নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২২ কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের ফুটবল উন্মাদনা ভালো করে দেখার সৌভাগ্য হয়েছিল আর্জেন্টিনার। আর্জেন্টিনার ম্যাচের সময় বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাস বেশ ফলাও করে সামাজিকমাধ্যমে প্রচার করেন আর্জেন্টাইনরা। লিওনেল মেসিরা সেই বিশ্বকাপ জেতার পর তাদের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে বাংলাদেশকে উপস্থাপন করে দারুণভাবে।
বিশ্বকাপ জয়ের পর গত বছরের জুলাইয়ে বাংলাদেশে ঘুরে গেছেন গোল্ডেন গ্লাভস প্রাপ্ত আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বাংলাদেশ সফরে এসে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। মেসি-মার্তিনেজদের দেশের রাষ্ট্রদূত মার্সেলো সি সেসা এবার এসেছেন বাংলাদেশ সফরে। সচিবালয়ে আজ দুপুরে বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সি সেসা। পাপন ও সি সেসার মধ্যে হয় অনেক আলাপ-আলোচনা। সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের পাপন বলেন, ‘ফুটবলে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। অনেক ঐতিহ্য তাদের। আমরা তাদের কাছ থেকে কোচ নিতে পারি। আমাদের ছেলে-মেয়েরা সেখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারে। হকিতে আমাদের সম্ভাবনা রয়েছে। আবার তারাও হকিতে বিশ্ব মানের। হকি নিয়ে তাদেরও আগ্রহ আছে। আমরা তাদের কী দিতে পারি আবার তাদেরকে আমরা কী দিতে পারি—এসব ব্যাপারে বিস্তারিত তথ্য একে অন্যকে দেব।’
ফুটবল ও ক্রিকেট—দুই খেলায় বাংলাদেশ ও আর্জেন্টিনার তুলনা করলে ক্রিকেটে এগিয়ে থাকবে বাংলাদেশ। বাংলাদেশ টেস্ট মর্যাদা পেলেও আর্জেন্টিনা আইসিসির সহযোগী সদস্য। বাংলাদেশের কাছে আর্জেন্টিনা ক্রিকেটের পাশাপাশি হকি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান পাপন। যুব ও ক্রীড়ামন্ত্রী বলেন, ‘তারা আমাদের কাছে ক্রিকেটের সহযোগিতা চেয়েছে। আমি তাদের নিশ্চয়তা দিয়েছি কিউরেটর থেকে শুরু করে যা প্রয়োজন—আমরা দিতে প্রস্তুত। প্রয়োজনে আমাদের ক্রিকেটাররাও সেখানে গিয়ে খেলবে। ক্রিকেটের পাশাপাশি তারা কাবাডি নিয়েও আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের জাতীয় খেলায় তারা একবার অংশ নিয়েছিল। কাবাডিতেও সাহায্য করতে পারি।’

২০২২ কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের ফুটবল উন্মাদনা ভালো করে দেখার সৌভাগ্য হয়েছিল আর্জেন্টিনার। আর্জেন্টিনার ম্যাচের সময় বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাস বেশ ফলাও করে সামাজিকমাধ্যমে প্রচার করেন আর্জেন্টাইনরা। লিওনেল মেসিরা সেই বিশ্বকাপ জেতার পর তাদের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে বাংলাদেশকে উপস্থাপন করে দারুণভাবে।
বিশ্বকাপ জয়ের পর গত বছরের জুলাইয়ে বাংলাদেশে ঘুরে গেছেন গোল্ডেন গ্লাভস প্রাপ্ত আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বাংলাদেশ সফরে এসে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। মেসি-মার্তিনেজদের দেশের রাষ্ট্রদূত মার্সেলো সি সেসা এবার এসেছেন বাংলাদেশ সফরে। সচিবালয়ে আজ দুপুরে বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সি সেসা। পাপন ও সি সেসার মধ্যে হয় অনেক আলাপ-আলোচনা। সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের পাপন বলেন, ‘ফুটবলে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। অনেক ঐতিহ্য তাদের। আমরা তাদের কাছ থেকে কোচ নিতে পারি। আমাদের ছেলে-মেয়েরা সেখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারে। হকিতে আমাদের সম্ভাবনা রয়েছে। আবার তারাও হকিতে বিশ্ব মানের। হকি নিয়ে তাদেরও আগ্রহ আছে। আমরা তাদের কী দিতে পারি আবার তাদেরকে আমরা কী দিতে পারি—এসব ব্যাপারে বিস্তারিত তথ্য একে অন্যকে দেব।’
ফুটবল ও ক্রিকেট—দুই খেলায় বাংলাদেশ ও আর্জেন্টিনার তুলনা করলে ক্রিকেটে এগিয়ে থাকবে বাংলাদেশ। বাংলাদেশ টেস্ট মর্যাদা পেলেও আর্জেন্টিনা আইসিসির সহযোগী সদস্য। বাংলাদেশের কাছে আর্জেন্টিনা ক্রিকেটের পাশাপাশি হকি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান পাপন। যুব ও ক্রীড়ামন্ত্রী বলেন, ‘তারা আমাদের কাছে ক্রিকেটের সহযোগিতা চেয়েছে। আমি তাদের নিশ্চয়তা দিয়েছি কিউরেটর থেকে শুরু করে যা প্রয়োজন—আমরা দিতে প্রস্তুত। প্রয়োজনে আমাদের ক্রিকেটাররাও সেখানে গিয়ে খেলবে। ক্রিকেটের পাশাপাশি তারা কাবাডি নিয়েও আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের জাতীয় খেলায় তারা একবার অংশ নিয়েছিল। কাবাডিতেও সাহায্য করতে পারি।’

প্রীতি ম্যাচ খেলতে গত বছর হংকংয়ে এসেছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে সরাসরি খেলতে দেখার সুযোগ তো বারবার আসে না। ম্যাচটি নিয়ে তাই তুমুল আগ্রহ ছিল হংকংয়ের মানুষের। কিন্তু মাঠে না নেমে মেসি শুধু বেঞ্চ গরম করেন। ফলে জনশত্রুতে পরিণত হন তিনি। আজ সেখানেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট থেকে ফিক্সিং ও দুর্নীতি মুক্ত করতে কাজ শুরু করে দিয়েছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল। গতকাল রাজধানীর এক হোটেলে বাংলাদেশের ক্রিকেটার, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ও কর্মকর্তাদের সামনে নিজের কর্মপরিকল্পনা
১০ ঘণ্টা আগে
জয়ে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আজ ২২ রানে হারিয়েছে নর্দান টেরিটরি স্ট্রাইককে। বাংলাদেশের ১৭২ রানের জবাবে নর্দান টেরিটরি স্ট্রাইক ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১৫০ রানের বেশি তুলতে পারেনি।
১৩ ঘণ্টা আগে
২৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব খারাপ ছিল না। ট্রাভিস হেডকে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ ৭ ওভারেই তুলে ফেলেছিলেন ৬০ রান। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক অস্ট্রেলিয়ার ইনিংসে। ৬০ থেকে ৬৯—এই ২৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে ৬ উইকেট! যার ৫টিই নেন কেশব মহারাজ।
১৪ ঘণ্টা আগে