Ajker Patrika

ডোনাল্ডের চাওয়া পূরণ করলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ মে ২০২২, ১৭: ১৪
ডোনাল্ডের চাওয়া পূরণ করলেন সাকিব

ঢাকা টেস্টের গতকাল তৃতীয় দিন শেষে বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সাকিব আল হাসানের কাছে ৫ উইকেট আশা করেছিলেন। ডোনাল্ডের সেই চাওয়া পূরণ করেছেন এই বাঁহাতি স্পিনার। গতকাল ৩ উইকেট নেওয়া সাকিব আজ নিলেন আরও দুটি। সাকিবের স্পিন ঘূর্ণিতে ধসে গেছে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ।

সকালের দুই সেশনে বাংলাদেশের প্রাপ্তি ছিল শূন্য। উইকেট থেকে একটুও সুবিধা নিতে পারেননি সাকিব-ইবাদতরা। তৃতীয় সেশনে এসে দারুণ বোলিং করেন বাংলাদেশের বোলাররা। ৫ উইকেট তুলে নিয়ে দিনের সেরা পারফরমার তিনি। বাকি ৪ উইকেট নিয়েছেন পেসার ইবাদত হোসেন আর একটি রান আউট। শ্রীলঙ্কা অলআউট হয়েছে ৫০৬ রানে। তাদের লিড ১৪১ রানের। 

প্রবীণ জয়াবিক্রমাকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন সাকিব। টেস্টে এই নিয়ে ১৯ বার পাঁচ উইকেট পেলেন তিনি। এর আগে ২০১৮ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সবশেষ ৫ উইকেট পেয়েছিলেন সাকিব। গতকাল সাকিবে উচ্ছ্বসিত ডোনাল্ড বলছিলেন, ‘শেন ওয়ার্নের মতো সে অনেক অভিজ্ঞ। পুরো দলকে সে চাঙা করে রাখে। ঠিক জায়গায় বল করে যায়।’ তিনি আশা প্রকাশ করেছিলেন, ‘আশা করি, সে আগামীকাল (আজ) ৫ উইকেট পাবে।’ 

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন

ডোনাল্ডের চাওয়া পূরণ হয়েছে। এবার বাংলাদেশের ব্যাটারদের কাজ হবে শ্রীলঙ্কার লিড ছাপিয়ে এমন একটা স্কোর গড়া, যেন ঢাকা টেস্টে হাসিমুখে শেষ করা যায়।

সাকিব আল হাসান সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত