটা নিয়ে প্রশ্ন উঠেছে। নাসির উদ্দিন নাসু ভাইয়ের (বোলিং অ্যাকশন রিভিউ কমিটির ম্যানেজার) সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এ নিয়ে আমি নিজেও কিছুদিন কাজ করেছি। চেষ্টা করছি ওই ডেলিভারিটি না করার। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার গড়তে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে পারফর্ম করেই জাতীয় দলে জায়গা নিতে হবে।’

যিনি পরীক্ষার ফল দেবেন, সেই নাসু নিজেই বিপিএলে আলিসের দল চিটাগং কিংসের টিম ডিরেক্টর। বিসিবির টেকনিক্যাল কমিটির সূত্র অনুযায়ী, আলিস যেহেতু প্রশ্নবিদ্ধ ডেলিভারিটা বাদ দিতে চাইছেন, আপাতত তিনি ‘পাস’, বিপিএলের বাকি ম্যাচগুলো খেলতে তাঁর আর বাধা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত