Ajker Patrika

ভারতীয় বোর্ডের এমন নিয়মের কারণে হতাশ কোহলি

ক্রীড়া ডেস্ক    
বিদেশ সফরে পরিবার-পরিজন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিধিনিষেধের কারণে হতাশ কোহলি। ছবি: সংগৃহীত
বিদেশ সফরে পরিবার-পরিজন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিধিনিষেধের কারণে হতাশ কোহলি। ছবি: সংগৃহীত

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভরাডুবির পর হার্ডলাইনে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার মধ্যে পরিবার-পরিজন নিয়ে বিদেশ সফরের ব্যাপারে কঠোর বিধিনিষেধের ব্যাপার রয়েছে। একই নিয়মকানুন আরোপ করা হয় আইপিএলের জন্যও। এমন নিয়মের কারণে হতাশা প্রকাশ করেছেন বিরাট কোহলি।

কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে ২২ মার্চ শুরু হচ্ছে ১৮তম আইপিএল। এরই মধ্যে টুর্নামেন্টের দামামা বেজে গিয়েছে। দলগুলো শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিচ্ছে। অনেক ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজিগুলোর সামাজিক মাধ্যমে পোস্ট করার ভিডিওতে কথা বলছেন। আইপিএল সামনে রেখে র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিট নামের এক অনুষ্ঠানে কোহলি বলেন, ‘বাইরে কী ঘটে, সেটা পরিবারের কাছে বলার যে অন্য রকম ব্যাপার, মানুষের কাছে ব্যাখ্যা করা আসলেই কঠিন। আমি মনে করি না মানুষ এর অর্থ বুঝবে। আমি প্রায়ই এটা নিয়ে হতাশ থাকি। কারণ, আলাপ-আলোচনার মধ্যে কী ঘটে, সেটার ওপর তো মানুষের নিয়ন্ত্রণ থাকে না। অনেকে হয়তো বলতে পারেন, ওহ এটা তো সরিয়ে রাখা যেত।’

খেলোয়াড়দের জীবনে উত্থান-পতন খুবই স্বাভাবিক ঘটনা। কোনো সফরে বাজে পারফরম্যান্স হলে পরিবারের সঙ্গে ক্রিকেটাররা সেই দুঃখ শেয়ার করতে পারেন। কিন্তু পরিবারের সদস্য নিয়ে বিদেশ সফরের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়, সেই মুহূর্ত অনেক কঠিন বলে মনে করেন কোহলি।ভারতীয় এই তারকা ব্যাটার বলেন,‘আমি স্বাভাবিক থাকারই চেষ্টা করি। আপনার খেলাকে তখন দায়িত্ব হিসেবেই দেখতে হবে। সেই কর্তব্য সমাপ্ত করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।’

২০২৪-এর নভেম্বর থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত হয়েছিল বোর্ডার-গাভাস্কার ট্রফি। এই সিরিজে ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে ২০২৩-২৫ চক্রের ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। একই সঙ্গে অজিরা ফুরোয় ১০ বছরের অপেক্ষা। এই সিরিজে দলের মতো কোহলির ব্যাটে দেখা গেছে রানখরা। ৫ ম্যাচের ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে করেছেন ১৯০ রান। পার্থে সিরিজের প্রথম টেস্টে ১০০ রানের অপরাজিত ইনিংস ছাড়া বলার আর কিছুই ছিল না তখন। যে আটবার আউট হয়েছেন, প্রত্যেকবারই অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়েছেন।

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভরাডুবির কারণে এ বছরের জানুয়ারিতে দশটি নিয়ম চালু করে বিসিসিআই। যার একটি হলো, বিদেশে কোনো দ্বিপাক্ষিক সিরিজে গেলে ভারতীয় ক্রিকেটাররা সফরের পুরোটা সময় তাঁদের পরিবারকে পাবেন না। ৪৫ দিনের বেশি বিদেশ ভ্রমণে সর্বোচ্চ দুই সপ্তাহ ক্রিকেটারের প্রেমিকা, জীবনসঙ্গিনী ও সন্তানেরা (১৮ বছরের নিচে) থাকতে পারবেন। আর কোহলি কোনো সফরে গেলে আনুশকাকে তো গ্যালারিতে দেখাই যায়। দুবাইয়ে ৯ মার্চ ফাইনালের সময় ভারত যখন ফিল্ডিং করছিল, তখন কোহলির উদ্দেশ্যে গ্যালারি থেকে আনুশকাকে হাত নাড়তে দেখা গেছে। সেই ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত