নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিএনপিপন্থী সাবেক পরিচালকদের (২০০১-২০০৫) একটি অংশ বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দেখা করেছেন কাল। এতে নেতৃত্বে দেন বিসিবির সাবেক সহসভাপতি শাহ নুরুল কবির শাহীন।
সভা শেষে সংবাদমাধ্যমকে নুরুল কবির শাহীন বলেন, ‘আমাদের দায়িত্ব শেষ হওয়ার আগেই আমাদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়। এরপর যাঁরাই দায়িত্বে ছিলেন, ব্যাপক দুর্নীতি করছেন। দীর্ঘ দেড় যুগের বেশি সময় পর ক্রিকেট বোর্ডে এসেছি। বোর্ড বদলে গেছে। কিন্তু এর মধ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমাদের ক্রিকেট যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল, তা হয়নি। তারা দেশের ক্লাব ক্রিকেটকে শেষ করেছে।’
ফারুকের কাছে তাঁদের চাওয়া কী, সেটির ব্যাখ্যায় শাহীন বলেছেন, ‘আমরা বর্তমান সভাপতির কাছে বলে এসেছি বোর্ডের দুর্নীতির একটা পত্র প্রকাশের জন্য। কীভাবে এত দুর্নীতি হলো, তার সুষ্ঠু তদন্ত চাই।’
বিসিবির পরের পরিচালনা পরিষদের সভা হতে পারে আগামী এক সপ্তাহের মধ্যে। এরই মধ্যে চারজন বোর্ড পরিচালক পদত্যাগ করেছেন। এরই মধ্যে ক্যাটাগরি-১ থেকে বরিশাল, সিলেট ও ঢাকার পরিচালক পদ শূন্য হয়ে পড়েছে। যাঁরা পদত্যাগ করেননি, তাঁরা পরের সভায় অনুপস্থিত থাকলে তাঁদের পরিচালক পদ বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী শূন্য হয়ে যাবে। নির্বাচনের মাধ্যমে বিসিবি সেই শূন্য পদ পূরণ করবে। আর এসব শূন্য পদে আসতেই বিএনপিপন্থী সাবেক পরিচালকেরা তোড়জোড় শুরু করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিএনপিপন্থী সাবেক পরিচালকদের (২০০১-২০০৫) একটি অংশ বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দেখা করেছেন কাল। এতে নেতৃত্বে দেন বিসিবির সাবেক সহসভাপতি শাহ নুরুল কবির শাহীন।
সভা শেষে সংবাদমাধ্যমকে নুরুল কবির শাহীন বলেন, ‘আমাদের দায়িত্ব শেষ হওয়ার আগেই আমাদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়। এরপর যাঁরাই দায়িত্বে ছিলেন, ব্যাপক দুর্নীতি করছেন। দীর্ঘ দেড় যুগের বেশি সময় পর ক্রিকেট বোর্ডে এসেছি। বোর্ড বদলে গেছে। কিন্তু এর মধ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমাদের ক্রিকেট যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল, তা হয়নি। তারা দেশের ক্লাব ক্রিকেটকে শেষ করেছে।’
ফারুকের কাছে তাঁদের চাওয়া কী, সেটির ব্যাখ্যায় শাহীন বলেছেন, ‘আমরা বর্তমান সভাপতির কাছে বলে এসেছি বোর্ডের দুর্নীতির একটা পত্র প্রকাশের জন্য। কীভাবে এত দুর্নীতি হলো, তার সুষ্ঠু তদন্ত চাই।’
বিসিবির পরের পরিচালনা পরিষদের সভা হতে পারে আগামী এক সপ্তাহের মধ্যে। এরই মধ্যে চারজন বোর্ড পরিচালক পদত্যাগ করেছেন। এরই মধ্যে ক্যাটাগরি-১ থেকে বরিশাল, সিলেট ও ঢাকার পরিচালক পদ শূন্য হয়ে পড়েছে। যাঁরা পদত্যাগ করেননি, তাঁরা পরের সভায় অনুপস্থিত থাকলে তাঁদের পরিচালক পদ বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী শূন্য হয়ে যাবে। নির্বাচনের মাধ্যমে বিসিবি সেই শূন্য পদ পূরণ করবে। আর এসব শূন্য পদে আসতেই বিএনপিপন্থী সাবেক পরিচালকেরা তোড়জোড় শুরু করেছেন।
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
১১ ঘণ্টা আগেনেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
১৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
১৬ ঘণ্টা আগে