নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের পর ওয়ানডে খেলার আগে ভালোই একটা বিরতি পেয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের আগে বিরতি মাত্র এক দিনের। ওয়ানডে সিরিজ হারের যন্ত্রণা উপশমের খুব একটা সময় নেই। টি-টোয়েন্টি সিরিজে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, সেটি নিয়েই ভাবতে হচ্ছে বাংলাদেশ দলকে। শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ। হার ওয়ানডে সিরিজেও। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কি বদলাবে ফল?
ক্রিকেটারদের পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকলেও দলীয় ‘ব্যর্থতার ধারাবাহিকতা’ ঠিকই আছে। আগের দুটি সিরিজে দল হেরেছে বলে টি-টোয়েন্টি সিরিজেও হারবে বাংলাদেশ, এটা মনে করেন না লিটন দাস। এই সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়ক বললেন, ‘টেস্ট এবং ওয়ানডে ভিন্ন ভিন্ন সংস্করণ। টি-টোয়েন্টিও আলাদা একটা সংস্করণ। সবাই জানি, কীভাবে এই সংস্করণে খেলতে হয়। সেভাবেই চেষ্টা করব আমরা।’
লিটন যতই আশাবাদী হোন না কেন, ভিন্ন সংস্করণের হলেও টানা দুটি সিরিজ হারে দলের আত্মবিশ্বাস নেমে এসেছে তলানিতে। তাঁর নিজেরই তো ওয়ানডে সিরিজে বেঞ্চ গরম আর পানি টেনে সময় কেটেছে। দলের একজন সিনিয়র ক্রিকেটার লিটন ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেও একাদশে জায়গা পাচ্ছেন না নিয়মিত। তাঁর কাঁধেই টি-টোয়েন্টিতে ভালো ফল এনে দেওয়ার দায়িত্ব। টেস্ট আর ওয়ানডেতে লঙ্কান স্পিনারদের স্বাচ্ছন্দ্যে খেলতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের পরীক্ষিত ব্যাটাররা। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে অতীত লড়াইয়ের পরিসংখ্যানও বাংলাদেশের বিপক্ষে। এ পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি খেলেছে দুই দল। বাংলাদেশের ৬ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ১১ টিতে। টি-টোয়েন্টির দলগত র্যাঙ্কিংয়েও শ্রীলঙ্কার পেছনে বাংলাদেশ। বাংলাদেশের র্যাঙ্কিং ১০, শ্রীলঙ্কার ৭।
সব মিলিয়ে তাই কাগজে-কলমে ২০ ওভারের ক্রিকেটে এগিয়ে শ্রীলঙ্কাই। তবে সিরিজ শুরুর আগে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সমীহই করছেন লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা। সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বললেন, ‘প্রতিযোগিতামূলক সিরিজ হবে বলেই আশা করছি। বাংলাদেশ দলে অনেক মেধাবী ক্রিকেটার আছে। তারা টি–টোয়েন্টিতে ভালো দল। আমাদের মতোই তরুণও। আমাদের জন্য সিরিজটা তাই সহজ হবে না।’
ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন যিনি, সেই ওয়ানিন্দু হাসারাঙ্গা নেই এই সিরিজে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। সিরিজে তাঁর অনুপস্থিতিটাই একটু হলেও বাংলাদেশ ব্যাটারদের জন্য স্বস্তির! তবে তাঁকে সিরিজে শ্রীলঙ্কা মিস করবে শ্রীলঙ্কা। দলটির অধিনায়ক আসালাঙ্কা বলেন, ‘হাসারাঙ্গার ছিটকে যাওয়াটা আমাদের জন্য খুবই হতাশার। সে সাদা বলে দারুণ একজন ক্রিকেটার। ওকে মিস করব আমরা।’
টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে তিন ভেন্যুতে। প্রথম ম্যাচ পাল্লেকেলেতে। পরের ম্যাচ ১৩ জুলাই ডাম্বুলা ও ১৬ জুলাই শেষ ম্যাচ কলম্বোয়। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। তিনটি ম্যাচই দেখাবে টি স্পোর্টস।
প্রথম ম্যাচের ভেন্যু পাল্লেকেলেতেই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ। উইকেট সম্পর্কে একটা ধারণা আছে দলের। এখানকার উইকেট চিরাচরিতভাবে ব্যাটিং-সহায়ক। টি-টোয়েন্টি সংস্করণে প্রথম ইনিংসে এখানকার গড় স্কোর ১৭৩। উইকেট ব্যাটিং-সহায়ক হলেও নতুন বলে এখানে সুইং পেতে পারেন পেসাররা।
বাংলাদেশ ৬ বছর পর টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে নামছে শ্রীলঙ্কায়। সর্বশেষ ২০১৮ সালের মার্চে যে নিদাহাস ট্রফিতে খেলেছিল, সেই টুর্নামেন্টে বাংলাদেশের ২টি জয় এসেছিল লঙ্কানদের বিপক্ষেই। নিদাহাস ট্রফি অতীত হলেও পরিসংখ্যান থেকে বাংলাদেশ নিশ্চয়ই অনুপ্রাণিত হতে পারে।
শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের পর ওয়ানডে খেলার আগে ভালোই একটা বিরতি পেয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের আগে বিরতি মাত্র এক দিনের। ওয়ানডে সিরিজ হারের যন্ত্রণা উপশমের খুব একটা সময় নেই। টি-টোয়েন্টি সিরিজে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, সেটি নিয়েই ভাবতে হচ্ছে বাংলাদেশ দলকে। শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ। হার ওয়ানডে সিরিজেও। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কি বদলাবে ফল?
ক্রিকেটারদের পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকলেও দলীয় ‘ব্যর্থতার ধারাবাহিকতা’ ঠিকই আছে। আগের দুটি সিরিজে দল হেরেছে বলে টি-টোয়েন্টি সিরিজেও হারবে বাংলাদেশ, এটা মনে করেন না লিটন দাস। এই সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়ক বললেন, ‘টেস্ট এবং ওয়ানডে ভিন্ন ভিন্ন সংস্করণ। টি-টোয়েন্টিও আলাদা একটা সংস্করণ। সবাই জানি, কীভাবে এই সংস্করণে খেলতে হয়। সেভাবেই চেষ্টা করব আমরা।’
লিটন যতই আশাবাদী হোন না কেন, ভিন্ন সংস্করণের হলেও টানা দুটি সিরিজ হারে দলের আত্মবিশ্বাস নেমে এসেছে তলানিতে। তাঁর নিজেরই তো ওয়ানডে সিরিজে বেঞ্চ গরম আর পানি টেনে সময় কেটেছে। দলের একজন সিনিয়র ক্রিকেটার লিটন ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেও একাদশে জায়গা পাচ্ছেন না নিয়মিত। তাঁর কাঁধেই টি-টোয়েন্টিতে ভালো ফল এনে দেওয়ার দায়িত্ব। টেস্ট আর ওয়ানডেতে লঙ্কান স্পিনারদের স্বাচ্ছন্দ্যে খেলতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের পরীক্ষিত ব্যাটাররা। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে অতীত লড়াইয়ের পরিসংখ্যানও বাংলাদেশের বিপক্ষে। এ পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি খেলেছে দুই দল। বাংলাদেশের ৬ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ১১ টিতে। টি-টোয়েন্টির দলগত র্যাঙ্কিংয়েও শ্রীলঙ্কার পেছনে বাংলাদেশ। বাংলাদেশের র্যাঙ্কিং ১০, শ্রীলঙ্কার ৭।
সব মিলিয়ে তাই কাগজে-কলমে ২০ ওভারের ক্রিকেটে এগিয়ে শ্রীলঙ্কাই। তবে সিরিজ শুরুর আগে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সমীহই করছেন লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা। সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বললেন, ‘প্রতিযোগিতামূলক সিরিজ হবে বলেই আশা করছি। বাংলাদেশ দলে অনেক মেধাবী ক্রিকেটার আছে। তারা টি–টোয়েন্টিতে ভালো দল। আমাদের মতোই তরুণও। আমাদের জন্য সিরিজটা তাই সহজ হবে না।’
ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন যিনি, সেই ওয়ানিন্দু হাসারাঙ্গা নেই এই সিরিজে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। সিরিজে তাঁর অনুপস্থিতিটাই একটু হলেও বাংলাদেশ ব্যাটারদের জন্য স্বস্তির! তবে তাঁকে সিরিজে শ্রীলঙ্কা মিস করবে শ্রীলঙ্কা। দলটির অধিনায়ক আসালাঙ্কা বলেন, ‘হাসারাঙ্গার ছিটকে যাওয়াটা আমাদের জন্য খুবই হতাশার। সে সাদা বলে দারুণ একজন ক্রিকেটার। ওকে মিস করব আমরা।’
টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে তিন ভেন্যুতে। প্রথম ম্যাচ পাল্লেকেলেতে। পরের ম্যাচ ১৩ জুলাই ডাম্বুলা ও ১৬ জুলাই শেষ ম্যাচ কলম্বোয়। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। তিনটি ম্যাচই দেখাবে টি স্পোর্টস।
প্রথম ম্যাচের ভেন্যু পাল্লেকেলেতেই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ। উইকেট সম্পর্কে একটা ধারণা আছে দলের। এখানকার উইকেট চিরাচরিতভাবে ব্যাটিং-সহায়ক। টি-টোয়েন্টি সংস্করণে প্রথম ইনিংসে এখানকার গড় স্কোর ১৭৩। উইকেট ব্যাটিং-সহায়ক হলেও নতুন বলে এখানে সুইং পেতে পারেন পেসাররা।
বাংলাদেশ ৬ বছর পর টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে নামছে শ্রীলঙ্কায়। সর্বশেষ ২০১৮ সালের মার্চে যে নিদাহাস ট্রফিতে খেলেছিল, সেই টুর্নামেন্টে বাংলাদেশের ২টি জয় এসেছিল লঙ্কানদের বিপক্ষেই। নিদাহাস ট্রফি অতীত হলেও পরিসংখ্যান থেকে বাংলাদেশ নিশ্চয়ই অনুপ্রাণিত হতে পারে।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৪ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে