Ajker Patrika

কোহলির শততম টেস্টে মুশফিকের অভিবাদন

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১২: ৪২
কোহলির শততম টেস্টে মুশফিকের অভিবাদন

ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন বিরাট কোহলি। ১০০তম টেস্ট খেলতে নামার এই বিশেষ মুহূর্তে কোহলিকে অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম। ৭৮টি টেস্ট খেলা মুশফিক ভালোই জানেন কাজটা সহজ নয়।

নিজের শততম টেস্টে নিশ্চিতভাবে রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে কোহলিকেও। ক্যারিয়ারের বিশেষ এই দিনে তাঁকে অভিনন্দন জানিয়ে মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘শততম টেস্ট ম্যাচ খেলতে নামায় বিরাট কোহলিকে অভিনন্দন। নিশ্চয়ই বিশেষ অনুভূতি কাজ করছে, কারণ ১০০ টেস্ট খেলা সহজ কোনো কাজ নয়। আমাদের সময়ের অন্যতম সেরা ক্রিকেটারের প্রতি শুভকামনা।’

মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। কোহলি অবশ্য এখনো উইকেটে আসেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১ উইকেটে ৭৬। ২৯ রান করে রোহিত শর্মা ফিরেছেন ক্যাচ দিয়ে। এখন উইকেটে আছেন হনুমা বিহারি আর মায়াঙ্ক আগারওয়াল।

এদিকে এই ম্যাচ আবার শ্রীলঙ্কার ইতিহাসের ৩০০তম টেস্ট। বিশ্বের অষ্টম দেশ হিসেবে ৩০০ টেস্ট খেলার কীর্তি গড়ল তারা। আগের ২৯৯ ম্যাচে শ্রীলঙ্কার জয় ৯৫টি, ড্র ৯১টি আর হেরেছে ১১৩ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত