ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেওয়া তো চাট্টিখানি কথা নয়। রাজকোটে গতকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে চোখে রীতিমতো সর্ষেফুল দেখে ইংল্যান্ড। ৫ উইকেট নিয়ে ম্যান অব ম্যাচও হয়েছেন তিনি। তবু ভারতের এই রহস্যময় স্পিনার বেশ হতাশ।
টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ইংল্যান্ডের একটা পর্যায়ে স্কোর ছিল ৮.৫ ওভারে ১ উইকেটে ৮৩ রান। নবম ওভারের শেষ বলে জস বাটলারকে ফিরিয়েই ইংলিশদের ব্যাটিং লাইনআপে ধসের সূচনা করেন বরুণ। সেখান থেকে মুহূর্তেই ৮ উইকেটে ১২৭ রানে পরিণত হয় সফরকারীরা। ৪ ওভারে ২৪ রানে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচ শেষ পর্যন্ত ইংল্যান্ড ২৬ রানে জিতলেও ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন বরুণ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলার সময় বরুণের কণ্ঠে ঝরেছে হতাশা। ভারতীয় এই রহস্যময় স্পিনার বলেন, ‘ম্যাচটা আমরা জিততে পারলাম না। সে কারণে মন খারাপ। তবে এই খেলার বৈশিষ্ট্যই এটা। এখান থেকে এগিয়ে যেতে হবে ও পরের ম্যাচের জন্য তৈরি হতে হবে। যখন আপনি দেশের জন্য খেলবেন, তখন দায় নিতে হবে।’
বোলিংয়ে অনেক রকম বৈচিত্র্য আছে বরুণের। সেই সঙ্গে গতি তো আছেই। ব্যাটাররা তাঁকে (বরুণ) সেভাবে স্বচ্ছন্দে খেলতে পারেন না। রাজকোটে গতকাল তাঁর ৫ উইকেটের চারটি নিয়েছেন জোড়ায় জোড়ায়। ৩৩ বছর বয়সী ভারতীয় এই স্পিনার বলেন, ‘সব কিছুর জন্য আমি তৈরি। ফ্লিপার নিয়ে কাজ করছি। ভালোমতো হচ্ছে সেটা। গত ম্যাচে আপনাকে বলেছিলাম, আমার বোলিং হয়তো ভালো হয়েছে। তবে আমি আরও ভালো করতে পারি।’
৫ উইকেট নিয়ে গতকাল এক রেকর্ডে নাম লিখিয়েছেন বরুণ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে দুই বার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। এই তালিকায় থাকা বাকি দুই ভারতীয় হলেন ভুবনেশ্বর কুমার ও কুলদীপ যাদব। বরুণের ক্ষেত্রে দুই বারই অবশ্য ভারত হেরেছে। এর আগে গত বছরের ১০ নভেম্বর পোর্ট এলিজাবেথে ভারত ৩ উইকেটে হেরেছিল দক্ষিণ আফ্রিকার কাছে।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে। পুনেতে পরশু চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি। সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি মুম্বাইয়ে হবে ২ ফেব্রুয়ারি। ইংল্যান্ড সবশেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ২০১৪ সালে। ১১ বছর আগে সেটা অবশ্য এক ম্যাচের সিরিজ ছিল। বার্মিংহামে সেবার ৩ রানে জিতেছিল ইংল্যান্ড।
টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেওয়া তো চাট্টিখানি কথা নয়। রাজকোটে গতকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে চোখে রীতিমতো সর্ষেফুল দেখে ইংল্যান্ড। ৫ উইকেট নিয়ে ম্যান অব ম্যাচও হয়েছেন তিনি। তবু ভারতের এই রহস্যময় স্পিনার বেশ হতাশ।
টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ইংল্যান্ডের একটা পর্যায়ে স্কোর ছিল ৮.৫ ওভারে ১ উইকেটে ৮৩ রান। নবম ওভারের শেষ বলে জস বাটলারকে ফিরিয়েই ইংলিশদের ব্যাটিং লাইনআপে ধসের সূচনা করেন বরুণ। সেখান থেকে মুহূর্তেই ৮ উইকেটে ১২৭ রানে পরিণত হয় সফরকারীরা। ৪ ওভারে ২৪ রানে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচ শেষ পর্যন্ত ইংল্যান্ড ২৬ রানে জিতলেও ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন বরুণ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলার সময় বরুণের কণ্ঠে ঝরেছে হতাশা। ভারতীয় এই রহস্যময় স্পিনার বলেন, ‘ম্যাচটা আমরা জিততে পারলাম না। সে কারণে মন খারাপ। তবে এই খেলার বৈশিষ্ট্যই এটা। এখান থেকে এগিয়ে যেতে হবে ও পরের ম্যাচের জন্য তৈরি হতে হবে। যখন আপনি দেশের জন্য খেলবেন, তখন দায় নিতে হবে।’
বোলিংয়ে অনেক রকম বৈচিত্র্য আছে বরুণের। সেই সঙ্গে গতি তো আছেই। ব্যাটাররা তাঁকে (বরুণ) সেভাবে স্বচ্ছন্দে খেলতে পারেন না। রাজকোটে গতকাল তাঁর ৫ উইকেটের চারটি নিয়েছেন জোড়ায় জোড়ায়। ৩৩ বছর বয়সী ভারতীয় এই স্পিনার বলেন, ‘সব কিছুর জন্য আমি তৈরি। ফ্লিপার নিয়ে কাজ করছি। ভালোমতো হচ্ছে সেটা। গত ম্যাচে আপনাকে বলেছিলাম, আমার বোলিং হয়তো ভালো হয়েছে। তবে আমি আরও ভালো করতে পারি।’
৫ উইকেট নিয়ে গতকাল এক রেকর্ডে নাম লিখিয়েছেন বরুণ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে দুই বার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। এই তালিকায় থাকা বাকি দুই ভারতীয় হলেন ভুবনেশ্বর কুমার ও কুলদীপ যাদব। বরুণের ক্ষেত্রে দুই বারই অবশ্য ভারত হেরেছে। এর আগে গত বছরের ১০ নভেম্বর পোর্ট এলিজাবেথে ভারত ৩ উইকেটে হেরেছিল দক্ষিণ আফ্রিকার কাছে।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে। পুনেতে পরশু চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি। সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি মুম্বাইয়ে হবে ২ ফেব্রুয়ারি। ইংল্যান্ড সবশেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ২০১৪ সালে। ১১ বছর আগে সেটা অবশ্য এক ম্যাচের সিরিজ ছিল। বার্মিংহামে সেবার ৩ রানে জিতেছিল ইংল্যান্ড।
নারীদের বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন। এবার তিনি আম্পায়ার হিসেবে কাজ করবেন আইসিসির মূল ইভেন্টেও।
১ ঘণ্টা আগেপাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বেড়েই চলেছে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। দুজনেই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তাঁরা (বাবর-রিজওয়ান)।
২ ঘণ্টা আগেশিরোপা ধরে রাখার মিশনে নতুন মৌসুমে শুরুটা দারুণ করেছে বার্সেলোনা। সন মইক্স স্টেডিয়ামে গত রাতে লা লিগায় মায়োর্কাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। তবে ম্যাচের ফল ছাপিয়ে এখানে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চলছে আলাপ-আলোচনা।
৩ ঘণ্টা আগেনেপালকে গতকাল ৩২ রানে হারিয়ে এবারের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ রয়েছে আজও।
৩ ঘণ্টা আগে