Ajker Patrika

টেস্টেও নিজেদের আন্ডারডগ ভাবছেন ডমিঙ্গো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেস্টেও নিজেদের আন্ডারডগ ভাবছেন ডমিঙ্গো

নিজেদের আন্ডারডগ বলে চাপ মুক্ত থাকার ইতিহাস খেলাধুলায় নতুন নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজেদের আন্ডারডগ তকমা দিয়েছিলেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। এ সিরিজের আগে কখনোই প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাঠে জিততে না পারা বাংলাদেশ এবার সিরিজই জিতে নিয়েছে। ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি পাশে রেখে এবার অপেক্ষা করছে টেস্টের চ্যালেঞ্জ। 

ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল পেলেও টেস্টে সেটা পাচ্ছেন না প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। কাগিসো রাবাদা-এইডেন মার্কারামের মতো দলের একঝাঁক গুরুত্বপূর্ণ ক্রিকেটার দেশের হয়ে না খেলে আইপিএল খেলছেন। তবু টেস্ট সিরিজে নিজেদের ফেবারিট ভাবছেন না বাংলাদেশ কোচ ডমিঙ্গো। আন্ডারডগ হিসেবেই সিরিজটা শুরু করতে চান সাবেক এই প্রোটিয়া কোচ। 

আজ ডারবানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ডমিঙ্গো। স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রেখে বাংলাদেশ কোচ বলছেন, ‘ওরা তাদের হোম কন্ডিশনে খেলবে। আমরা আন্ডারডগ হিসেবে নিজেদের শতভাগ দেব। ভালো খেললে ফলাফল পক্ষেই আসবে।’ 

ভালো খেললে ফলাফল যে পক্ষে আসে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা দেখিয়েছে বাংলাদেশ। সেশন ধরে ধরে খেলে সাম্প্রতিক সময়ে টেস্টেও উন্নতির ছাপ দেখাচ্ছেন মুমিনুল হকরা। ধীরে হলেও ছেলেরা যে উন্নতি করছেন ডারবান টেস্ট শুরুর আগে সে কথা আরেকবার মনে করিয়ে দিলেন ডমিঙ্গো, ‘আমাদের ছেলেরা এখন ভালো খেলছে। টেস্টে আমরা উন্নতি করছি। ফলাফল হয়তো এতটা ভালো নয়। তবে আমাদের দল ভারসাম্যপূর্ণ হচ্ছে।’ 

ডমিঙ্গো আরও যোগ করেন, ‘সেরা খেলোয়াড়রাই টেস্ট খেলছে। আমরা তাই আশাবাদী। তবে সিরিজটি কঠিন হবে কোনো সন্দেহ নেই। ওয়ানডে ও নিউজিল্যান্ড টেস্ট থেকে আমরা প্রেরণা নেব। দুই দলের জন্যই এই সিরিজ কঠিন হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত